টেক্সাস, 25 মে : কমপক্ষে 18 জন নাবালক এবং 3 জন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন এক বন্দুকবাজের গুলিতে ৷ এই বন্দুকবাজের বয়স মাত্র 18 ৷ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11.30 মিনিট নাগাদ টেক্সাসের উভালডে শহরে রব এলিমেন্টারি স্কুলে গুলির শব্দ শোনা যায় ৷ সান আন্তোনিও থেকে এক দূরত্ব 134 কিলোমিটার ৷ তবে বন্দুকবাজও পুলিশের গুলিতে মারা গিয়েছে (18 children and 3 adult killed in Texas School Shooting) ৷
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট (Texas Governor Greg Abbott) জানান, খুনির নাম সালভাদোর রামোস (Salvador Ramos) ৷ সে স্কুলের এলাকাতেই থাকত ৷ এই গুলি চালানোর পিছনে কী উদ্দেশ্যে, তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি বলেন, "কিছু বুঝে ওঠার আগেই সে ভয়ঙ্কর ভাবে গুলি চালাতে থাকে ৷ 14 জন পড়ুয়া এবং একজন শিক্ষক মারা গিয়েছেন ৷" পরে অবশ্য মৃতের সংখ্যা বেড়েছে ৷ দু'জন পুলিশ আধিকারিকেরও গুলি লেগেছে ৷ আশা করা যায়, তাঁরা সেরে উঠবেন, জানালেন গভর্নর ৷
-
These kinds of mass shootings rarely happen elsewhere in the world.
— President Biden (@POTUS) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Why are we willing to live with this carnage? Why do we keep letting this happen? Where in God’s name is our backbone to have the courage to deal with it?
It’s time to turn this pain into action.
">These kinds of mass shootings rarely happen elsewhere in the world.
— President Biden (@POTUS) May 25, 2022
Why are we willing to live with this carnage? Why do we keep letting this happen? Where in God’s name is our backbone to have the courage to deal with it?
It’s time to turn this pain into action.These kinds of mass shootings rarely happen elsewhere in the world.
— President Biden (@POTUS) May 25, 2022
Why are we willing to live with this carnage? Why do we keep letting this happen? Where in God’s name is our backbone to have the courage to deal with it?
It’s time to turn this pain into action.
আরও পড়ুন : Karachi Kharadar Blast : করাচির ব্যস্ত বাজারে বিস্ফোরণ, মৃত এক মহিলা
সরকারি সূত্রে জানা গিয়েছে, রামোসের কাছে একটি হ্যান্ডগান এবং এআর-15 সেমিঅটোমেটিক রাইফেল ছিল ৷ এছাড়া সে শক্তিশালী ম্যাগাজিনও রেখেছিল ৷ স্কুলের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মৃত পড়ুয়াদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে ৷ তারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে পড়ত ৷
টোকিয়োয় কোয়াড সামিটে থাকাকালীনই প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্ঘটনার কথা জানানো হয় ৷ দেশে ফিরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "বন্দুক ব্যবহারের সাধারণ জ্ঞান যাঁদের নেই, তাঁদেরকে আমাদের বোঝাতে হবে ৷ অভিভাবকদের জন্য আমরা প্রার্থনা করছি ৷ বিশ্বে এধরনের গণহত্যা খুব কম ঘটে ৷ আমরা কেন এই হত্যাকাণ্ড নিয়ে বেঁচে আছি ? আমরা কেন এটা হতে দিচ্ছি ? এই যন্ত্রণার বিরুদ্ধে পদক্ষেপ করার সময় এখন ৷"