ETV Bharat / international

মধ্যপ্রাচ্যে থাবা COVID-19’এর, ইরানে মৃত 2

চিনের পর এবার মধ্যপ্রাচ্য ৷ COVID-19-এ আক্রান্ত ইরানের কম প্রদেশের দুই ব্যক্তির মৃত্যু হল ৷ দুই বয়স্ক ব্যক্তি দেশের বাইরে যাননি বলে জানিয়েছেন সেদেশের স্বাস্থ্য মন্ত্রক ৷ কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে তারা তৎপর বলে জানিয়েছে ইরান প্রশাসন ৷

Iran's first corona detected
কোরোনা ভাইরাস
author img

By

Published : Feb 20, 2020, 8:42 AM IST

Updated : Feb 20, 2020, 10:10 AM IST

তেহরান ও ইয়োকোহামা : কোরোনার ভাইরাসের হামলা এবার মধ্যপ্রাচ্যেও ৷ ইরানের দুই ব্যক্তি COVID-19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ দু’জনই ইরানের কম প্রদেশের বাসিন্দা ৷

মধ্যপ্রাচ্যে প্রথম COVID-19 আক্রান্তে মৃত্যু হল ৷ ইরানের মন্ত্রিসভার এক মুখপাত্র কিয়ানোশ জাহানপোর জানিয়েছেন, রাজধানী তেহরানের দক্ষিণে কম প্রদেশের দুই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তাঁদের শরীরে COVID-19 এর উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ আরও এক ব্যক্তি COVID-19 আক্রান্ত বলে জানিয়েছেন কিয়ানোশ ৷ ওই ব্যক্তিকে নজরে রাখা হয়েছে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, কম প্রদেশের মৃত দুই ব্যক্তি কখনও দেশের বাইরেই যাননি ৷ কমের মেডিকেল সায়েন্স ইউনিটের প্রধান মহম্মদরেজ়া ঘাদির জানিয়েছেন, ‘‘কমো কোরোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷ সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই ৷’’

চিনে নতুন করে 114 জনের মৃত্যু হওয়ায় COVID-19-এর সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দু’হাজার 118 ৷ হুবেই প্রদেশের রাজধানী ইউহানে প্রত্যেক বাড়ি গিয়ে সংক্রমিত মানুষের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে চিনের স্বাস্থ্য মন্ত্রক ৷

জাপানের ইয়োকোহামায় ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে COVID-19 আক্রান্ত দুই যাত্রীর মৃত্যু হয়েছে ৷ মৃত দুই বৃদ্ধ ও বৃদ্ধার বয়স 80-র কোঠায় বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ 100-র ওপর যাত্রীকে বুধবার পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু জাপানের স্বাস্থ্য আধিকারিকরা জানান, নতুন করে 79 জনের শরীরে COVID-19-এর সন্ধান পাওয়া গিয়েছে ৷ তাদের জাহাজ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জাহাজের 621 জন COVID-19 আক্রান্ত বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ চিনের বাইরে জাপানের জাহাজেই সবথেকে বেশি কোরোনা আক্রান্ত ৷ বিশ্বের 24টি দেশে 100-র উপর মানুষ COVID-19 আক্রান্ত ৷

তেহরান ও ইয়োকোহামা : কোরোনার ভাইরাসের হামলা এবার মধ্যপ্রাচ্যেও ৷ ইরানের দুই ব্যক্তি COVID-19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ দু’জনই ইরানের কম প্রদেশের বাসিন্দা ৷

মধ্যপ্রাচ্যে প্রথম COVID-19 আক্রান্তে মৃত্যু হল ৷ ইরানের মন্ত্রিসভার এক মুখপাত্র কিয়ানোশ জাহানপোর জানিয়েছেন, রাজধানী তেহরানের দক্ষিণে কম প্রদেশের দুই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তাঁদের শরীরে COVID-19 এর উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ আরও এক ব্যক্তি COVID-19 আক্রান্ত বলে জানিয়েছেন কিয়ানোশ ৷ ওই ব্যক্তিকে নজরে রাখা হয়েছে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, কম প্রদেশের মৃত দুই ব্যক্তি কখনও দেশের বাইরেই যাননি ৷ কমের মেডিকেল সায়েন্স ইউনিটের প্রধান মহম্মদরেজ়া ঘাদির জানিয়েছেন, ‘‘কমো কোরোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷ সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই ৷’’

চিনে নতুন করে 114 জনের মৃত্যু হওয়ায় COVID-19-এর সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দু’হাজার 118 ৷ হুবেই প্রদেশের রাজধানী ইউহানে প্রত্যেক বাড়ি গিয়ে সংক্রমিত মানুষের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে চিনের স্বাস্থ্য মন্ত্রক ৷

জাপানের ইয়োকোহামায় ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে COVID-19 আক্রান্ত দুই যাত্রীর মৃত্যু হয়েছে ৷ মৃত দুই বৃদ্ধ ও বৃদ্ধার বয়স 80-র কোঠায় বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ 100-র ওপর যাত্রীকে বুধবার পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু জাপানের স্বাস্থ্য আধিকারিকরা জানান, নতুন করে 79 জনের শরীরে COVID-19-এর সন্ধান পাওয়া গিয়েছে ৷ তাদের জাহাজ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জাহাজের 621 জন COVID-19 আক্রান্ত বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ চিনের বাইরে জাপানের জাহাজেই সবথেকে বেশি কোরোনা আক্রান্ত ৷ বিশ্বের 24টি দেশে 100-র উপর মানুষ COVID-19 আক্রান্ত ৷

Last Updated : Feb 20, 2020, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.