তুরস্ক, 31 অক্টোবর : তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 17 ৷ আহত প্রায় 709 ৷ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরডোজ্ঞান ৷ গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7 ৷ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি ৷ গতকাল প্রথমে খবর পাওয়া যায়, মৃতের সংখ্যা ছিল 6, আহত ছিল 202 জন মতো ৷ তুরস্কে বহু বহুতল ভেঙে পড়েছে ৷ এখনও পর্যন্ত বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও ৷
গতকাল সকাল 11 টা 50 নাগাদ পশ্চিম তুরস্কের ইজ়মির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে 17.26 কিলোমিটার দূরে আজিয়ান সাগরের 16.54 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয় ৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল 6.6 । এরপর থেকে এখনও পর্যন্ত মোট 23 বার কেঁপে উঠেছে তুরস্ক , যার তীব্রতা ছিল 4 - এর বেশি ৷ ছিল প্রায় 196 টি আফটার শক কম্পন ৷ ইজ়মির প্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে ।
অন্যদিকে, গ্রিসের স্যামোস দ্বীপেও গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে ৷ স্যামোস দ্বীপ থেকে 13 কিলোমিটার দূরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ৷ অ্যামেরিকার জিওলজিক্যাল সার্ভে বলছে , ভূমিকম্পের তীব্রতা ছিল 7 ৷ এরপর ভূমিকম্পে কী পদক্ষেপ নেওয়া উচিত কিংবা পরবর্তী কর্মসূচি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরডোগানের সঙ্গে ফোনে কথা বলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ৷ তুরস্ক প্রেসিডেন্টের একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের প্রধান একে অপরকে দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য শুভকামনা জানিয়েছেন ৷
তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজিয়ান ও মারমারা এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে । কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলেও । এদিকে গ্রিসের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে । গ্রিসের রাজধানী এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়েছে । বুলগেরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে । গ্রিসের সামোস দ্বীপে মূল বন্দরে ডকের উপরে উঠে এসেছে জলস্তর । একাধিক রাস্তা জলে ডুবে গেছে । সামোসে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে ।