দুবাই, 22 মার্চ : সারা বিশ্বে পেট্রোপণ্যের আকাল দেখা দিলে, দাম বাড়লে তার দায় নেবে না সৌদি আরব (Saudi Arabia says it is not responsible for worldwide high oil prices) ৷ ওই দেশের তরফে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে সোমবার ৷ ইয়েমেনর হাউথি বিদ্রোহীদের আক্রমণে তেল উত্তোলনে বাধা সৃষ্টি হয়েছে ৷ তাই বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারীদের তরফে এই কথা জানানো হয়েছে ৷
যদিও সৌদি আরবের এই মন্তব্যের ফল মারাত্মক হতে পারে ৷ কারণ, এর ফলে বিশ্বের বাজারে আচমকাই বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম ৷ তার ফলে বিশ্বের বিভিন্ন দেশে পেট্রল-ডিজেলের দাম অবধারিতভাবে বাড়বে (Petrol Diesel Price Hike) ৷ ফলে পরিস্থিতি কোন দিকে যায়, আপাতত সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব ৷
এর আগে 2014 সালেও একই ঘটনা ঘটেছিল ৷ সেই সময় এই বিদ্রোহীদের পিছন থেকে মদত দিয়েছিল ইরান ৷ তখন তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিয়েছিল ৷ সেই সময় ইয়েমেনকে বিদ্রোহীদের দখলমুক্ত করে নির্বাচিত সরকারকে কাজ চালাতে সাহায্য করেছিল সৌদি আরব ৷
সাত বছর আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ৷ এবার জেড্ডায় সৌদি আরবের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ৷ এর জেরে সৌদি আরব তেল উৎপাদনের পরিমাণ কমেছে ৷ আপাতত রোজ 4 লক্ষ ব্যারেল তেল কম উত্তোলন করা হচ্ছে ৷
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে (Oil Prices Hiked Over the World) ৷ এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের তেল উত্তোলক সংস্থাগুলির উপর তেল উত্তোলনের পরিমাণ বৃদ্ধির চাপ দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, যাতে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি ঠেকানো যায় ৷ সেই সময় সৌদি আরবের এই ঘোষণা সারা বিশ্বের কাছে চিন্তার কারণ হয়ে উঠল ৷
আরও পড়ুন : Zelenskyy warns of World War III : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি