ETV Bharat / international

হজে একাধিক বিধিনিষেধ জারি সৌদি আরবের - হজে কয়েকটি বিধিনিষেধ জারি করল সৌদি আরব

রিয়াধে হজে অনুমতি দেওয়া হবে না বিশ্বের কোনও দেশের নাগরিককে ৷ শুধুমাত্র , সৌদি আরবের নাগরিকরাই করতে পারবেন হজ ৷ সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বের মতো বিধিনিষেধ ৷

Saudi Arabia announces Hajj restrictions
হজে কয়েকটি বিধিনিষেধ জারি করল সৌদি আরব
author img

By

Published : Jul 7, 2020, 4:16 AM IST

রিয়াধ, 6 জুলাই : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ যত দিন যাচ্ছে বাড়ছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এই কোরোনা পরিস্থিতি রুখতেই এবার হজে কিছু বিধিনিষেধ জারি করা হল ৷ আজ এই ঘোষণা করে সৌদি আরব সরকার ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, হজে গিয়ে ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মনুমেন্ট কাব্বা ছুঁয়ে হজ সম্পূর্ণ করেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ এবছর হজে গেলেও নিষিদ্ধ করা হয়েছে কাব্বা ছোঁয়া ৷ এছাড়াও শুধুমাত্র সেদেশের নাগরিকরাই যেতে পারবেন হজে ৷ সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্ব ৷ বিশ্বব্যাপী প্রায় 20 লাখ মানুষ জুলাই-অগাস্ট মাস নাগাদ মক্কা মদিনায় হজ যাত্রায় যান ৷ সৌদি প্রশাসন সূত্রের খবর, গতবছর প্রায় 25 লাখ মানুষ হজে যান ৷ তার মধ্যে 6 লাখই সৌদি আরবের নাগরিক ৷ এটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সবথেকে পবিত্র তীর্থযাত্রা ৷ কিন্তু এবছর সেই সুযোগ পাবেন না সৌদি আরবের বাইরের মানুষেরা ৷

গত মাসেই সৌদি আরব সরকার জানিয়েছিল , কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে এবছর হজে কমসংখ্যক লোককে অনুমতি দেওয়া হবে ৷ একমাত্র সৌদি আরবের অন্তর্বর্তী রাজ্যগুলির মানুষেরাই যেতে পারবেন হজে ৷ তবে, এটাই প্রথম বার নয় ৷ 2014 থেকে 2016 সালের মধ্যে ইবোলা ভাইরাসের সংক্রমণ রুখতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দা কঙ্গো ও কয়েকটি আফ্রিকান দেশগুলির জন্য হজে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার ৷ সৌদি সরকার মক্কায় হজ থেকেই আয় করে প্রায় 5.3 ও 6.9 মিলিয়ন ডলার ৷ ইসলাম ধর্ম মতে, এই বার্ষিক তীর্থযাত্রা তাদের ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি ৷ যা প্রত্যেক মুসলিমকে নিজেদের জীবনে শারীরিক ও আর্থিক অবস্থা বুঝে অন্তত একবার যেতে হয় ৷

রিয়াধ, 6 জুলাই : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ যত দিন যাচ্ছে বাড়ছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এই কোরোনা পরিস্থিতি রুখতেই এবার হজে কিছু বিধিনিষেধ জারি করা হল ৷ আজ এই ঘোষণা করে সৌদি আরব সরকার ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, হজে গিয়ে ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মনুমেন্ট কাব্বা ছুঁয়ে হজ সম্পূর্ণ করেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ এবছর হজে গেলেও নিষিদ্ধ করা হয়েছে কাব্বা ছোঁয়া ৷ এছাড়াও শুধুমাত্র সেদেশের নাগরিকরাই যেতে পারবেন হজে ৷ সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্ব ৷ বিশ্বব্যাপী প্রায় 20 লাখ মানুষ জুলাই-অগাস্ট মাস নাগাদ মক্কা মদিনায় হজ যাত্রায় যান ৷ সৌদি প্রশাসন সূত্রের খবর, গতবছর প্রায় 25 লাখ মানুষ হজে যান ৷ তার মধ্যে 6 লাখই সৌদি আরবের নাগরিক ৷ এটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সবথেকে পবিত্র তীর্থযাত্রা ৷ কিন্তু এবছর সেই সুযোগ পাবেন না সৌদি আরবের বাইরের মানুষেরা ৷

গত মাসেই সৌদি আরব সরকার জানিয়েছিল , কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে এবছর হজে কমসংখ্যক লোককে অনুমতি দেওয়া হবে ৷ একমাত্র সৌদি আরবের অন্তর্বর্তী রাজ্যগুলির মানুষেরাই যেতে পারবেন হজে ৷ তবে, এটাই প্রথম বার নয় ৷ 2014 থেকে 2016 সালের মধ্যে ইবোলা ভাইরাসের সংক্রমণ রুখতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দা কঙ্গো ও কয়েকটি আফ্রিকান দেশগুলির জন্য হজে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার ৷ সৌদি সরকার মক্কায় হজ থেকেই আয় করে প্রায় 5.3 ও 6.9 মিলিয়ন ডলার ৷ ইসলাম ধর্ম মতে, এই বার্ষিক তীর্থযাত্রা তাদের ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি ৷ যা প্রত্যেক মুসলিমকে নিজেদের জীবনে শারীরিক ও আর্থিক অবস্থা বুঝে অন্তত একবার যেতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.