কাবুল, 25 অগস্ট: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানি জঙ্গি গোষ্ঠী ৷ পতন হয়েছে গনি সরকারের ৷ এবার তালিবান শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, আফগান সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা ৷
কাবুলের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী আফগানিস্তানের রাজধানী শহরে একটি জনসমাবেশে তালিবান নেতৃত্ব ঘোষণা করেছে, গত 20 বছরের সংগ্রাম বৃথা যাবে না ৷ এবার দেশের সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা ৷ এইসঙ্গে সরকার গঠনে দেশের সমস্ত ধর্মীয় পণ্ডিতদের সহযোগিতা চেয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে তালিবান নেতারা ৷ তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, একটি সর্বস্তরীয় সরকার গঠন করব আমরা ৷ যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে ৷
আরও পড়ুন: Joe Biden : 31 অগস্টই সেনা প্রত্যাহারের শেষ দিন, ঘোষণা বাইডেনের
এইসঙ্গে আফগানিস্তানে কর্মরত মহিলাদের আপাতত বাড়িতেই থাকতে বলেছেন জাবিউল্লা মুজাহিদ । জাবিউল্লার বলেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা না মেটা পর্যন্ত মহিলাদের বাড়িতে থাকার অনুরোধ করছি । তালিবানের এই ‘পরামর্শ’ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল বাসেলেট জানিয়েছেন, তালিবরা দেশের ক্ষমতা দখলের পর দেশের মহিলাদের সঙ্গে কী ধরনের আচরণ করে সে দিকে বিশ্বের নজর রয়েছে।
আরও পড়ুন: Afghanistan Evacuation : শিক্ষিত-দক্ষ আফগানদের প্রয়োজন, আফগানিস্তান না ছাড়ার বার্তা তালিবানের