ETV Bharat / international

ইজ়রায়েলেও কোরোনা, বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু

author img

By

Published : Feb 21, 2020, 5:45 PM IST

ইরানের পর এবার ইজ়রায়েল । মধ্য প্রাচ্যের দেশগুলিতেও দিন দিন বাড়ছে কোরোনার আতঙ্ক । কোরোনার সংক্রমণে আজই ইজ়রায়েলে মৃত্যু হল এক ব্যক্তির ।

coronavirus
ছবি

জেরুজ়ালেম ও তেহরান, 21 ফেব্রুয়ারি : কোরোনার প্রকোপে এবার ইজ়রায়েল । আজই প্রথম কোরোনার সংক্রমণ ধরা পড়ল ইজ়রায়েলে । এদিকে ইরানে কোরোনা আক্রান্ত 13 জনের মধ্যে আরও দুই জনের মৃত্যু হল আজ । গতকালই ইরানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে কোরোনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল । আজ ফের দু'জন মারা গেলেন ইরানে ।

কোরোনার দাপটে মৃত্যু মিছিল দিন দিন বেড়েই চলছে । ইতিমধ্যে দু'হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা । শুধুমাত্র হুবেই প্রদেশেই নতুন করে 118 জনের প্রাণ কেড়েছে এই মারণ ব্যাধি । গোটা চিনে এখনও পর্যন্ত মোট 2,236 জনের মৃত্যু হয়েছে ।

চিনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, COVID-19-এ হুবেই প্রদেশে নতুন করে 118 জনের মৃত্যু হয়েছে ৷ 19 ফেব্রুয়ারি হুবেইয়ে 136 জনের মৃত্যু হওয়ায় চিনে COVID-19’-এর জেরে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে যায় ৷ হুবেইয়ের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে 411 জনের শরীরে কোরোনার সন্ধান পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে ইউহানেই 319 জন COVID-19 সংক্রমিত ৷

জেরুজ়ালেম ও তেহরান, 21 ফেব্রুয়ারি : কোরোনার প্রকোপে এবার ইজ়রায়েল । আজই প্রথম কোরোনার সংক্রমণ ধরা পড়ল ইজ়রায়েলে । এদিকে ইরানে কোরোনা আক্রান্ত 13 জনের মধ্যে আরও দুই জনের মৃত্যু হল আজ । গতকালই ইরানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে কোরোনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল । আজ ফের দু'জন মারা গেলেন ইরানে ।

কোরোনার দাপটে মৃত্যু মিছিল দিন দিন বেড়েই চলছে । ইতিমধ্যে দু'হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা । শুধুমাত্র হুবেই প্রদেশেই নতুন করে 118 জনের প্রাণ কেড়েছে এই মারণ ব্যাধি । গোটা চিনে এখনও পর্যন্ত মোট 2,236 জনের মৃত্যু হয়েছে ।

চিনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, COVID-19-এ হুবেই প্রদেশে নতুন করে 118 জনের মৃত্যু হয়েছে ৷ 19 ফেব্রুয়ারি হুবেইয়ে 136 জনের মৃত্যু হওয়ায় চিনে COVID-19’-এর জেরে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে যায় ৷ হুবেইয়ের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে 411 জনের শরীরে কোরোনার সন্ধান পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে ইউহানেই 319 জন COVID-19 সংক্রমিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.