তেহরান, 10 অক্টোবর : মাঠে ফুটবল খেলা চলছে ৷ আর স্টেডিয়ামে বসে তা দেখছে মহিলারা ৷ প্রায় 40 বছর পর এমনই দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ইরান ৷ এতদিন মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ ছিল ইসলামিক রিপাবলিক ইরানে ৷ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল ৷
বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA গত মাসেই ইরানকে নির্দেশ দিয়েছিল ফুটবল স্টেডিয়ামে মহিলাদের প্রবেশাধিকার মঞ্জুর করার জন্য ৷ অবশেষে সেই নির্দেশ মেনে নিল ইরান প্রশাসন ৷
মহিলাদের ফুটবল খেলা দেখার অনুমতি মেলাটা অবশ্য খুব সহজে আসেনি ৷ পরিস্থিতি চূড়ান্ত রূপ নিয়েছিল গত মাসে ৷ যখন স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়ার জন্য গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন এক ইরানি যুবতি ৷ ওই যুবতি 'ব্লু গার্ল'-র মৃত্যুর পরই ইরান প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলে FIFA ৷ তাদের নির্দেশ ছিল হয় মহিলাদের মাঠে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হোক নয় বাতিল করা হবে ইরানের ফুটবল খেলার অনুমতি ৷ অবশেষে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার নির্দেশ মেনে মহিলাদের ফুটবল মাঠে ঢোকার অনুমতি দিল ইরান প্রশাসন ৷ শোনা গেছিল, ব্লু গার্লের মৃত্যুর পর FIFA ইরান প্রশাসনকে জানিয়ে দিয়েছিল ফুটবল মাঠে মহিলাদের প্রবেশাধিকার না দিলে 2022 বিশ্বকাপে তাদের অংশ নিতে দেওয়া হবে না ৷
1979 সাল থেকে মহিলাদের ফুটবল মাঠে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল ইরানে ৷ অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠে গেল ৷ সূত্রের খবর, এ মাসেই প্রায় 100 জন বিশেষভাবে সক্ষম মহিলা ফুটবল খেলা দেখবেন মাঠে উপস্থিত থেকে ৷