বেইরুট, 5 অগাস্ট : মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে নয়টার সময় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট। দু'দুবার বিস্ফোরণে কমপক্ষে 70 জন নিহত ৷ আহত কমপক্ষে 3700 জন ৷
কী কারণে এই বিস্ফোরণ তা এখনও পরিষ্কার নয় ৷ তবে সন্দেহ করা হচ্ছে, লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরিকে গাড়ি বোমা বিস্ফোরণে হত্যা করা হয় 2005 সালে ৷ সেই হত্যার মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল ৷ রাষ্ট্রসংঘের একটি ট্রাইবুনালে এই মামলার শুনানি চলছিল ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে ইরান সমর্থিত হিজবুল গোষ্ঠীর চার সদস্যের বিষয়ে এই শুক্রবার রায় ঘোষণার কথা আছে ৷ তার আগেই এই বিস্ফোরণ ঘটল ৷ এই মামলায় জড়িত আর এক ব্যক্তি হিজবুলের সামরিক কমান্ডার মোস্তাফা আমাইন বদ্রেদাইন 2016 সালে সিরিয়ায় নিহত হয় ৷ আজ বিস্ফোরণ ঘটেছে, বেইরুট সমুদ্র বন্দরের কোনও এক জায়গায় ৷
স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বিস্ফোরণস্থানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। এর ফলে সমগ্র জায়গা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ৷ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছে বহু মানুষ ৷ বিস্ফোরণের পরই আতঙ্কে মানুষ ছোটাছুটি করতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় অনেককে উদ্ধার করা হয়েছে ৷ এখনও উদ্ধারকাজ চলছে ৷
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিস্ফোরণস্থান থেকে পুলিশ 10টি দেহ উদ্ধার করেছে ৷ এখনও ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকে আছে ৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কমপক্ষে 70 জনের মৃত্যু হয়েছে । এবং 3700 জনের বেশি আহত হয়েছেন ।
অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ অ্যামেরিকার নিউক্লিয়ার বিজ্ঞানী চার্লস রফার এক টুইট করে বলেন, " এই বিস্ফোরণে লাল রঙের মেঘ সৃষ্টি হয়েছিল ৷ কৃষিকাজে সাধারণ ভাবে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেটকে এই বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয় ৷"
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এই ঘটনার পরেই ডিফেন্স কাউন্সিলের মিটিং ডাকেন ৷ প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার শোকের দিন ঘোষণা করেছেন। তিনি বলেন, "আজ যা ঘটেছে তার জবাবদিহি করতে হবে ৷ এই বিপর্যয়ের জন্য যারা দায়বদ্ধ তাদের তার চরম মূল্য পরিশোধ করতে হবে ।" ইজ়রায়েল সরকারের এর আধিকারিক জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই ৷ বেনজামিন স্টিক নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণগুলি বন্দরের পাশে একটি 130 মিটার (420 ফুট) লম্বা ধূসর গুদামকে কেন্দ্র করে দেখা গেছে।
প্রধানমন্ত্রী হাসান দিয়াব আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছেন ৷ কয়েক দশকের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে লেবানন এমনিতেই জর্জরিত । প্রধানমন্ত্রী দিয়াব বিশ্বের বিভিন্ন দেশের কাছে আবেদন করে বলেন, "আমি বিশ্বের সকল দেশকে আবেদন করছি, যারা আমাদের বন্ধু এবং ভাইয়ের মতো এবং যারা লেবাননকে ভালবাসে তাদের পক্ষে একটি জরুরি আবেদন পাঠাচ্ছি, এই বিপর্যয়ে আমাদের পাশে দাঁড়াতে এবং এই গভীর ক্ষত সারিয়ে তুলতে আমাদের সহায়তা করুন৷"
তবে এই বিস্ফোরণে ভারতীয় দূতাবাসের কর্মীরা সবাই নিরাপদে রয়েছেন ৷ দূতাবাস সূত্রে এই খবর জানানো হয়েছে৷