কান্দাহার, 9 নভেম্বর : দক্ষিণ কান্দাহার প্রদেশের পুলিশ বেসে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে নিহত কমপক্ষে চারজন। আহত হয়েছেন ৪০ জন। গতকাল গভীর রাতে ওই বিস্ফোরণের পর ওই প্রদেশের মাইওয়ান্দ জেলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরে আহতদের অনুসন্ধান চালান প্যারামেডিক্সরা। এমনই জানিয়েছেন কান্দাহার জনস্বাস্থ্য বিভাগের প্রাদেশিক ডিরেক্টর মহম্মদ আশরাফ নাদারি। বিস্ফোরণে আহতদের মধ্যে সেনা ও সাধারণ মানুষ উভয় রয়েছেন বলে জানান তিনি।
যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের পেছনে নিজেদের হাত রয়েছে বলে দাবি করেনি। তবে তালিবান গোষ্ঠী বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ। কারণ গত দুই দশক ধরে কান্দাহার তালিবান জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি।
আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। সম্প্রতি চলতি মাসের শুরুতে ইসলামিক স্টেট(IS) জঙ্গিরা কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। ওই ঘটনায় নিহত হন 22 জন ও 22 জন আহত হন।