ETV Bharat / international

ভারী বড় বউয়ের বোঝা, কাঁধে নিয়ে দৌড় সোজা!

author img

By

Published : Sep 9, 2020, 7:00 AM IST

Updated : Sep 9, 2020, 3:44 PM IST

ফিনল্যান্ডের কুখ্যাত ডাকাত হ্যারকো রেসোর সঙ্গে সম্পর্কিত এই আজব প্রতিযোগিতা আজ গোটা বিশ্বে জনপ্রিয়৷ এমনকী ভারতেও৷

wife caring world championship
বিশ্বকাপ

দম লাগা কে হাইসা সিনেমায় নায়িকাকে কাঁধে নিয়ে একটি প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন নায়ক ৷ কখনও জল-কাদা দিয়ে ৷ কখনও পাটাতনের উপর দিয়ে ৷ এমন প্রতিযোগিতা বাস্তবেও হয় ৷ স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌড়়ানোর প্রতিযোগিতা শুরু হয় ফিনল্যান্ডে ৷ রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়ানশিপ৷

ফিনল্যান্ডে শুরু হলেও মজার খেলাটি বর্তমানে জনপ্রিয় গোটা পৃথিবীতেই৷ এমনকী সম্প্রতি ভারতের মাটিতেও শুরু হয়েছে বউ কাঁধে নিয়ে দৌড় বিশ্বকাপ! কিন্তু কবে, কীভাবে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার শুরু হল?

এই বিষয়ে রয়েছে মিথ, হ্যারকো রোসোর গল্প৷ হ্যারকো রোসো ছিল 18 শতকের ফিনল্যান্ডের কুখ্যাত ডাকাত৷ যার কর্ম ও বসবাস গভীর জঙ্গলে৷ তবে, সাগরেদদের নিয়ে আশপাশের গ্রামে এসেও হামলা চালাত সে৷ রোসোর গল্প থেকেই স্ত্রীকে কাঁধে করে স্বামীর দৌড় প্রতিযোগিতার তিনটি সূত্র মেলে৷

প্রথম সূত্র: রোসোর দল গ্রামে হামলা করার পর মালপত্র ও মহিলাদের তুলে আনত গভীর জঙ্গলে৷ দ্রুত জঙ্গলে ফিরতে মহিলাদের কাঁধে করে তুলে আনা হত৷

দ্বিতীয় সূত্র: রোসোর দলের তরুণরা নিকটবর্তী গ্রামের তরুণী বধূদের তুলে এনে বিয়ে করত৷ আনবার সময় তাঁদের পিঠে করে আনা হত৷

তৃতীয় সূত্র: রোসো তার দলকে শক্তিশালী করে তুলতে শাগরেদদের পিঠে ভারী বোঝা চাপিয়ে দৌড় করাত৷

উপরের এই তিন সূত্রের কোনও একটি থেকে ফিনল্যান্ডের আজব প্রতিযোগিতার শুরু বলে মনে করা হয়৷ তবে, শুধু বউ কাঁধে নিয়ে দৌড়ালেই হয় না এই চ্যাম্পিয়ানশিপে৷ বিভিন্ন কায়দায় প্রতিযোগিতার নিয়মকে কঠিন থেকে কঠিনতর করা হয়ে থাকে৷

যে রাস্তায় দৌড়তে হবে তা সহজ সমান্তরাল না, কৃত্রিমভাবে হাজাররকম বাধাদানের ব্যবস্থা রয়েছে৷ কিছুটা দৌড়াতে হবে বালিতে, কিছুটা জলের মধ্যে দিয়ে৷ সবটা সামলে নাও উঠতে পারেন দম্পতি৷ হুমড়ি খেয়ে পড়তে পারেন বর, বরের কাঁধ থেকে ছিটকে পড়তে পারেন বউ বেচারিও৷ খেলতে খেলতে ঠিক যেন সংসারের সত্যিই প্রকাশ্যে এসে পড়ে!

দম লাগা কে হাইসা সিনেমায় নায়িকাকে কাঁধে নিয়ে একটি প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন নায়ক ৷ কখনও জল-কাদা দিয়ে ৷ কখনও পাটাতনের উপর দিয়ে ৷ এমন প্রতিযোগিতা বাস্তবেও হয় ৷ স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌড়়ানোর প্রতিযোগিতা শুরু হয় ফিনল্যান্ডে ৷ রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়ানশিপ৷

ফিনল্যান্ডে শুরু হলেও মজার খেলাটি বর্তমানে জনপ্রিয় গোটা পৃথিবীতেই৷ এমনকী সম্প্রতি ভারতের মাটিতেও শুরু হয়েছে বউ কাঁধে নিয়ে দৌড় বিশ্বকাপ! কিন্তু কবে, কীভাবে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার শুরু হল?

এই বিষয়ে রয়েছে মিথ, হ্যারকো রোসোর গল্প৷ হ্যারকো রোসো ছিল 18 শতকের ফিনল্যান্ডের কুখ্যাত ডাকাত৷ যার কর্ম ও বসবাস গভীর জঙ্গলে৷ তবে, সাগরেদদের নিয়ে আশপাশের গ্রামে এসেও হামলা চালাত সে৷ রোসোর গল্প থেকেই স্ত্রীকে কাঁধে করে স্বামীর দৌড় প্রতিযোগিতার তিনটি সূত্র মেলে৷

প্রথম সূত্র: রোসোর দল গ্রামে হামলা করার পর মালপত্র ও মহিলাদের তুলে আনত গভীর জঙ্গলে৷ দ্রুত জঙ্গলে ফিরতে মহিলাদের কাঁধে করে তুলে আনা হত৷

দ্বিতীয় সূত্র: রোসোর দলের তরুণরা নিকটবর্তী গ্রামের তরুণী বধূদের তুলে এনে বিয়ে করত৷ আনবার সময় তাঁদের পিঠে করে আনা হত৷

তৃতীয় সূত্র: রোসো তার দলকে শক্তিশালী করে তুলতে শাগরেদদের পিঠে ভারী বোঝা চাপিয়ে দৌড় করাত৷

উপরের এই তিন সূত্রের কোনও একটি থেকে ফিনল্যান্ডের আজব প্রতিযোগিতার শুরু বলে মনে করা হয়৷ তবে, শুধু বউ কাঁধে নিয়ে দৌড়ালেই হয় না এই চ্যাম্পিয়ানশিপে৷ বিভিন্ন কায়দায় প্রতিযোগিতার নিয়মকে কঠিন থেকে কঠিনতর করা হয়ে থাকে৷

যে রাস্তায় দৌড়তে হবে তা সহজ সমান্তরাল না, কৃত্রিমভাবে হাজাররকম বাধাদানের ব্যবস্থা রয়েছে৷ কিছুটা দৌড়াতে হবে বালিতে, কিছুটা জলের মধ্যে দিয়ে৷ সবটা সামলে নাও উঠতে পারেন দম্পতি৷ হুমড়ি খেয়ে পড়তে পারেন বর, বরের কাঁধ থেকে ছিটকে পড়তে পারেন বউ বেচারিও৷ খেলতে খেলতে ঠিক যেন সংসারের সত্যিই প্রকাশ্যে এসে পড়ে!

Last Updated : Sep 9, 2020, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.