ETV Bharat / international

করোনার প্রাদুর্ভাবে চিনের ভূমিকায় কঠোর হু প্রধান - বেজিং

কোভিড-19 ভাইরাসের উৎপত্তি কোথায় ? কীভাবেই বা তা ছড়িয়ে পড়ল গোটা পৃথিবীতে ? হু প্রধান এই ঘটনার জন্য এখনও চিনের ভূমিকা নিয়ে সন্দিহান ৷ তাঁর অভিযোগ, এ বিষয়ে যথাযথ তথ্য পেশ করেনি বেজিং ৷ আর তাই নতুন করে তদন্ত শুরুর পক্ষে সওয়াল করলেন টেড্রোস আধানোম ঘেব্রেসাস ৷

WHO Chief Toughens Tone On China With Lab Probe Call
করোনার প্রাদুর্ভাবে চিনের ভূমিকায় কঠোর হু প্রধান
author img

By

Published : Mar 31, 2021, 1:52 PM IST

জেনেভা, 31 মার্চ : চিনা গবেষণাগার থেকেই থেকেই ছড়িয়েছিল কোভিড ভাইরাস ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর অভিযোগ, এ বিষয়ে যথাযথ তথ্য সরবরাহ করেনি বেজিং ৷ আর তাই বিষয়টি নিয়ে সুর চড়ালেন সংস্থার প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস ৷ সত্য প্রকাশ্যে আনতে আবারও তদন্তের পক্ষে সওয়াল করলেন তিনি ৷

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, চিনের উহান প্রদেশের গবেষণাগার থেকেই কোভিড ভাইরাসের একটি নতুন প্রজাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ৷ যা খেসারত এখনও দিয়ে যেতে হচ্ছে বিশ্ববাসীকে ৷ যদিও চিন বরাবরই এই তত্ত্বকে খারিজ করে এসেছে ৷

ঘটনার সত্যতা যাচাই করতে হু-এর তরফে চিনে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল পাঠানো হয় ৷ তাঁরাও উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বে সায় দেননি ৷ বরং তাঁদের মতে, বাদুড় বা অন্য কোনও প্রাণীর দেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছিল কোভিড-19 ভাইরাস ৷ এই বিশেষজ্ঞ দলের মতে, গবেষণাগার থেকে করোনার প্রাদুর্ভাব কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয় ৷

আরও পড়ুন : ভারতকে কৃতজ্ঞতা জ্ঞাপন বিশ্ব স্বাস্থ্য় সংস্থার

তবে বিশেষজ্ঞদের এই বিশ্লেষণে সন্তুষ্ট নন হু প্রধান ৷ তাঁর মতে, এই বিষয়ে যথেষ্ট তদন্ত করাই হয়নি ৷ তাই নতুন করে বিষয়টি খতিয়ে দেখার তোড়জোড় শুরু করেছেন তিনি ৷ করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের সময় হু-এর 194টি সদস্য দেশের উদ্দেশে টেড্রোস বলেন, ‘‘আমার মনে হয় না এই তদন্ত যথেষ্ট ছিল ৷ সিদ্ধান্তে পৌঁছতে হলে আরও তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেওয়া দরকার ৷ যদিও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল জানিয়েছে, গবেষণাগার থেকে ভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাবনা সবথেকে কম, তবুও এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন আছে ৷ আর আমি তা শুরু করানোর জন্য প্রস্তুত ৷’’

জেনেভা, 31 মার্চ : চিনা গবেষণাগার থেকেই থেকেই ছড়িয়েছিল কোভিড ভাইরাস ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর অভিযোগ, এ বিষয়ে যথাযথ তথ্য সরবরাহ করেনি বেজিং ৷ আর তাই বিষয়টি নিয়ে সুর চড়ালেন সংস্থার প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস ৷ সত্য প্রকাশ্যে আনতে আবারও তদন্তের পক্ষে সওয়াল করলেন তিনি ৷

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, চিনের উহান প্রদেশের গবেষণাগার থেকেই কোভিড ভাইরাসের একটি নতুন প্রজাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ৷ যা খেসারত এখনও দিয়ে যেতে হচ্ছে বিশ্ববাসীকে ৷ যদিও চিন বরাবরই এই তত্ত্বকে খারিজ করে এসেছে ৷

ঘটনার সত্যতা যাচাই করতে হু-এর তরফে চিনে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল পাঠানো হয় ৷ তাঁরাও উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বে সায় দেননি ৷ বরং তাঁদের মতে, বাদুড় বা অন্য কোনও প্রাণীর দেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছিল কোভিড-19 ভাইরাস ৷ এই বিশেষজ্ঞ দলের মতে, গবেষণাগার থেকে করোনার প্রাদুর্ভাব কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয় ৷

আরও পড়ুন : ভারতকে কৃতজ্ঞতা জ্ঞাপন বিশ্ব স্বাস্থ্য় সংস্থার

তবে বিশেষজ্ঞদের এই বিশ্লেষণে সন্তুষ্ট নন হু প্রধান ৷ তাঁর মতে, এই বিষয়ে যথেষ্ট তদন্ত করাই হয়নি ৷ তাই নতুন করে বিষয়টি খতিয়ে দেখার তোড়জোড় শুরু করেছেন তিনি ৷ করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের সময় হু-এর 194টি সদস্য দেশের উদ্দেশে টেড্রোস বলেন, ‘‘আমার মনে হয় না এই তদন্ত যথেষ্ট ছিল ৷ সিদ্ধান্তে পৌঁছতে হলে আরও তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেওয়া দরকার ৷ যদিও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল জানিয়েছে, গবেষণাগার থেকে ভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাবনা সবথেকে কম, তবুও এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন আছে ৷ আর আমি তা শুরু করানোর জন্য প্রস্তুত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.