ETV Bharat / international

WHO on Ukraine Health Crisis : 43বার ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আক্রমণ রাশিয়ার, উদ্বিগ্ন হু প্রধান

ইউক্রেনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে ৷ 43 টি আক্রমণে এই হিসেব দিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO on Ukraine Health Crisis) ৷

Mariupol Hospital Attack
মারিউপোলে ধ্বংসস্তূপে পরিণত হাসপাতাল
author img

By

Published : Mar 18, 2022, 10:27 AM IST

জেনেভা, 18 মার্চ : চলছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ৷ বাদ যায়নি স্বাস্থ্যকেন্দ্রগুলিও ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার হিসেব দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ৷ স্বাস্থ্য ক্ষেত্রে রুশ হামলায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ জখম 34 জন ৷ ইউক্রেনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে ৷ 43 টি আক্রমণে এই হিসেব দিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO Chief Tedros Adhanom briefs Ukraine health Crisis in UN Security Council) ৷

হু-র ডিরেক্টর জেনারেল ডাঃ টেড্রস আধানম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে আক্রমণ চালানো মানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন ৷ যে কোনও জায়গায়, যে কোনও সময় ৷ তারা মানুষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে ৷ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে ৷ সেটাই আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি ৷"

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের মানসিক হাসপাতালের 35 হাজারেরও বেশি মানসিক রোগী সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ তাঁদের কাছে ওষুধ নেই, খাবার, গরম থাকার ব্যবস্থা, কম্বল আরও অনেক কিছুই নেই, জানান উদ্বিগ্ন টেড্রস ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মারিউপোলের হাসপাতাল রুশ সেনার দখলে, পণবন্দি 500

কোভিড-19 সংক্রমণের প্রভাবকে আরও বাড়িয়ে দিল এই সামরিক অভিযান ৷ এতে দেশে কোভিড পরীক্ষার হার কমে গিয়েছে এবং 40 শতাংশেরও কম ইউক্রেনবাসী কোভিড-19 ভ্যাকসিন পেয়েছে ৷ হু-র ডিরেক্টর জেনারেল বলেন, "আক্রমণ শুরুর সময় থেকে করোনা পরীক্ষা কমেছে৷ তার মানে উল্লেখযোগ্য হারে সংক্রমণ চিহ্নিত হচ্ছে না ৷ সাবালক জনসংখ্যার 40 শতাংশেরও কম মানুষ কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ় নিয়েছেন৷ এতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে 100 মেট্রিক টন ওষুধসামগ্রী পাঠিয়েছে ইউক্রেনে৷ এর মধ্যে অক্সিজেন, ইনসুলিন, সার্জিক্যাল জিনিস, অ্যানাস্থেটিক, রক্ত সঞ্চালনের কিট আছে ৷ এতে এক মাসের জন্য 4 হাজার 500 হাজার সংকটজনক রোগী এবং 4 লক্ষ 50 হাজার প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব, জানিয়েছেন টেড্রস ৷

টেড্রস বলেন, "রাষ্ট্রসংঘের একটি কনভয় সুমিতে পৌঁছেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো ট্রাকে সংকটজনক অবস্থায় থাকা রোগীদের জন্য ওষুধসামগ্রী ছিল ৷ কিন্তু তা ঢুকতে পারেনি ৷ মারিউপোলের আগেও ওষুধসামগ্রী আটকে রয়েছে ৷ এই জায়গাগুলোয় পৌঁছানো সমস্যাজনক হয়ে উঠেছে ৷"

জেনেভা, 18 মার্চ : চলছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ৷ বাদ যায়নি স্বাস্থ্যকেন্দ্রগুলিও ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার হিসেব দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ৷ স্বাস্থ্য ক্ষেত্রে রুশ হামলায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ জখম 34 জন ৷ ইউক্রেনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে ৷ 43 টি আক্রমণে এই হিসেব দিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO Chief Tedros Adhanom briefs Ukraine health Crisis in UN Security Council) ৷

হু-র ডিরেক্টর জেনারেল ডাঃ টেড্রস আধানম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে আক্রমণ চালানো মানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন ৷ যে কোনও জায়গায়, যে কোনও সময় ৷ তারা মানুষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে ৷ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে ৷ সেটাই আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি ৷"

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের মানসিক হাসপাতালের 35 হাজারেরও বেশি মানসিক রোগী সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ তাঁদের কাছে ওষুধ নেই, খাবার, গরম থাকার ব্যবস্থা, কম্বল আরও অনেক কিছুই নেই, জানান উদ্বিগ্ন টেড্রস ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মারিউপোলের হাসপাতাল রুশ সেনার দখলে, পণবন্দি 500

কোভিড-19 সংক্রমণের প্রভাবকে আরও বাড়িয়ে দিল এই সামরিক অভিযান ৷ এতে দেশে কোভিড পরীক্ষার হার কমে গিয়েছে এবং 40 শতাংশেরও কম ইউক্রেনবাসী কোভিড-19 ভ্যাকসিন পেয়েছে ৷ হু-র ডিরেক্টর জেনারেল বলেন, "আক্রমণ শুরুর সময় থেকে করোনা পরীক্ষা কমেছে৷ তার মানে উল্লেখযোগ্য হারে সংক্রমণ চিহ্নিত হচ্ছে না ৷ সাবালক জনসংখ্যার 40 শতাংশেরও কম মানুষ কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ় নিয়েছেন৷ এতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে 100 মেট্রিক টন ওষুধসামগ্রী পাঠিয়েছে ইউক্রেনে৷ এর মধ্যে অক্সিজেন, ইনসুলিন, সার্জিক্যাল জিনিস, অ্যানাস্থেটিক, রক্ত সঞ্চালনের কিট আছে ৷ এতে এক মাসের জন্য 4 হাজার 500 হাজার সংকটজনক রোগী এবং 4 লক্ষ 50 হাজার প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব, জানিয়েছেন টেড্রস ৷

টেড্রস বলেন, "রাষ্ট্রসংঘের একটি কনভয় সুমিতে পৌঁছেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো ট্রাকে সংকটজনক অবস্থায় থাকা রোগীদের জন্য ওষুধসামগ্রী ছিল ৷ কিন্তু তা ঢুকতে পারেনি ৷ মারিউপোলের আগেও ওষুধসামগ্রী আটকে রয়েছে ৷ এই জায়গাগুলোয় পৌঁছানো সমস্যাজনক হয়ে উঠেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.