ETV Bharat / international

টাকা ফেরত নিয়ে মামলা বন্ধ হোক, টুইট বিজয় মালিয়ার - ঋণ নিয়ে পলাতক বিজয় মাল্য

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের 100 শতাংশ আগেও ফেরত দিতে চেয়েছি । কেন আমার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ? প্রশ্ন বিজয় মালিয়ার ।

Vijay Mallya
বিজয় মালিয়া
author img

By

Published : May 14, 2020, 1:28 PM IST

লন্ডন, 14 মে : ঋণের 100 শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া । পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক । গতকাল কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া । কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় 9 হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি । এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া ।

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন কিংফিশারের এককালীন কর্ণধার । তিনি আরও বলেন, যে বিশাল অঙ্কের ঋণ বকেয়া রয়েছে, তা ফিরিয়ে দিতে চেয়ে সরকারের কাছে বারবার আবেদন করেছেন তিনি । কিন্তু তাঁর কথাকে গুরুত্ব দেয়নি কেন্দ্র ।

  • Congratulations to the Government for a Covid 19 relief package. They can print as much currency as they want BUT should a small contributor like me who offers 100% payback of State owned Bank loans be constantly ignored ? Please take my money unconditionally and close.

    — Vijay Mallya (@TheVijayMallya) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে লেখেন, "কোরোনা মোকাবিলায় কেন্দ্র যে আর্থিক প্যাকেজ গ্রহণ করেছে, তার জন্য কেন্দ্রকে অভিনন্দন জানাই । সরকার যত খুশি টাকা ছাপাতে পারে । কিন্তু আমি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের 100 শতাংশ ফেরত দিতে চেয়েছি, তা কেন বার বার অবহেলা করা হচ্ছে?"

টুইটে তিনি আরও লেখেন, "নিঃশর্তভাবে এই ঋণের টাকা ফেরত নেওয়া হোক এবং এই মামলা বন্ধ করা হোক ।"

বিজয় মালিয়াকে দেশের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া । সেখানে হারের পর চলতি মাসেরই শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার ।

লন্ডন, 14 মে : ঋণের 100 শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া । পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক । গতকাল কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া । কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় 9 হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি । এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া ।

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন কিংফিশারের এককালীন কর্ণধার । তিনি আরও বলেন, যে বিশাল অঙ্কের ঋণ বকেয়া রয়েছে, তা ফিরিয়ে দিতে চেয়ে সরকারের কাছে বারবার আবেদন করেছেন তিনি । কিন্তু তাঁর কথাকে গুরুত্ব দেয়নি কেন্দ্র ।

  • Congratulations to the Government for a Covid 19 relief package. They can print as much currency as they want BUT should a small contributor like me who offers 100% payback of State owned Bank loans be constantly ignored ? Please take my money unconditionally and close.

    — Vijay Mallya (@TheVijayMallya) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে লেখেন, "কোরোনা মোকাবিলায় কেন্দ্র যে আর্থিক প্যাকেজ গ্রহণ করেছে, তার জন্য কেন্দ্রকে অভিনন্দন জানাই । সরকার যত খুশি টাকা ছাপাতে পারে । কিন্তু আমি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের 100 শতাংশ ফেরত দিতে চেয়েছি, তা কেন বার বার অবহেলা করা হচ্ছে?"

টুইটে তিনি আরও লেখেন, "নিঃশর্তভাবে এই ঋণের টাকা ফেরত নেওয়া হোক এবং এই মামলা বন্ধ করা হোক ।"

বিজয় মালিয়াকে দেশের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া । সেখানে হারের পর চলতি মাসেরই শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.