ETV Bharat / international

WHO on Unvaccinated: টিকা নেওয়া না থাকলে ওমিক্রনের প্রভাব হতে পারে সাংঘাতিক: হু - ওমিক্রন নিয়ে হু

করোনা টিকা নেওয়া না থাকলে ওমিক্রনের প্রভাব হতে পারে সাংঘাতিক (Omicron can lead to severe disease) ৷ এমনই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড 19 টেকনিক্যাল লিড ডা. মারিয়া ভ্যান কারখোভে (WHO on Unvaccinated)৷

unvaccinated-can-get-severe-covid-after-infected-with-omicron WHO
টিকা নেওয়া না থাকলে ওমিক্রনের প্রভাব হতে পারে সাংঘাতিক: হু
author img

By

Published : Jan 24, 2022, 1:03 PM IST

জেনেভা (স্যুইৎজারল্যান্ড), 24 জানুয়ারি: যাঁরা এখনও করোনা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে ফল সাংঘাতিক হতে পারে (Unvaccinated can get severe Covid after Omicron infection)৷ এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড 19 টেকনিক্যাল লিড ডা. মারিয়া ভ্যান কারখোভে (WHO on Unvaccinated) ৷ কোভিডের নয়া ভ্যারিয়েন্টকে মৃদু ভাবলে ভুল করা হবে বলে দাবি করেছেন তিনি ৷

হু-এর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, "যাঁরা ওমিক্রনে সংক্রমিত হয়েছেন, তাঁদের এই রোগের সব সমস্যা দেখা দিতে পারে ৷ মৃদু উপসর্গ থেকে শুরু করে তা সাংঘাতিক আকার নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ৷ আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যাঁরা বেশি বয়সের, যাঁরা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে কোভিডের মারাত্মক প্রভাব তাঁদের উপর পড়তে পারে ৷ দেখা গিয়েছে, উদ্বেগের এই ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেককে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অবশ্যই ওমিক্রন ডেল্টার থেকে কম সাংঘাতিক, তবে তাকে হাল্কা ভাবে নিলে ভুল করা হবে ৷"

একটা খবর প্রকাশিত হয়েছে যে, একদিন প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত হবে ৷ এই খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে ডা. কারখোভে বলেন, "সংক্রমণ ছড়ানোয় ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি শক্তিশালী, তবে তার মানে এটা নয় যে একে একে সবাই ওমিক্রনে আক্রান্ত হবেন ৷ তবে এটাও ঠিক যে, বিশ্বজুড়ে ওমিক্রনে সংক্রমণের সংখ্য়া বাড়ছে ৷"

আরও পড়ুন: Corona Update In India : দৈনিক সংক্রমণ কমে 3.6 লাখ, তবে বাড়ল পজিটিভিটির হার

টিকা নেওয়ার পাশাপাশি কোভিডবিধি মেনে চলার উপরও জোর দিয়েছেন তিনি ৷ বলেছেন, "রোগ সাংঘাতিক রূপ নেওয়া বা মৃত্যুর থেকে অনেকটাই রক্ষা করে টিকা ৷ এটি অন্যান্য সংক্রমণও প্রতিহত করে ৷ তবে সংক্রমণ ছড়ানো পুরোপুরি আটকানোর জন্য টিকা যথেষ্ট নয় ৷ সেই কারণে আমরা সবসময় নিজেদের সুরক্ষিত রাখতে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মাস্কে নাক-মুখ ঢেকে রাখা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা, সুযোগ থাকলে বাড়ি থেকে কাজ করা, অসুস্থ হলে পরীক্ষা করানো - এগুলি অত্যন্ত জরুরি ৷ এইগুলি মেনে চললে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব এবং ভাইরাসের সংক্রমণ ছড়ানোও আটকানো যেতে পারে ৷"

আরও পড়ুন: Omicron surge : ওমিক্রনে বিপন্ন হতে পারে গ্রামাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞের

জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) হিসেব বলছে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 348.5 মিলিয়ন ৷ মৃতের সংখ্যা 5.59 মিলিয়ন ৷ টিকাকরণ হয়েছে 9.77 বিলিয়নেরও বেশি ৷

জেনেভা (স্যুইৎজারল্যান্ড), 24 জানুয়ারি: যাঁরা এখনও করোনা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে ফল সাংঘাতিক হতে পারে (Unvaccinated can get severe Covid after Omicron infection)৷ এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড 19 টেকনিক্যাল লিড ডা. মারিয়া ভ্যান কারখোভে (WHO on Unvaccinated) ৷ কোভিডের নয়া ভ্যারিয়েন্টকে মৃদু ভাবলে ভুল করা হবে বলে দাবি করেছেন তিনি ৷

হু-এর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, "যাঁরা ওমিক্রনে সংক্রমিত হয়েছেন, তাঁদের এই রোগের সব সমস্যা দেখা দিতে পারে ৷ মৃদু উপসর্গ থেকে শুরু করে তা সাংঘাতিক আকার নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ৷ আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যাঁরা বেশি বয়সের, যাঁরা টিকা নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে কোভিডের মারাত্মক প্রভাব তাঁদের উপর পড়তে পারে ৷ দেখা গিয়েছে, উদ্বেগের এই ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেককে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অবশ্যই ওমিক্রন ডেল্টার থেকে কম সাংঘাতিক, তবে তাকে হাল্কা ভাবে নিলে ভুল করা হবে ৷"

একটা খবর প্রকাশিত হয়েছে যে, একদিন প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত হবে ৷ এই খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে ডা. কারখোভে বলেন, "সংক্রমণ ছড়ানোয় ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি শক্তিশালী, তবে তার মানে এটা নয় যে একে একে সবাই ওমিক্রনে আক্রান্ত হবেন ৷ তবে এটাও ঠিক যে, বিশ্বজুড়ে ওমিক্রনে সংক্রমণের সংখ্য়া বাড়ছে ৷"

আরও পড়ুন: Corona Update In India : দৈনিক সংক্রমণ কমে 3.6 লাখ, তবে বাড়ল পজিটিভিটির হার

টিকা নেওয়ার পাশাপাশি কোভিডবিধি মেনে চলার উপরও জোর দিয়েছেন তিনি ৷ বলেছেন, "রোগ সাংঘাতিক রূপ নেওয়া বা মৃত্যুর থেকে অনেকটাই রক্ষা করে টিকা ৷ এটি অন্যান্য সংক্রমণও প্রতিহত করে ৷ তবে সংক্রমণ ছড়ানো পুরোপুরি আটকানোর জন্য টিকা যথেষ্ট নয় ৷ সেই কারণে আমরা সবসময় নিজেদের সুরক্ষিত রাখতে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মাস্কে নাক-মুখ ঢেকে রাখা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা, সুযোগ থাকলে বাড়ি থেকে কাজ করা, অসুস্থ হলে পরীক্ষা করানো - এগুলি অত্যন্ত জরুরি ৷ এইগুলি মেনে চললে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব এবং ভাইরাসের সংক্রমণ ছড়ানোও আটকানো যেতে পারে ৷"

আরও পড়ুন: Omicron surge : ওমিক্রনে বিপন্ন হতে পারে গ্রামাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞের

জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) হিসেব বলছে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 348.5 মিলিয়ন ৷ মৃতের সংখ্যা 5.59 মিলিয়ন ৷ টিকাকরণ হয়েছে 9.77 বিলিয়নেরও বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.