ETV Bharat / international

Russia-Ukraine Crisis : বিপদে দেশ, রুশ আগ্রাসন ঠেকাতে হাতে বন্দুক তুলে নিচ্ছেন ইউক্রেনীয় সুন্দরীরা

author img

By

Published : Feb 27, 2022, 6:46 PM IST

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 198 জন ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে (Ukrainian MP, Beauty queen take up arms against Russia) ৷

Ukrainian women take up arms
হাতে বন্দুক তুলে নিচ্ছেন ইউক্রেনীয় সুন্দরীরা

কিভ, 27 ফেব্রুয়ারি : ছবির মতো সুন্দর দেশ ইউক্রেন ৷ ভ্রমণপিপাসুদের প্রিয় সেই ইউক্রেনেই এখন যুদ্ধের ভয়াবহতা ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইল হানায় জীবন বিপন্ন৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে ৷ ক্রমশ বাড়ছে দ্বিতীয় সংখ্যাটা (Ukrainian women take up arms against Russia) ।

শুধু ইউক্রেনীয় পুরুষরাই নয়, রুশ আগ্রাসন ঠেকাতে পথে নেমেছেন সেদেশের মহিলারাও । রাজনীতিবিদ থেকে শুরু করে বিউটি কুইন, দেশ রক্ষায় হাতে অস্ত্র তুলে নিয়েছেন প্রত্যেকে । কিরা রুদিক, ইউক্রেনের সাংসদ । দিনকয়েক আগেই হাতে তুলে নিয়েছেন ভয়ঙ্কর কালাশনিকভ । টুইটারে সেই ছবিও দিয়েছেন । ক্যাপশনে লিখেছেন, ''আমি কালাশনিকভের ব্যবহার শিখছি এবং চালাতেও তৈরি । অবাস্তব শোনালেও, কয়েকদিন আগেও এটার ব্যবহার শেখার কথা আমার মাথায় আসেনি । আমাদের দেশের নারীরা আমাদের মাটিকে পুরুষদের মতোই রক্ষা করবে । গো ইউক্রেন !'' শুধু কিরাই নন, দেশ রক্ষার তাগিদে অস্ত্র তুলে নিয়েছেন সেদেশের ন'জন মহিলা সাংসদই ।

Anastasiia Lenna
আনাস্তাসিয়া লেনা, বন্দুক হাতে রাস্তায় দাঁড়িয়ে বিউটি কুইন

2015 সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছিলেন আনাস্তাসিয়া লেনা । দেশের কঠিন পরিস্থিতিতে পথে নেমেছেন এই সুন্দরীও । তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জ্বলজ্বল করছে, বন্দুক হাতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বিউটি কুইন ।

গতকালই আমেরিকার তরফে ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল, তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে নিরাপদে বের করে আনা হবে ৷ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে ভলোদিমির জানিয়েছিলেন, "লড়াই চলছে, আমাদের অস্ত্র চাই, বাহন নয় ৷" তাঁর সেই বার্তায় ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ গড়ে তুলছেন দেশের নাগরিকরা ।

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

অন্যান্য দেশের নাগরিকদেরও তাদের পাশে দাঁড়াতে অনুরোধ করছেন তাঁরা । সাংসদ লেসিয়া ভ্যাসিলেনকো বলেন, “আমরা ইউক্রেনের আন্তর্জাতিক আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট খুলেছি । কেউ যদি ইউক্রেনকে সাহায্য করতে চান, আপনার দেশে ইউক্রেন দূতাবাসগুলিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন ।”

কিভ, 27 ফেব্রুয়ারি : ছবির মতো সুন্দর দেশ ইউক্রেন ৷ ভ্রমণপিপাসুদের প্রিয় সেই ইউক্রেনেই এখন যুদ্ধের ভয়াবহতা ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইল হানায় জীবন বিপন্ন৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে ৷ ক্রমশ বাড়ছে দ্বিতীয় সংখ্যাটা (Ukrainian women take up arms against Russia) ।

শুধু ইউক্রেনীয় পুরুষরাই নয়, রুশ আগ্রাসন ঠেকাতে পথে নেমেছেন সেদেশের মহিলারাও । রাজনীতিবিদ থেকে শুরু করে বিউটি কুইন, দেশ রক্ষায় হাতে অস্ত্র তুলে নিয়েছেন প্রত্যেকে । কিরা রুদিক, ইউক্রেনের সাংসদ । দিনকয়েক আগেই হাতে তুলে নিয়েছেন ভয়ঙ্কর কালাশনিকভ । টুইটারে সেই ছবিও দিয়েছেন । ক্যাপশনে লিখেছেন, ''আমি কালাশনিকভের ব্যবহার শিখছি এবং চালাতেও তৈরি । অবাস্তব শোনালেও, কয়েকদিন আগেও এটার ব্যবহার শেখার কথা আমার মাথায় আসেনি । আমাদের দেশের নারীরা আমাদের মাটিকে পুরুষদের মতোই রক্ষা করবে । গো ইউক্রেন !'' শুধু কিরাই নন, দেশ রক্ষার তাগিদে অস্ত্র তুলে নিয়েছেন সেদেশের ন'জন মহিলা সাংসদই ।

Anastasiia Lenna
আনাস্তাসিয়া লেনা, বন্দুক হাতে রাস্তায় দাঁড়িয়ে বিউটি কুইন

2015 সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছিলেন আনাস্তাসিয়া লেনা । দেশের কঠিন পরিস্থিতিতে পথে নেমেছেন এই সুন্দরীও । তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জ্বলজ্বল করছে, বন্দুক হাতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বিউটি কুইন ।

গতকালই আমেরিকার তরফে ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল, তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে নিরাপদে বের করে আনা হবে ৷ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে ভলোদিমির জানিয়েছিলেন, "লড়াই চলছে, আমাদের অস্ত্র চাই, বাহন নয় ৷" তাঁর সেই বার্তায় ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ গড়ে তুলছেন দেশের নাগরিকরা ।

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

অন্যান্য দেশের নাগরিকদেরও তাদের পাশে দাঁড়াতে অনুরোধ করছেন তাঁরা । সাংসদ লেসিয়া ভ্যাসিলেনকো বলেন, “আমরা ইউক্রেনের আন্তর্জাতিক আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট খুলেছি । কেউ যদি ইউক্রেনকে সাহায্য করতে চান, আপনার দেশে ইউক্রেন দূতাবাসগুলিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.