ETV Bharat / international

ইংল্যান্ডের পার্কের ঘটনা জঙ্গি হামলা ছিল, জানাল পুলিশ - বরিস জনসন

পশ্চিম লন্ডনের রিডিং নামক একটি শহরের পার্কে একজনের হামলায় তিন ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থান থেকে 25 বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Terrorist attack in uk
Terrorist attack in uk
author img

By

Published : Jun 22, 2020, 5:31 AM IST

রিডিং( লন্ডন), 22 জুন : রিডিংয়ের পার্কে তিন ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনাটি জঙ্গি হামলা। গতকাল একথা জানায় ব্রিটিশ পুলিশ। শনিবার সন্ধ্যায় পশ্চিম লন্ডন থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত রিডিংয়ের ফরবারি গার্ডেন পার্কে এক ব্যক্তি পার্কে উপস্থিত কয়েকজনের উপর আচমকা ছুরি নিয়ে হামলা চালায়। এই ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয় এবং তিনজন গুরুতর জখম হন। থেমস ভ্যালি পুলিশের তরফ থেকে জানানো হয়, ঘটনাস্থান থেকে 25 বছর বয়সি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইংল্যান্ডের সন্ত্রাস বিরোধী পুলিশের কো-অর্ডিনেটর ডিন হাইডন জানান, পশ্চিম লন্ডনের রিডিং শহরের পার্কে হামলার ঘটনাটির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা। তবে এখনও হামলাকারীর উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি। গোয়েন্দা প্রধান ইয়ান হান্টার বলেন, " সাধারণ মানুষের আর কোনও বিপদ হতে পারে বলে মনে করা হচ্ছে না। "

সমস্ত ঘটনা প্রধানমন্ত্রী বরিস জনসনকে জানানো হয়েছে। তাঁর দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনি তদন্তের গতিপ্রকৃতি জানতে নিরাপত্তা প্রধান, পুলিশ এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, সরকারের তরফে সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

রবিবার সকালে পার্কের রাস্তায় পুলিশি টহল দেখা যায় এবং ঘটনাস্থানের পাশে নীল সাদা তাঁবু খাটিয়ে পুলিশি পাহারাও বসানো হয়েছে। শনিবার রাতেই ঘটনাস্থান থেকে প্রায় এক মাইল দূরে একটি আবাসনে সশস্ত্র পুলিশ বাহিনী হানা দেয়। ওই আবাসন থেকে জোরে শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শী লরেন্স ওর্ট বলেন, "শনিবার পার্কটি বহু লোকের সমাগমে জমজমাট হয়ে উঠেছিল। আচমকাই এক ব্যক্তি হাজির হয়ে কিছু দুর্বোধ্য শব্দ চিৎকার করে বলে এবং দশজনের একটি দলকে ছুরি দিয়ে আঘাত করতে উদ্যত হয়। তিনজনকে ঘাড়ে এবং হাতের নিচে বহুবার ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি। এরপর আমাদের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলে আমরাও ভয়ে দৌড়াতে শুরু করি । "

ফরবারি গার্ডেনে কৃষ্ণাঙ্গদের জন্য একটি মিছিলের পরই এই ঘটনা ঘটে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই। " বিগত কয়েক বছর ধরেই ব্রিটেনে আততায়ী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2017 সালে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণে 22 জনের মৃত্যু হয়। সেই বছরই গাড়ি ও ছুরি দিয়েও বহু মানুষের উপর হামলার ঘটনা ঘটে।

রিডিং( লন্ডন), 22 জুন : রিডিংয়ের পার্কে তিন ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনাটি জঙ্গি হামলা। গতকাল একথা জানায় ব্রিটিশ পুলিশ। শনিবার সন্ধ্যায় পশ্চিম লন্ডন থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত রিডিংয়ের ফরবারি গার্ডেন পার্কে এক ব্যক্তি পার্কে উপস্থিত কয়েকজনের উপর আচমকা ছুরি নিয়ে হামলা চালায়। এই ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয় এবং তিনজন গুরুতর জখম হন। থেমস ভ্যালি পুলিশের তরফ থেকে জানানো হয়, ঘটনাস্থান থেকে 25 বছর বয়সি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইংল্যান্ডের সন্ত্রাস বিরোধী পুলিশের কো-অর্ডিনেটর ডিন হাইডন জানান, পশ্চিম লন্ডনের রিডিং শহরের পার্কে হামলার ঘটনাটির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা। তবে এখনও হামলাকারীর উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি। গোয়েন্দা প্রধান ইয়ান হান্টার বলেন, " সাধারণ মানুষের আর কোনও বিপদ হতে পারে বলে মনে করা হচ্ছে না। "

সমস্ত ঘটনা প্রধানমন্ত্রী বরিস জনসনকে জানানো হয়েছে। তাঁর দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনি তদন্তের গতিপ্রকৃতি জানতে নিরাপত্তা প্রধান, পুলিশ এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, সরকারের তরফে সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

রবিবার সকালে পার্কের রাস্তায় পুলিশি টহল দেখা যায় এবং ঘটনাস্থানের পাশে নীল সাদা তাঁবু খাটিয়ে পুলিশি পাহারাও বসানো হয়েছে। শনিবার রাতেই ঘটনাস্থান থেকে প্রায় এক মাইল দূরে একটি আবাসনে সশস্ত্র পুলিশ বাহিনী হানা দেয়। ওই আবাসন থেকে জোরে শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শী লরেন্স ওর্ট বলেন, "শনিবার পার্কটি বহু লোকের সমাগমে জমজমাট হয়ে উঠেছিল। আচমকাই এক ব্যক্তি হাজির হয়ে কিছু দুর্বোধ্য শব্দ চিৎকার করে বলে এবং দশজনের একটি দলকে ছুরি দিয়ে আঘাত করতে উদ্যত হয়। তিনজনকে ঘাড়ে এবং হাতের নিচে বহুবার ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি। এরপর আমাদের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলে আমরাও ভয়ে দৌড়াতে শুরু করি । "

ফরবারি গার্ডেনে কৃষ্ণাঙ্গদের জন্য একটি মিছিলের পরই এই ঘটনা ঘটে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই। " বিগত কয়েক বছর ধরেই ব্রিটেনে আততায়ী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2017 সালে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণে 22 জনের মৃত্যু হয়। সেই বছরই গাড়ি ও ছুরি দিয়েও বহু মানুষের উপর হামলার ঘটনা ঘটে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.