ETV Bharat / international

Russia-Ukraine Conflict : "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান", দাবি ফরাসি প্রেসিডেন্টের - Ukrainian President Volodymyr Zelenskyy

এদিনই বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে (Russia-Ukraine Conflict) ৷

Russia Ukraine Crisis
ফরাসি প্রেসিডেন্টের বিস্ফোরক দাবি
author img

By

Published : Mar 3, 2022, 11:03 PM IST

মস্কো, 3 মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা ৷ বেলারুশ সীমান্তের এই বৈঠক থেকে কোনও সমাধান খোঁজার পথ খুঁজছে দু'পক্ষ ৷ কিন্তু এর মাঝেই বিস্ফোরক দাবি করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ৷ তাঁর দাবি, পুরো ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ৷

এদিন ফোনে প্রায় 90 মিনিট কথা হয় রুশ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে ৷ সেই বৈঠকের পর ফরাসি রাষ্ট্রপতির এক সহযোগী দাবি করেছেন, পুতিন সমগ্র ইউক্রেন দখল করতে চাইছেন ৷ তার আগে তিনি থামবেন না ৷ লড়াই চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর ৷ এই পরিস্থিতিতে আশা জাগানোর মতো একটি কথাও পুতিনের মুখে শোনা যায়নি ৷ সূত্রের খবর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন ৷"

ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি, ইমান্যুয়েল ম্যাক্রোঁ এদিন ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন যাতে সাধারণ ইউক্রেনবাসীর উপর যাতে হামলা না-হয় এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার পথ করে দেওয়া হয় ৷ কিন্তু পুতিন জবাবে তাঁকে জানান, রাশিয়াও তাই চায় কিন্তু এবিষয়ে তিনি এখনই কোনও কথা দিতে পারছেন না ৷

আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির

উল্লেখ্য এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন (Ukrainian President Volodymyr Zelenskyy), "আমরা প্রতিটি বাড়ি, রাস্তা, শহরকে সাজিয়ে তুলব ৷ রাশিয়াকে বলছি, আপনারা ইউক্রেনবাসীর বিরুদ্ধে যা করছেন তার মূল্য গুণে গুণে আপনাদের চোকাতে হবে ৷ রুশ সেনা আমাদের জমি ছেড়ে চলে যাক ৷ আমি সামনেই আছি, পুতিন কথা বলতে পারেন আমার সঙ্গে ৷"

মস্কো, 3 মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা ৷ বেলারুশ সীমান্তের এই বৈঠক থেকে কোনও সমাধান খোঁজার পথ খুঁজছে দু'পক্ষ ৷ কিন্তু এর মাঝেই বিস্ফোরক দাবি করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ৷ তাঁর দাবি, পুরো ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ৷

এদিন ফোনে প্রায় 90 মিনিট কথা হয় রুশ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে ৷ সেই বৈঠকের পর ফরাসি রাষ্ট্রপতির এক সহযোগী দাবি করেছেন, পুতিন সমগ্র ইউক্রেন দখল করতে চাইছেন ৷ তার আগে তিনি থামবেন না ৷ লড়াই চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর ৷ এই পরিস্থিতিতে আশা জাগানোর মতো একটি কথাও পুতিনের মুখে শোনা যায়নি ৷ সূত্রের খবর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন ৷"

ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি, ইমান্যুয়েল ম্যাক্রোঁ এদিন ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন যাতে সাধারণ ইউক্রেনবাসীর উপর যাতে হামলা না-হয় এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার পথ করে দেওয়া হয় ৷ কিন্তু পুতিন জবাবে তাঁকে জানান, রাশিয়াও তাই চায় কিন্তু এবিষয়ে তিনি এখনই কোনও কথা দিতে পারছেন না ৷

আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির

উল্লেখ্য এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন (Ukrainian President Volodymyr Zelenskyy), "আমরা প্রতিটি বাড়ি, রাস্তা, শহরকে সাজিয়ে তুলব ৷ রাশিয়াকে বলছি, আপনারা ইউক্রেনবাসীর বিরুদ্ধে যা করছেন তার মূল্য গুণে গুণে আপনাদের চোকাতে হবে ৷ রুশ সেনা আমাদের জমি ছেড়ে চলে যাক ৷ আমি সামনেই আছি, পুতিন কথা বলতে পারেন আমার সঙ্গে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.