লিভিভ (ইউক্রেন), 16 মার্চ : মারিউপোলে একটি হাসপাতালের দখল নিল রুশ সেনা ৷ সেখানে প্রায় 500 জন ইউক্রেন নাগরিককে পণবন্দি করে রেখেছে তারা ৷ মঙ্গলবার দক্ষিণের এই বন্দর শহরের নেতা পাভলো কিরিলেঙ্কো (Pavlo Kyrylenko) জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী আশপাশের বাড়ি থেকে প্রায় 400 জন লোককে রিজিওনাল ইনটেনসিভ কেয়ার হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে আটক করে রেখেছে ৷ ওই হাসপাতালে 100 জন চিকিৎসক এবং রোগীও আছেন ৷ রুশ সেনা পণবন্দিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে এবং কাউকে বেরতেও দিচ্ছে না ৷ গুলি চালাচ্ছে, জানিয়েছেন পাভলো (Russian troops seize hospital in Mariupol Ukraine and 500 people hostage) ৷
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মে মাসের প্রথমেই যুদ্ধ শেষ, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির সামরিক উপদেষ্টার
এমনিতেই হাসপাতালের প্রধান বাড়িটি বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কোনও রকমে অস্থায়ী ওয়ার্ড তৈরি করে সেখানে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷ ইউক্রেনের সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মারিউপোলের পূর্ব এবং পশ্চিম প্রান্ত ঘিরে রেখেছে রুশ সেনা ৷ তিনি বিশ্বের কাছে এই অপরাধ রোখার আবেদন জানিয়েছেন ৷
মঙ্গলবার ইউক্রেন আক্রমণের 20তম দিনে রাজধানী কিভ-এও লাাগাতার বোমা বর্ষণ চালিয়ে গিয়েছে রাশিয়া ৷ মোটামুটি 20 হাজার মানুষ মানবিক করিডর দিয়ে মারিউপোল ছেড়েছে ৷ তবু মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন বৈঠকে আশার আলো মিলেছে বলে জানিয়েছে ইউক্রেন ৷ প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সির এক সহকারী ইহোর ঝোভকভা (Ihor Zhovkva) জানিয়েছেন, এখন আর রাশিয়া ইউক্রেনকে সমর্পণ করতে বলছে না ৷
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত পোল্যান্ড, চেজ রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা ট্রেনে করে যুদ্ধবিধ্বস্ত কিভ-এ গিয়েছেন ৷