নয়াদিল্লি, 6 মার্চ : এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয় ৷ এর দায় ইউক্রেনের উপর চাপাল রাশিয়া ৷ ভারতে রাশিয়ান দূতাবাসের টুইটার 'রাশিয়া ইন ইন্ডিয়া'-র তরফে একটি টুইট করে জানানো হয়েছে, গতকাল যুদ্ধবিরতির সময় রুশ সেনার উপর আক্রমণ করা হয় ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে ইউক্রেনবাসী এবং বিদেশি নাগরিকদের বের করে আনতে চেয়েছে রাশিয়া ৷ মারিউপোল ও ভোলনোভাখায় করিডর খোলা থাকছে ৷ কিন্তু ইউক্রেনের সেনা বাসিন্দাদের বেরতে দিচ্ছে না (Russia accuses Ukraine over fire during ceasfire in Mariupol and Volnovakha) ৷ এমনকি বর্ণবৈষম্য করছে ইউক্রেন ৷ বিশেষত ভারত, ইজ়রায়েল, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইজিপ্ট-এর বাসিন্দাদের সঙ্গে বলে অভিযোগ রাশিয়ার ৷
রাশিয়ার সামরিক আধিকারিক মিখাইল মিজ়িনস্টেভ (Colonel General Mikhail Mizintsev) একটি বিবৃতি পোস্ট করেছেন ওই টুইটারে ৷ তিনি দাবি করেছেন, দুর্ভাগ্যবশত ইউক্রেনের পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে ৷ এমন দুঃসময়ে রাশিয়া ইউক্রেনবাসীর মানবিক দিকগুলি পূরণ করার সব রকম চেষ্টা করছে ৷
ইউক্রেন পরিচালনা করছে নিও-নাজ়ি (Neo-Nazi) এবং বান্ডেরা (Bandera) গোষ্ঠী ৷ আর একজোট হওয়া পশ্চিমি দেশগুলি, আন্তর্জাতিক সংগঠনগুলিও মানুষের এই দুরবস্থা না দেখার ভান করছে ৷ ইউরোপের নাম না করলেও তাদের দিকে আঙুল তোলেন সামরিক আধিকারিক মিখাইল ৷
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
-
Russia is taking all possible measures to evacuate civilians & foreign citizens from the blocked settlements of Ukraine. Corridors were opened daily in the Volnovakha & Mariupol directions, but the national battalions prevented civilians to exit ➡ https://t.co/G3ug5TIXQq pic.twitter.com/UsuZwNy883
— Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Russia is taking all possible measures to evacuate civilians & foreign citizens from the blocked settlements of Ukraine. Corridors were opened daily in the Volnovakha & Mariupol directions, but the national battalions prevented civilians to exit ➡ https://t.co/G3ug5TIXQq pic.twitter.com/UsuZwNy883
— Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 6, 2022Russia is taking all possible measures to evacuate civilians & foreign citizens from the blocked settlements of Ukraine. Corridors were opened daily in the Volnovakha & Mariupol directions, but the national battalions prevented civilians to exit ➡ https://t.co/G3ug5TIXQq pic.twitter.com/UsuZwNy883
— Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 6, 2022
ইউক্রেনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি জানিয়েছেন, প্রতিদিন মারিউপোল আর ভোলনোভাখায় মানবিক করিডর খোলা রয়েছে ৷ কিন্তু সেখানকার জাতীয় সেনাবাহিনী বাছাই করে নাগরিক, বিদেশিদের রাশিয়ান ফেডারেশনের দিকে আসতে বাধা দিচ্ছে ৷ একই অবস্থা খারকিভ ও সুমির ৷
গতকাল এই দুই শহরে মানবিক করিডর খোলা হয় ৷ রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ৷ মস্কোর স্থানীয় সময় সকাল 10টা থেকে এই করিডর খোলা থাকলেও সেখানে কেউ পৌঁছায়নি, দাবি মিখাইলের ৷ অথচ তিনি জানাচ্ছেন, মারিউপোলে 2 লক্ষ এবং ভোলনোভাখায় 15 হাজার শরণার্থী আটকে পড়েছেন ৷
রাশিয়া ফের ইউক্রেনের বিরুদ্ধে মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ তোলে ৷ বিবৃতিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আনুমানিক 5 হাজার বিদেশিকে বন্দি করে রেখেছে ইউক্রেন ৷ খারকিভে 1 হাজার 500 এবং সুমি শহরে 576 জন ভারতীয় রয়েছে ৷
খারকিভ এবং সুমিতেও রাশিয়া ইউক্রেনকে মানবিক করিডর খোলার কথা জানিয়েছিল ৷ কিন্তু তারা রাজি হয়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে ৷ গতকাল যুদ্ধ বিরতির সময় রাশিয়া নিয়ম ভেঙে গুলিগোলা চালিয়েছে, দাবি করেছিল ইউক্রেন ৷ সে প্রসঙ্গে রাশিয়া জানিয়েছে, মারিউপোলে সকাল 10.8 মিনিট নাগাদ এবং ভোলনোভাখায় 10.11-10.21 মিনিট নাগাদ ইউক্রেন রাশিয়ার উপর গুলি চালানো শুরু করে ৷ এর ফলে 10.39 মিনিটে একটি আবাসন ভেঙে 200 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন ৷
কিভ-এর বিক্ষুব্ধ বাহিনী সাহায্যের বদলে সব দিক দিয়ে বাধা দিচ্ছে ৷ কার্ফু জারি করে রেখেছে ৷ নাজ়ি বাহিনী নাগরিকদের অত্যাচারের হুমকি দিচ্ছে (Russia accuses Criminal action of the Nazis) ৷ সব চেকপয়েন্টে রাশিয়ান ফেডারেশন যথেষ্ট পরিমাণে গাড়ির বন্দোবস্ত করেছে ৷ যাতে ইউক্রেনের নাগরিকেরা তাদের নির্বাচিত জায়গায় যেতে পারে ৷ তাদের জন্য খাবার, এমনকি বিনোদনেরও ব্যবস্থা করেছে রাশিয়া ৷
শেষ অনুচ্ছেদ পশ্চিমি দেশগুলির উদ্দেশ্যে বলা হয়েছে, ইউক্রেন সম্পর্কে রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে কথা ছড়ানো বন্ধ হোক ৷