ETV Bharat / international

Nobel Prize in chemistry : অণু তৈরির নতুন পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিতে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীকে - রসায়নে নোবেল পুরস্কার

রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করা হল বুধবার ৷ এবার দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন বেঞ্জামিন লিস্ট ও ডভিড ডাব্লু সি ম্যাকমিলান ৷ অ্যাসিমেট্রিক ওরগ্যানোক্যাটালিসিস-এর জন্য তাঁদের নোবেল দেওয়া হল ৷ এটা হল মলিউকিউল তৈরির নতুন পদ্ধতি ৷

nobel-prize-in-chemistry-honors-tool-to-build-molecules
Nobel Prize in chemistry : অনু তৈরির নতুন পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিতে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীকে
author img

By

Published : Oct 6, 2021, 4:17 PM IST

Updated : Oct 6, 2021, 8:44 PM IST

স্টকহোম, 6 অক্টোবর : রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করা হল বুধবার ৷ এবার দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন বেঞ্জামিন লিস্ট ও ডভিড ডাব্লু সি ম্যাকমিলান ৷ অ্যাসিমেট্রিক ওরগ্যানোক্যাটালিসি-এর জন্য তাঁদের নোবেল দেওয়া হল ৷ এটা হল মলিউকিউল তৈরির নতুন পদ্ধতি ৷

এদিন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মহাসচিব গোরান হ্যানসন এই ঘোষণা করেন ৷ গতবার ফ্রান্সের এমানুয়েল চারপেনটিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডৌডনার জেনিফার এ-কে নোবেল দেওয়া হয় ৷

আরও পড়ুন : Nobel for Physics : কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম বুঝিয়ে পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রতি বছর মোট পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয় ৷ সেগুলি হল - পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তি ৷ গতকাল সোমবার থেকে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে ৷

এবার প্রথম দিন চিকিৎসা বিজ্ঞান নিয়ে নোবেল দেওয়া হয় ৷ এবার ওই বিভাগে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশনের ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷

আরও পড়ুন : Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

গতকাল, মঙ্গলবার দেওয়া হয় পদার্থবিদ্যায় নোবেল৷ এবার পদার্থবিদ্যায় তিনজনকে নোবেল দেওয়া হয়েছে ৷ ওই তিনজন হলেন সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জিওরজিও পারিসি ৷ কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমকে বোঝার জন্য অবদান রাখায় তাঁদের এবার পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে নোবেল কমিটি ৷

নোবেল পুরস্কার হিসেবে একটি সোনার পদক দেওয়া হয় প্রাপকদের ৷ সঙ্গে দেওয়া হয় 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা (ওই দেশের মুদ্রা) দেওয়া হয় ৷ মার্কিন ডলারে যা 1.14 মিলিয়নের সমান ৷

আরও পড়ুন : Mark Zuckerberg: সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

স্টকহোম, 6 অক্টোবর : রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করা হল বুধবার ৷ এবার দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন বেঞ্জামিন লিস্ট ও ডভিড ডাব্লু সি ম্যাকমিলান ৷ অ্যাসিমেট্রিক ওরগ্যানোক্যাটালিসি-এর জন্য তাঁদের নোবেল দেওয়া হল ৷ এটা হল মলিউকিউল তৈরির নতুন পদ্ধতি ৷

এদিন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মহাসচিব গোরান হ্যানসন এই ঘোষণা করেন ৷ গতবার ফ্রান্সের এমানুয়েল চারপেনটিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডৌডনার জেনিফার এ-কে নোবেল দেওয়া হয় ৷

আরও পড়ুন : Nobel for Physics : কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম বুঝিয়ে পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রতি বছর মোট পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয় ৷ সেগুলি হল - পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তি ৷ গতকাল সোমবার থেকে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে ৷

এবার প্রথম দিন চিকিৎসা বিজ্ঞান নিয়ে নোবেল দেওয়া হয় ৷ এবার ওই বিভাগে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশনের ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷

আরও পড়ুন : Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

গতকাল, মঙ্গলবার দেওয়া হয় পদার্থবিদ্যায় নোবেল৷ এবার পদার্থবিদ্যায় তিনজনকে নোবেল দেওয়া হয়েছে ৷ ওই তিনজন হলেন সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জিওরজিও পারিসি ৷ কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমকে বোঝার জন্য অবদান রাখায় তাঁদের এবার পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে নোবেল কমিটি ৷

নোবেল পুরস্কার হিসেবে একটি সোনার পদক দেওয়া হয় প্রাপকদের ৷ সঙ্গে দেওয়া হয় 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা (ওই দেশের মুদ্রা) দেওয়া হয় ৷ মার্কিন ডলারে যা 1.14 মিলিয়নের সমান ৷

আরও পড়ুন : Mark Zuckerberg: সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

Last Updated : Oct 6, 2021, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.