ETV Bharat / international

Russia-Ukraine Conflict : ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝে এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয়রা ৷ তাঁদের ধাপে ধাপে বের করে আনছে কেন্দ্রীয় সরকার ৷ ফের নির্দেশিকা জারি করল ভারত (Russia Ukraine Conflict) ৷

MEA issues alert for Indians in Ukraine
ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য জরুরি বার্তা
author img

By

Published : Mar 6, 2022, 2:30 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ : আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ 'ইন্ডিয়া ইন ইউক্রেন'-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷

এই টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ (MEA directs to fill up google Registration Form for Indian citizens in Ukraine)

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : "এই যুদ্ধ সকলের স্বার্থের বিরুদ্ধে, পুতিনকে বোঝান", মোদিকে আর্জি ইউক্রেনের বিদেশমন্ত্রীর

উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, 2 হাজার 266 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷ 5 তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত 24 ঘণ্টায় 3টি আইএএফ সি-17 বিমান 629 জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷ এর সঙ্গে বায়ুসেনা 16.5 টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ইউক্রেনে ৷

নয়াদিল্লি, 6 মার্চ : আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ 'ইন্ডিয়া ইন ইউক্রেন'-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷

এই টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ (MEA directs to fill up google Registration Form for Indian citizens in Ukraine)

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : "এই যুদ্ধ সকলের স্বার্থের বিরুদ্ধে, পুতিনকে বোঝান", মোদিকে আর্জি ইউক্রেনের বিদেশমন্ত্রীর

উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, 2 হাজার 266 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷ 5 তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত 24 ঘণ্টায় 3টি আইএএফ সি-17 বিমান 629 জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷ এর সঙ্গে বায়ুসেনা 16.5 টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ইউক্রেনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.