নয়াদিল্লি, 6 মার্চ : আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ 'ইন্ডিয়া ইন ইউক্রেন'-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷
এই টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ (MEA directs to fill up google Registration Form for Indian citizens in Ukraine)
-
All Indian nationals who still remain in Ukraine are requested to fill up the details contained in the attached Google Form on an URGENT BASIS .
— India in Ukraine (@IndiainUkraine) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Be Safe Be Strong @opganga@MEAIndia@PIB_India@DDNewslive@DDNationalhttps://t.co/4BrBuXbVbz
">All Indian nationals who still remain in Ukraine are requested to fill up the details contained in the attached Google Form on an URGENT BASIS .
— India in Ukraine (@IndiainUkraine) March 6, 2022
Be Safe Be Strong @opganga@MEAIndia@PIB_India@DDNewslive@DDNationalhttps://t.co/4BrBuXbVbzAll Indian nationals who still remain in Ukraine are requested to fill up the details contained in the attached Google Form on an URGENT BASIS .
— India in Ukraine (@IndiainUkraine) March 6, 2022
Be Safe Be Strong @opganga@MEAIndia@PIB_India@DDNewslive@DDNationalhttps://t.co/4BrBuXbVbz
উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, 2 হাজার 266 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷ 5 তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত 24 ঘণ্টায় 3টি আইএএফ সি-17 বিমান 629 জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷ এর সঙ্গে বায়ুসেনা 16.5 টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ইউক্রেনে ৷
- — Indian Air Force (@IAF_MCC) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Indian Air Force (@IAF_MCC) March 6, 2022
">— Indian Air Force (@IAF_MCC) March 6, 2022