ETV Bharat / international

MEA Denies Russia Claim Over Hostage : ইউক্রেনে পণবন্দি নয় ভারতীয় পড়ুয়ারা, রাশিয়ার দাবি নাকচ বিদেশমন্ত্রকের - Indians returning to India

রাশিয়া ভারতীয় ছাত্রদের ইউক্রেনে আটকে থাকা নিয়ে ইউক্রেন সেনাকে দায়ী করেছিল ৷ তারা নাকি ভারতীয়দের সেই দেশ ছাড়তে দিচ্ছে না (MEA denies Russia claim Over Hostage) ৷

Indians returning to India
ইউক্রেন থেকে ভারতে ফিরছে ভারতীয়রা
author img

By

Published : Mar 3, 2022, 9:38 AM IST

Updated : Mar 3, 2022, 10:43 AM IST

নয়াদিল্লি, 3 মার্চ : রাশিয়ার দাবি খারিজ করল ভারত ৷ বুধবার রাশিয়া ভারত সরকারকে জানিয়েছিল, ইউক্রেনে থাকা ভারতীয়রা ইউক্রেন সেনার হাতে পণবন্দি হয়ে রয়েছে ৷ আর তাই তারা যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে বেরিয়ে আসতে পারছে না ৷ আজ বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে সেই যুক্তি নাকচ করল (Ministry of External Affairs denies Russia claim of Indian students being held hostage in Ukraine) ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, "ইউক্রেনে আমাদের দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে ৷" তিনি ইউক্রেনের সদর্থক ভূমিকা উল্লেখ করে লেখেন, "আমরা খেয়াল করেছি ইউক্রেন কর্তৃপক্ষের সহযোগিতায় বহু ভারতীয় পড়ুয়া গতকাল খারকিভ ছেড়ে বেরিয়ে এসেছে ৷ কোনও ছাত্রের কাছ থেকে বন্দি থাকা সংক্রান্ত খবর পাইনি ৷" খারকিভ এবং দেশের পশ্চিমে অবস্থিত অঞ্চলগুলি থেকে ভারতীয়দের বের করতে ইউক্রেন কর্তৃপক্ষকে বিশেষ ট্রেনের অনুরোধ জানিয়েছে ভারত, বিবৃতিতে উল্লেখ করেন অরিন্দম বাগচি ৷

আরও পড়ুন : Modi Putin Talk over Safe Evacuation : ইউক্রেন সেনার হাতে পণবন্দি ভারতীয় পড়ুয়ারা ! মোদি-পুতিন কথোপকথনের পর চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা এমনকি রাশিয়ার সঙ্গেও যথাসাধ্য সমন্বয় রাখছে ভারত ৷ বিগত কয়েকদিনে বিশাল সংখ্যক ভারতীয়কে উদ্ধার করা হয়েছে ৷ এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ইউক্রেনের প্রশংসা করে লেখেন, "এই উদ্ধারকার্যে ইউক্রেন আমাদের সহযোগিতা করেছে ৷ আমরা তাদের প্রশংসা করছি ৷ ইউক্রেনের পশ্চিম থাকা প্রতিবেশী দেশগুলি ভারতীয়দের জায়গা দিয়েছে ৷ সেখানে ভারতীয়রা বাড়ি ফেরার বিমানের জন্য অপেক্ষা করার সুযোগ পেয়েছে ৷ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ৷"

  • In fact, they are being held as hostages & offered to leave the territory of Ukraine via Ukrainian-Polish border. They offered to go through the territory where active hostilities are taking place. https://t.co/ogkgjPZtpQ

    — Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডন্ট পুতিনের ফোনে কথা হয় ৷ রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় যে, ইউক্রেন সেনা রাশিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ৷ আর তাই তাদের বন্দি করে রেখেছে সে দেশের সেনাবাহিনী ৷ ভারতীয়দের ইউক্রেন থেকে কিছুতেই আসতে দিচ্ছে না ৷ তবে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনার সব রকম চেষ্টা করবে ৷ আজ সরাসরি রাশিয়ার এই দাবিকে নস্যাৎ করে দিল মোদি সরকার ৷

নয়াদিল্লি, 3 মার্চ : রাশিয়ার দাবি খারিজ করল ভারত ৷ বুধবার রাশিয়া ভারত সরকারকে জানিয়েছিল, ইউক্রেনে থাকা ভারতীয়রা ইউক্রেন সেনার হাতে পণবন্দি হয়ে রয়েছে ৷ আর তাই তারা যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে বেরিয়ে আসতে পারছে না ৷ আজ বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে সেই যুক্তি নাকচ করল (Ministry of External Affairs denies Russia claim of Indian students being held hostage in Ukraine) ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, "ইউক্রেনে আমাদের দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে ৷" তিনি ইউক্রেনের সদর্থক ভূমিকা উল্লেখ করে লেখেন, "আমরা খেয়াল করেছি ইউক্রেন কর্তৃপক্ষের সহযোগিতায় বহু ভারতীয় পড়ুয়া গতকাল খারকিভ ছেড়ে বেরিয়ে এসেছে ৷ কোনও ছাত্রের কাছ থেকে বন্দি থাকা সংক্রান্ত খবর পাইনি ৷" খারকিভ এবং দেশের পশ্চিমে অবস্থিত অঞ্চলগুলি থেকে ভারতীয়দের বের করতে ইউক্রেন কর্তৃপক্ষকে বিশেষ ট্রেনের অনুরোধ জানিয়েছে ভারত, বিবৃতিতে উল্লেখ করেন অরিন্দম বাগচি ৷

আরও পড়ুন : Modi Putin Talk over Safe Evacuation : ইউক্রেন সেনার হাতে পণবন্দি ভারতীয় পড়ুয়ারা ! মোদি-পুতিন কথোপকথনের পর চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা এমনকি রাশিয়ার সঙ্গেও যথাসাধ্য সমন্বয় রাখছে ভারত ৷ বিগত কয়েকদিনে বিশাল সংখ্যক ভারতীয়কে উদ্ধার করা হয়েছে ৷ এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ইউক্রেনের প্রশংসা করে লেখেন, "এই উদ্ধারকার্যে ইউক্রেন আমাদের সহযোগিতা করেছে ৷ আমরা তাদের প্রশংসা করছি ৷ ইউক্রেনের পশ্চিম থাকা প্রতিবেশী দেশগুলি ভারতীয়দের জায়গা দিয়েছে ৷ সেখানে ভারতীয়রা বাড়ি ফেরার বিমানের জন্য অপেক্ষা করার সুযোগ পেয়েছে ৷ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ৷"

  • In fact, they are being held as hostages & offered to leave the territory of Ukraine via Ukrainian-Polish border. They offered to go through the territory where active hostilities are taking place. https://t.co/ogkgjPZtpQ

    — Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডন্ট পুতিনের ফোনে কথা হয় ৷ রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় যে, ইউক্রেন সেনা রাশিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ৷ আর তাই তাদের বন্দি করে রেখেছে সে দেশের সেনাবাহিনী ৷ ভারতীয়দের ইউক্রেন থেকে কিছুতেই আসতে দিচ্ছে না ৷ তবে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনার সব রকম চেষ্টা করবে ৷ আজ সরাসরি রাশিয়ার এই দাবিকে নস্যাৎ করে দিল মোদি সরকার ৷

Last Updated : Mar 3, 2022, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.