বার্মিংহাম, 8 অগাস্ট : জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারতের সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন করে এসেছে পাকিস্তান । ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও 370 ধারা প্রত্যাহার হজম করতে পারেনি । জ্বালা এতটাই যে ভারতের বিষয়ে আলোচনা করতে যৌথ অধিবেশন ডাকা হয় পাকিস্তানের সংসদে ৷ যেখানে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । এবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজ়াই ।
টুইটে মালালা লেখেন, "আমি যখন ছোটো ছিলাম, তখন থেকে কাশ্মীরের মানুষ অশান্তির মধ্যে রয়েছে ৷ আমার বাবা-মা যখন ছোটো ছিলেন, তখনও তাঁরা অশান্তিতে থেকেছেন । এমন কী, আমার দাদু-ঠাকুরদা যখন যুবক ছিলেন, তখনও কাশ্মীরের মানুষে অশান্তিতে ছিলেন ৷ গত সাত দশক ধরে হিংসার মধ্যে বড় হয়েছে কাশ্মীরের শিশুরা ৷ "
এরপর তিনি লেখেন, "কাশ্মীর নিয়ে আমি ভাবছি, কারণ দক্ষিণ এশিয়া আমার ঘর ৷ কাশ্মীরকে নিয়ে এখানে 180 কোটি লোক বাস করেন ৷ আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই ।" এই অবস্থায় মালালা চান, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মঞ্চগুলি একজোট হয়ে মানবাধিকার ও শিশু নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক ।
প্রসঙ্গত, 2012 সালের 9 অক্টোবর নারীশিক্ষার পক্ষে প্রচার চালানোয় মালালাকে গুলি করে তালিবান জঙ্গিরা । কারণ তারা মনে করে মালালা 'পশ্চিমী পন্থী' এবং ওই অঞ্চলে তিনি পশ্চিমী সংস্কৃতিকে উৎসাহিত করছেন । পাকিস্তান অধিকৃত কাশ্মীর ঘেঁষা সোয়াত উপত্যকায় জন্ম হওয়া মালালাকে এরপর চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয় । 2014 সালে 17 বছর বয়সে নোবেল পুরস্কার পান তিনি । এখনও তিনি ইংল্যান্ডের বার্মিংহামে থাকেন ।
তালিবানদের গুলিতে জখম হওয়ার দীর্ঘ ছ'বছর পর প্রথমবার নিজের দেশে 'সফরে' আসেন মালালা । স্পর্শকাতর হওয়ায় গত বছর এপ্রিলে মালালার পাকিস্তান ফেরার বিষয়ে অনেক তথ্যই গোপন রাখা হয় । পাকিস্তানে ছিলেন মাত্র চারদিন । সফরে সর্বক্ষণের সঙ্গী ছিল সেনাবাহিনীর কর্তারা ।
মালালার কাশ্মীর প্রসঙ্গে আজকের টুইটের পর স্বভাবতই তাই প্রশ্ন উঠেছে, নোবেলজয়ী হয়েও নিরাপত্তার খাতিরে যাঁকে বিদেশে থাকতে হয় তিনি কী ভাবে ভারতের জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ? গত বছর নোবেলজয়ী হিসেবে দেশে ফিরেও নিজের বাড়িতে যেতে সঙ্গী হিসাবে নিতে হয়েছিল নিরাপত্তাকর্মীদের । তাহলে হঠাৎ 370 ধারা প্রত্যাহারের পর ভারতে থাকা সাধারণ মানুষের জন্য তিনি চিন্তা প্রকাশ করছেন কোন যুক্তিতে ?
এদিকে আজ মালালা কাশ্মীর প্রসঙ্গে চিন্তা প্রকাশ করলেও উলটো সুর শোনা গেছে হরি সিংয়ের ছেলে করণ সিংয়ের গলায় । আজ এক বিবৃতি দিয়ে পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ করণ সিং । পাশাপাশি 370 প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, "লিঙ্গ বৈষম্যমূলক 35-এ ধারাটি প্রত্যাহার করায় ভালো হয়েছে ।"