ETV Bharat / international

ইংল্যান্ডে বসে কাশ্মীরিদের নিয়ে 'চিন্তা' মালালার - india

মালালার কাশ্মীর প্রসঙ্গে টুইটের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে, নোবেলজয়ী হয়েও নিরাপত্তার খাতিরে যাঁকে বিদেশে থাকতে হয় তিনি কী ভাবে ভারতের জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ?

মালালা
author img

By

Published : Aug 8, 2019, 8:01 PM IST

Updated : Aug 8, 2019, 11:53 PM IST

বার্মিংহাম, 8 অগাস্ট : জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারতের সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন করে এসেছে পাকিস্তান । ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও 370 ধারা প্রত্যাহার হজম করতে পারেনি । জ্বালা এতটাই যে ভারতের বিষয়ে আলোচনা করতে যৌথ অধিবেশন ডাকা হয় পাকিস্তানের সংসদে ৷ যেখানে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । এবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজ়াই ।

টুইটে মালালা লেখেন, "আমি যখন ছোটো ছিলাম, তখন থেকে কাশ্মীরের মানুষ অশান্তির মধ্যে রয়েছে ৷ আমার বাবা-মা যখন ছোটো ছিলেন, তখনও তাঁরা অশান্তিতে থেকেছেন । এমন কী, আমার দাদু-ঠাকুরদা যখন যুবক ছিলেন, তখনও কাশ্মীরের মানুষে অশান্তিতে ছিলেন ৷ গত সাত দশক ধরে হিংসার মধ্যে বড় হয়েছে কাশ্মীরের শিশুরা ৷ "

এরপর তিনি লেখেন, "কাশ্মীর নিয়ে আমি ভাবছি, কারণ দক্ষিণ এশিয়া আমার ঘর ৷ কাশ্মীরকে নিয়ে এখানে 180 কোটি লোক বাস করেন ৷ আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই ।" এই অবস্থায় মালালা চান, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মঞ্চগুলি একজোট হয়ে মানবাধিকার ও শিশু নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক ।

প্রসঙ্গত, 2012 সালের 9 অক্টোবর নারীশিক্ষার পক্ষে প্রচার চালানোয় মালালাকে গুলি করে তালিবান জঙ্গিরা । কারণ তারা মনে করে মালালা 'পশ্চিমী পন্থী' এবং ওই অঞ্চলে তিনি পশ্চিমী সংস্কৃতিকে উৎসাহিত করছেন । পাকিস্তান অধিকৃত কাশ্মীর ঘেঁষা সোয়াত উপত্যকায় জন্ম হওয়া মালালাকে এরপর চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয় । 2014 সালে 17 বছর বয়সে নোবেল পুরস্কার পান তিনি । এখনও তিনি ইংল্যান্ডের বার্মিংহামে থাকেন ।

তালিবানদের গুলিতে জখম হওয়ার দীর্ঘ ছ'বছর পর প্রথমবার নিজের দেশে 'সফরে' আসেন মালালা । স্পর্শকাতর হওয়ায় গত বছর এপ্রিলে মালালার পাকিস্তান ফেরার বিষয়ে অনেক তথ্যই গোপন রাখা হয় । পাকিস্তানে ছিলেন মাত্র চারদিন । সফরে সর্বক্ষণের সঙ্গী ছিল সেনাবাহিনীর কর্তারা ।

মালালার কাশ্মীর প্রসঙ্গে আজকের টুইটের পর স্বভাবতই তাই প্রশ্ন উঠেছে, নোবেলজয়ী হয়েও নিরাপত্তার খাতিরে যাঁকে বিদেশে থাকতে হয় তিনি কী ভাবে ভারতের জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ? গত বছর নোবেলজয়ী হিসেবে দেশে ফিরেও নিজের বাড়িতে যেতে সঙ্গী হিসাবে নিতে হয়েছিল নিরাপত্তাকর্মীদের । তাহলে হঠাৎ 370 ধারা প্রত্যাহারের পর ভারতে থাকা সাধারণ মানুষের জন্য তিনি চিন্তা প্রকাশ করছেন কোন যুক্তিতে ?

এদিকে আজ মালালা কাশ্মীর প্রসঙ্গে চিন্তা প্রকাশ করলেও উলটো সুর শোনা গেছে হরি সিংয়ের ছেলে করণ সিংয়ের গলায় । আজ এক বিবৃতি দিয়ে পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ করণ সিং । পাশাপাশি 370 প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, "লিঙ্গ বৈষম্যমূলক 35-এ ধারাটি প্রত্যাহার করায় ভালো হয়েছে ।"

বার্মিংহাম, 8 অগাস্ট : জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারতের সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন করে এসেছে পাকিস্তান । ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও 370 ধারা প্রত্যাহার হজম করতে পারেনি । জ্বালা এতটাই যে ভারতের বিষয়ে আলোচনা করতে যৌথ অধিবেশন ডাকা হয় পাকিস্তানের সংসদে ৷ যেখানে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । এবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজ়াই ।

টুইটে মালালা লেখেন, "আমি যখন ছোটো ছিলাম, তখন থেকে কাশ্মীরের মানুষ অশান্তির মধ্যে রয়েছে ৷ আমার বাবা-মা যখন ছোটো ছিলেন, তখনও তাঁরা অশান্তিতে থেকেছেন । এমন কী, আমার দাদু-ঠাকুরদা যখন যুবক ছিলেন, তখনও কাশ্মীরের মানুষে অশান্তিতে ছিলেন ৷ গত সাত দশক ধরে হিংসার মধ্যে বড় হয়েছে কাশ্মীরের শিশুরা ৷ "

এরপর তিনি লেখেন, "কাশ্মীর নিয়ে আমি ভাবছি, কারণ দক্ষিণ এশিয়া আমার ঘর ৷ কাশ্মীরকে নিয়ে এখানে 180 কোটি লোক বাস করেন ৷ আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই ।" এই অবস্থায় মালালা চান, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মঞ্চগুলি একজোট হয়ে মানবাধিকার ও শিশু নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক ।

প্রসঙ্গত, 2012 সালের 9 অক্টোবর নারীশিক্ষার পক্ষে প্রচার চালানোয় মালালাকে গুলি করে তালিবান জঙ্গিরা । কারণ তারা মনে করে মালালা 'পশ্চিমী পন্থী' এবং ওই অঞ্চলে তিনি পশ্চিমী সংস্কৃতিকে উৎসাহিত করছেন । পাকিস্তান অধিকৃত কাশ্মীর ঘেঁষা সোয়াত উপত্যকায় জন্ম হওয়া মালালাকে এরপর চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয় । 2014 সালে 17 বছর বয়সে নোবেল পুরস্কার পান তিনি । এখনও তিনি ইংল্যান্ডের বার্মিংহামে থাকেন ।

তালিবানদের গুলিতে জখম হওয়ার দীর্ঘ ছ'বছর পর প্রথমবার নিজের দেশে 'সফরে' আসেন মালালা । স্পর্শকাতর হওয়ায় গত বছর এপ্রিলে মালালার পাকিস্তান ফেরার বিষয়ে অনেক তথ্যই গোপন রাখা হয় । পাকিস্তানে ছিলেন মাত্র চারদিন । সফরে সর্বক্ষণের সঙ্গী ছিল সেনাবাহিনীর কর্তারা ।

মালালার কাশ্মীর প্রসঙ্গে আজকের টুইটের পর স্বভাবতই তাই প্রশ্ন উঠেছে, নোবেলজয়ী হয়েও নিরাপত্তার খাতিরে যাঁকে বিদেশে থাকতে হয় তিনি কী ভাবে ভারতের জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ? গত বছর নোবেলজয়ী হিসেবে দেশে ফিরেও নিজের বাড়িতে যেতে সঙ্গী হিসাবে নিতে হয়েছিল নিরাপত্তাকর্মীদের । তাহলে হঠাৎ 370 ধারা প্রত্যাহারের পর ভারতে থাকা সাধারণ মানুষের জন্য তিনি চিন্তা প্রকাশ করছেন কোন যুক্তিতে ?

এদিকে আজ মালালা কাশ্মীর প্রসঙ্গে চিন্তা প্রকাশ করলেও উলটো সুর শোনা গেছে হরি সিংয়ের ছেলে করণ সিংয়ের গলায় । আজ এক বিবৃতি দিয়ে পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ করণ সিং । পাশাপাশি 370 প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, "লিঙ্গ বৈষম্যমূলক 35-এ ধারাটি প্রত্যাহার করায় ভালো হয়েছে ।"

Raipur (Chhattisgarh), Aug 08 (ANI): Reacting on Center's move on Article 370, Chhattisgarh's Chief Minister Bhupesh Baghel said "asking question is crime now, so I don't want to say anything." "The way it was implemented, had they taken everyone into confidence, it would have been different. Now the people for whom it was implemented are not aware of it." On August 05, the government passed a resolution in both houses to remove provisions of Article 370, which provides special status to Jammu and Kashmir.

Last Updated : Aug 8, 2019, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.