ETV Bharat / international

Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

জেলেই ভালবাসার মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)৷ বন্দি অবস্থাতেই স্টেলা মরিসকে বিয়ে করার ছাড়পত্র পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা (WikiLeaks Founder)৷

Julian Assange given permission to marry partner Stella Moris in the prison
জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
author img

By

Published : Nov 12, 2021, 8:47 PM IST

লন্ডন, 12 নভেম্বর: জেলেই স্টেলা মরিসকে (Stella Moris) বিয়ে করতে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা (WikiLeaks Founder) জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)৷ ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে জেলে বিয়ে করার অনুমতি দিয়েছে ৷ 2019 সাল থেকে লন্ডনের কড়া নিরপত্তার ঘেরাটোপে থাকা বেলমার্শ সংশোধনাগারে বন্দি রয়েছেন অ্যাসাঞ্জ ৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ৷

যৌন অপরাধের অভিযোগে সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে সাত বছর লন্ডনে ইকুয়েডারের দূতাবাসে (Ecuadorian Embassy) ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ সেই সময়ই মরিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার আইনজীবী মরিস ও অ্যাসাঞ্জের দুটি ছেলে, 4 বছরের গ্যাব্রিয়েল ও 2 বছরের ম্যাক্স ৷ জেলে অ্যাসাঞ্জের সঙ্গে বিয়েতে সম্মতি পেয়ে মরিস বলেছেন, "স্বস্তি লাগছে ৷ আশা করব, আমাদের বিয়েতে আর কোনও বাধা আসবে না ৷"

গত জানুয়ারি মাসে অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুরোধ খারিজ করে দিয়েছিলেন এক বিচারক ৷ তবে জেলেই রাখা হয় ইউকিলিকসের প্রতিষ্ঠাতাকে ৷ কারণ তাঁকে প্রতর্পণে মার্কিন সরকারের আবেদনের শুনানি চলছে উচ্চতর আদালতে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

2020 সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অ্যাসাঞ্জ ও মরিস ৷ বিয়ে করার অনুমতি চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তাঁরা ৷ তাঁদের বিয়েতে বাধা দেওয়া হলে জেলের গভর্নর ও জাস্টিস সেক্রেটারি ডোমিনিক রাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকিও দিয়েছিলেন অ্যাসাঞ্জ ও মরিস ৷ তবে তাঁদের আবেদন মেনে নিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন : Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির 17টি অভিযোগ এনেছেন আমেরিকার সরকারি আইনজীবীরা ৷ এ ছাড়াও এক দশক আগে সেনাবাহিনী ও কূটনীতির হাজার হাজার নথি উইকিলিকসের মাধ্যমে কম্পিউটারের অপব্যবহার করে ফাঁস করার অভিযোগ রয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

লন্ডন, 12 নভেম্বর: জেলেই স্টেলা মরিসকে (Stella Moris) বিয়ে করতে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা (WikiLeaks Founder) জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)৷ ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে জেলে বিয়ে করার অনুমতি দিয়েছে ৷ 2019 সাল থেকে লন্ডনের কড়া নিরপত্তার ঘেরাটোপে থাকা বেলমার্শ সংশোধনাগারে বন্দি রয়েছেন অ্যাসাঞ্জ ৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ৷

যৌন অপরাধের অভিযোগে সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে সাত বছর লন্ডনে ইকুয়েডারের দূতাবাসে (Ecuadorian Embassy) ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ সেই সময়ই মরিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার আইনজীবী মরিস ও অ্যাসাঞ্জের দুটি ছেলে, 4 বছরের গ্যাব্রিয়েল ও 2 বছরের ম্যাক্স ৷ জেলে অ্যাসাঞ্জের সঙ্গে বিয়েতে সম্মতি পেয়ে মরিস বলেছেন, "স্বস্তি লাগছে ৷ আশা করব, আমাদের বিয়েতে আর কোনও বাধা আসবে না ৷"

গত জানুয়ারি মাসে অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুরোধ খারিজ করে দিয়েছিলেন এক বিচারক ৷ তবে জেলেই রাখা হয় ইউকিলিকসের প্রতিষ্ঠাতাকে ৷ কারণ তাঁকে প্রতর্পণে মার্কিন সরকারের আবেদনের শুনানি চলছে উচ্চতর আদালতে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

2020 সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অ্যাসাঞ্জ ও মরিস ৷ বিয়ে করার অনুমতি চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তাঁরা ৷ তাঁদের বিয়েতে বাধা দেওয়া হলে জেলের গভর্নর ও জাস্টিস সেক্রেটারি ডোমিনিক রাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকিও দিয়েছিলেন অ্যাসাঞ্জ ও মরিস ৷ তবে তাঁদের আবেদন মেনে নিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন : Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির 17টি অভিযোগ এনেছেন আমেরিকার সরকারি আইনজীবীরা ৷ এ ছাড়াও এক দশক আগে সেনাবাহিনী ও কূটনীতির হাজার হাজার নথি উইকিলিকসের মাধ্যমে কম্পিউটারের অপব্যবহার করে ফাঁস করার অভিযোগ রয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.