ETV Bharat / international

‘রাজ-দায়’ থেকে মুক্ত হ্য়ারি-মেগান

প্রায় একবছরের অপেক্ষা শেষ ৷ পাকাপাকিভাবে ব্রিটিশ রাজ পরিবারের যাবতীয় দায়-দায়িত্ব থেকে নিজেদের মুক্ত করলেন যুবরাজ হ্য়ারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে ঘোষণা করা হয়, ‘‘সাসেক্সের ডিউক এবং ডাচেস রানিকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা আর কখনও রাজ পরিবারের সদস্য হিসাবে ফিরে আসবেন না ৷’’

Harry And Meghan Permanently Quit British Royal Life
‘রাজ-দায়’ থেকে মুক্ত হ্য়ারি-মেগান
author img

By

Published : Feb 22, 2021, 4:18 PM IST

লন্ডন, 22 ফেব্রুয়ারি: পাকাপাকিভাবে ব্রিটিশ রাজ পরিবারের যাবতীয় দায়-দায়িত্ব থেকে নিজেদের মুক্ত করলেন যুবরাজ হ্য়ারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়, বছরখানেক আগেই ব্রিটিশ রাজ পরিবার থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি ৷ তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত ৷

হ্য়ারি-মেগানের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁদের নির্দেশ দেন, ডিউক এবং ডাচেস অফ সাসেক্সের উপাধি চিরকালের জন্য ত্য়াগ করতে হবে ৷ তাঁরা যে আর কোনও দিন নিজেদের রাজ পরিবারের সদস্য বলে দাবি করবেন না, আনুষ্ঠানিকভাবে হ্য়ারি ও মেগানকে সেই প্রতিশ্রুতি দেওয়ারও নির্দেশ দেন ইংল্যান্ডের রানি ৷

গত বছরই ব্রিটেনের প্রাসাদ ছেড়ে পাকাপাকিভাবে অ্যামেরিকায় থাকতে শুরু করেন হ্য়ারি ও মেগান ৷ সেই ঘটনাকে ‘‘মেগজিট’’ বলে উল্লেখ করতে শুরু করে ব্রিটিশ সংবাদমাধ্যম ৷ গত বছরের জানুয়ারিতে একটি জরুরি সম্মেলন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ চার্লস ও তাঁর বড় ছেলে যুবরাজ উইলিয়াম ৷ তাঁদের সকলের উপস্থিতিতেই স্থির হয়, এরপর থেকে হ্যারি ও মেগান তাঁদের ‘‘রয়্যাল হাইনেস’’ এবং ‘‘সাসেক্স রয়্য়াল’’-এর উপাধি আর ব্য়বহার করবেন না ৷

আরও পড়ুন: সাধারণ জীবনযাপনে অনুমতি, রাজপরিবারের উপাধি ছাড়তে রাজি হ্যারি-মেগান

গত একবছর ধরে হ্য়ারি ও মেগানের এই সিদ্ধান্তের নিয়মমাফিক মূল্যায়ন করেন রাজ পরিবারের বাকি সদস্যরা ৷ এদিকে গত 14 ফেব্রুয়ারি, ভ্য়ালেনটাইন’স ডে-র দিনেই ব্রিটিশ রাজ পরিবারের ব্যতিক্রমী এই দম্পতি জানান, শীঘ্রই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন মেগান ৷ এই প্রেক্ষাপটে বাকিংহাম প্য়ালেসের তরফে ঘোষণা করা হয়, ‘‘সাসেক্সের ডিউক এবং ডাচেস রানিকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা আর কখনও রাজ পরিবারের সদস্য হিসাবে ফিরে আসবেন না ৷’’

লন্ডন, 22 ফেব্রুয়ারি: পাকাপাকিভাবে ব্রিটিশ রাজ পরিবারের যাবতীয় দায়-দায়িত্ব থেকে নিজেদের মুক্ত করলেন যুবরাজ হ্য়ারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়, বছরখানেক আগেই ব্রিটিশ রাজ পরিবার থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি ৷ তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত ৷

হ্য়ারি-মেগানের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁদের নির্দেশ দেন, ডিউক এবং ডাচেস অফ সাসেক্সের উপাধি চিরকালের জন্য ত্য়াগ করতে হবে ৷ তাঁরা যে আর কোনও দিন নিজেদের রাজ পরিবারের সদস্য বলে দাবি করবেন না, আনুষ্ঠানিকভাবে হ্য়ারি ও মেগানকে সেই প্রতিশ্রুতি দেওয়ারও নির্দেশ দেন ইংল্যান্ডের রানি ৷

গত বছরই ব্রিটেনের প্রাসাদ ছেড়ে পাকাপাকিভাবে অ্যামেরিকায় থাকতে শুরু করেন হ্য়ারি ও মেগান ৷ সেই ঘটনাকে ‘‘মেগজিট’’ বলে উল্লেখ করতে শুরু করে ব্রিটিশ সংবাদমাধ্যম ৷ গত বছরের জানুয়ারিতে একটি জরুরি সম্মেলন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ চার্লস ও তাঁর বড় ছেলে যুবরাজ উইলিয়াম ৷ তাঁদের সকলের উপস্থিতিতেই স্থির হয়, এরপর থেকে হ্যারি ও মেগান তাঁদের ‘‘রয়্যাল হাইনেস’’ এবং ‘‘সাসেক্স রয়্য়াল’’-এর উপাধি আর ব্য়বহার করবেন না ৷

আরও পড়ুন: সাধারণ জীবনযাপনে অনুমতি, রাজপরিবারের উপাধি ছাড়তে রাজি হ্যারি-মেগান

গত একবছর ধরে হ্য়ারি ও মেগানের এই সিদ্ধান্তের নিয়মমাফিক মূল্যায়ন করেন রাজ পরিবারের বাকি সদস্যরা ৷ এদিকে গত 14 ফেব্রুয়ারি, ভ্য়ালেনটাইন’স ডে-র দিনেই ব্রিটিশ রাজ পরিবারের ব্যতিক্রমী এই দম্পতি জানান, শীঘ্রই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন মেগান ৷ এই প্রেক্ষাপটে বাকিংহাম প্য়ালেসের তরফে ঘোষণা করা হয়, ‘‘সাসেক্সের ডিউক এবং ডাচেস রানিকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা আর কখনও রাজ পরিবারের সদস্য হিসাবে ফিরে আসবেন না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.