মস্কো, 8 মার্চ : ইউক্রেনের উপর হামলা চালানোর পর থেকে রাশিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা চাপাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ ফলে গত কয়েকদিনে নিষেধাজ্ঞার নিরিখে শীর্ষস্থানে চলে গিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ (Due to Ukraine War Russia becomes world's most sanctioned country) ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে ৷ ওই সাইটটি বিশ্বে কোথায় কী কী নিষেধাজ্ঞা জারি হচ্ছে, সেই নিয়ে কাজ করে ৷
আজ, মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ত্রয়োদশ দিন (Russia-Ukraine War) ৷ যদিও যুদ্ধ শুরুর আগে থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি শুরু হয় ৷ প্রথম নিষেধাজ্ঞা চাপানো হয় গত 22 ফেব্রুয়ারি ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি ওই নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ কারণ, সেই দিনই রাশিয়া ইউক্রেনের দু’টি অঞ্চল ডনেস্ক ও লুহানস্ককে স্বাধীন বলে ঘোষণা করে ৷
তার দু’দিন পর 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ৷ সেই থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েই চলেছে ৷
ওই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, 22 ফেব্রুয়ারির আগে রাশিয়ার উপর 2754টি নিষেধাজ্ঞা ছিল ৷ তার পর আরও 2778টি নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এখন সব মিলিয়ে রাশিয়ার উপর 5532টি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে ৷ এর আগে নিষেধাজ্ঞার তালিকায় ইরান ছিল এক নম্বরে ৷ তাদের উপর নিষেধাজ্ঞার সংখ্যা 3616 ৷
আরও পড়ুন : Modi-Putin Talks : জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসুন, পুতিনকে বললেন মোদি