ETV Bharat / international

নতুন স্ট্রেনে বাড়ছে উদ্বেগ, সম্পূর্ণ লকডাউন ইংল্যান্ডে - Boris Johnson imposes strict lockdown in UK

ইংল্যান্ডে আবার বাড়ছে কোরোনার সংক্রমণ । নতুন স্ট্রেনের সংক্রমণে লাগাম টানতে তাই আরও একবার ইংল্যান্ডে কড়া লকডাউন জারির কথা ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ।

Lockdown in England
ফাইল ছবি
author img

By

Published : Jan 5, 2021, 10:31 AM IST

Updated : Jan 5, 2021, 10:45 AM IST

লন্ডন, 5 জানুয়ারি : কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্রিটেনে । আবার নতুন করে হাসপাতালগুলিতে চাপ বাড়তে শুরু করেছে । এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্তের পথে হাঁটলেন সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসন । এবার ইংল্যান্ডে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন তিনি ।

জাতির উদ্দেশে ভাষণে বরিস জনসন বলেন, "গত বছর কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গোটা ব্রিটেন একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল এবং সেই লড়াই এখনও চলছে । কিন্তু এখন আমাদের সামনে ভাইরাসের নতুন স্ট্রেন এসে গেছে । যে গতিতে এই নতুন স্ট্রেনের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা অন্যন্ত নৈরাশ্যের ও উদ্বেগের ।"

তিনি আরও বলেন, "আমাদের হাসপাতালগুলিতে কোরোনায় আক্রান্ত রোগীদের চাপ মারাত্মকভাবে বেড়ে গেছে । সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এমন চাপ আগে আসেনি । শুধু ইংল্যান্ডেই হাসপাতালে ভরতি কোরোনা রোগীদের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়ে প্রায় 27 হাজার হয়ে গেছে । গতবছর এপ্রিলে কোরোনায় আক্রান্তের সংখ্যা যখন প্রথম বাড়তে শুরু করেছিল, বর্তমানে তার থেকে 40 শতাংশ বেশি ।"

আরও পড়ুন : পটনায় ব্রিটেন ফেরত 71 জন বেপাত্তা

এই পরিস্থিতিতে ইংল্যান্ডে আবার লকডাউন জারি করা ছাড়া আর কোনও পথ নেই বলে জানিয়েছেন তিনি ।

সোমবার সকালেই স্কটল্যান্ডে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল । স্কটল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কড়া লকডাউন জারি করল ব্রিটেন প্রশাসন । এছাড়া ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডে আগে থেকেই লকডাউন জারি করা রয়েছে ।

লকডাউনের নিয়ম গত বছর মার্চ থেকে জুন পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে । অর্থাৎ স্কুল বন্ধ থাকবে । যে যে ক্ষেত্রে সম্ভব বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে । নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর জন্য বলা হয়েছে । শুধুমাত্র শরীরচর্চা, অত্যাবশ্যকীয় পণ্য কেনাকাটি, ওষুধ সরবরাহের মতো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ভারত-ব্রিটেন বিমান যোগাযোগ ফের শুরু 6 জানুয়ারি

লন্ডন, 5 জানুয়ারি : কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্রিটেনে । আবার নতুন করে হাসপাতালগুলিতে চাপ বাড়তে শুরু করেছে । এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্তের পথে হাঁটলেন সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসন । এবার ইংল্যান্ডে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন তিনি ।

জাতির উদ্দেশে ভাষণে বরিস জনসন বলেন, "গত বছর কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গোটা ব্রিটেন একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল এবং সেই লড়াই এখনও চলছে । কিন্তু এখন আমাদের সামনে ভাইরাসের নতুন স্ট্রেন এসে গেছে । যে গতিতে এই নতুন স্ট্রেনের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা অন্যন্ত নৈরাশ্যের ও উদ্বেগের ।"

তিনি আরও বলেন, "আমাদের হাসপাতালগুলিতে কোরোনায় আক্রান্ত রোগীদের চাপ মারাত্মকভাবে বেড়ে গেছে । সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এমন চাপ আগে আসেনি । শুধু ইংল্যান্ডেই হাসপাতালে ভরতি কোরোনা রোগীদের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়ে প্রায় 27 হাজার হয়ে গেছে । গতবছর এপ্রিলে কোরোনায় আক্রান্তের সংখ্যা যখন প্রথম বাড়তে শুরু করেছিল, বর্তমানে তার থেকে 40 শতাংশ বেশি ।"

আরও পড়ুন : পটনায় ব্রিটেন ফেরত 71 জন বেপাত্তা

এই পরিস্থিতিতে ইংল্যান্ডে আবার লকডাউন জারি করা ছাড়া আর কোনও পথ নেই বলে জানিয়েছেন তিনি ।

সোমবার সকালেই স্কটল্যান্ডে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল । স্কটল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কড়া লকডাউন জারি করল ব্রিটেন প্রশাসন । এছাড়া ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডে আগে থেকেই লকডাউন জারি করা রয়েছে ।

লকডাউনের নিয়ম গত বছর মার্চ থেকে জুন পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে । অর্থাৎ স্কুল বন্ধ থাকবে । যে যে ক্ষেত্রে সম্ভব বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে । নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর জন্য বলা হয়েছে । শুধুমাত্র শরীরচর্চা, অত্যাবশ্যকীয় পণ্য কেনাকাটি, ওষুধ সরবরাহের মতো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ভারত-ব্রিটেন বিমান যোগাযোগ ফের শুরু 6 জানুয়ারি

Last Updated : Jan 5, 2021, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.