ETV Bharat / international

প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করব না : ইমরান - প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করব না বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আজ লাহোরে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেখানে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "দু'দেশই (ভারত-পাকিস্তান) পরমাণু শক্তিধর । যদি আমাদের মধ্যে উত্তেজনা চলতে থাকে তাহলে সমূহ বিপদ । তবে, একটা কথা বলতে চাই, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না ।"

ইমরাম খান
author img

By

Published : Sep 2, 2019, 9:31 PM IST

Updated : Sep 2, 2019, 11:35 PM IST

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে কথার 'ফুলঝুড়ি' ফুটিয়েছে পাকিস্তান । একপ্রকার "যুদ্ধ ঘোষণা" করতে দেখা গেছে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদকে । প্রতিবেশী দেশের এহেন মন্তব্যের জবাবই দেয়নি ভারত । বলা ভালো, ফুৎকারে উড়িয়ে দিয়েছে । ক্রমাগত কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান এবার শান্তির বার্তা দিচ্ছে ।

আজ লাহোরে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেখানে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "দু'দেশই (ভারত-পাকিস্তান) পরমাণু শক্তিধর । যদি আমাদের মধ্যে উত্তেজনা চলতে থাকে তাহলে সমূহ বিপদ । তবে, একটা কথা বলতে চাই, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না ।"

গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "আমরা কখনই প্রথমে পরমাণু অস্ত্রের প্রয়োগ করি না । কিন্তু, ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলাতে পারে ।" বোঝাই যাচ্ছে, এই হুঁশিয়ারি ছিল পাকিস্তানের প্রতি ।

এরপর কেটে গেছে প্রায় একটি মাস । কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে একাধিক মঞ্চে দরবার করেছে পাকিস্তান । চিনের সাহায্য নিয়ে লড়াই চালাতে চেয়েছে । পারেনি । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকেও ফিরে এসেছে খালি হাতে । এমন কী, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন, "কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু । এতে বাইরের কারোর হস্তক্ষেপ উচিত নয় ।"

এর মাঝেই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলে বসেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।" যদিও দিল্লির তরফে তাঁর কথার প্রত্যুত্তর দেওয়া হয়নি । কিছুদিন কাটতেই অবশ্য রণংদেহি মনোভাব থেকে পিছিয়ে এল ইসলামাবাদ ।

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে কথার 'ফুলঝুড়ি' ফুটিয়েছে পাকিস্তান । একপ্রকার "যুদ্ধ ঘোষণা" করতে দেখা গেছে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদকে । প্রতিবেশী দেশের এহেন মন্তব্যের জবাবই দেয়নি ভারত । বলা ভালো, ফুৎকারে উড়িয়ে দিয়েছে । ক্রমাগত কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান এবার শান্তির বার্তা দিচ্ছে ।

আজ লাহোরে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেখানে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "দু'দেশই (ভারত-পাকিস্তান) পরমাণু শক্তিধর । যদি আমাদের মধ্যে উত্তেজনা চলতে থাকে তাহলে সমূহ বিপদ । তবে, একটা কথা বলতে চাই, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না ।"

গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "আমরা কখনই প্রথমে পরমাণু অস্ত্রের প্রয়োগ করি না । কিন্তু, ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলাতে পারে ।" বোঝাই যাচ্ছে, এই হুঁশিয়ারি ছিল পাকিস্তানের প্রতি ।

এরপর কেটে গেছে প্রায় একটি মাস । কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে একাধিক মঞ্চে দরবার করেছে পাকিস্তান । চিনের সাহায্য নিয়ে লড়াই চালাতে চেয়েছে । পারেনি । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকেও ফিরে এসেছে খালি হাতে । এমন কী, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন, "কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু । এতে বাইরের কারোর হস্তক্ষেপ উচিত নয় ।"

এর মাঝেই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলে বসেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।" যদিও দিল্লির তরফে তাঁর কথার প্রত্যুত্তর দেওয়া হয়নি । কিছুদিন কাটতেই অবশ্য রণংদেহি মনোভাব থেকে পিছিয়ে এল ইসলামাবাদ ।

Krishna (AP), Sep 02 (ANI): As Ganesha Chaturthi kick started in the country on September 02, different types of Lord Ganpati idols started showing in the country. Devotees across the country used different types of materials to make 'Bappa' attractive. Ganesh Mandal in Nandigama town of Andhra Pradesh made Lord Ganesha idol with sugarcanes. The Ganesha idol is made with three tones of sugarcane and 10 people put their efforts for five days to complete' Buppa's' idol. This sugarcane Ganesha is attracting scores of people. Nandigama Ganesh Mandal is famous for coming up with unique Ganesha idols every year.
Last Updated : Sep 2, 2019, 11:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.