করাচি, 26 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরুক । টুইট করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ । পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করতে নিজে কাশ্মীর সংলগ্ন সীমান্তরেখায় যাবেন বলেও জানান মিয়াঁদাদ ।
এই বিষয়ে একটি টুইটে মিয়াঁদাদ লেখেন, 'শান্তির বার্তা দিতে আমি সীমান্তে যাব । সব গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন ব্যক্তি ও ক্রীড়াব্যক্তিত্বদের কাছে আবেদন জানাচ্ছি শান্তির বার্তা ছড়ানোর জন্য । আমি সেখানে একটি শান্তির পতাকা নিয়ে যাব । সবাইকে জানাতে চাই যে আমরা কাশ্মীরিদের সঙ্গে আছি । পাশে আছি ।'
তিনি আরও লেখেন, 'আমি খেলার জগতের সকলকে আহ্বান জানাব আমার সঙ্গে সেখানে যেতে । আমি সারা পৃথিবীর খেলোয়াড় জগতের লোকদের নিয়ে গিয়ে সেখানে শান্তির পতাকা উত্তোলন করব । 40 বছর ধরে কাশ্মীরিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে । আমি চাই তারা তাদের অধিকার পাক ।'