ETV Bharat / international

'শান্তির বার্তা' দিতে LoC যাবেন জাভেদ মিয়াঁদাদ - javed miandad

ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরুক । টুইট করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ ।

'শান্তির বার্তা' দিতে LoC যাবেন জাভেদ মিয়াঁদাদ
author img

By

Published : Aug 26, 2019, 3:13 PM IST

করাচি, 26 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরুক । টুইট করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ । পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করতে নিজে কাশ্মীর সংলগ্ন সীমান্তরেখায় যাবেন বলেও জানান মিয়াঁদাদ ।

এই বিষয়ে একটি টুইটে মিয়াঁদাদ লেখেন, 'শান্তির বার্তা দিতে আমি সীমান্তে যাব । সব গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন ব্যক্তি ও ক্রীড়াব্যক্তিত্বদের কাছে আবেদন জানাচ্ছি শান্তির বার্তা ছড়ানোর জন্য । আমি সেখানে একটি শান্তির পতাকা নিয়ে যাব । সবাইকে জানাতে চাই যে আমরা কাশ্মীরিদের সঙ্গে আছি । পাশে আছি ।'

তিনি আরও লেখেন, 'আমি খেলার জগতের সকলকে আহ্বান জানাব আমার সঙ্গে সেখানে যেতে । আমি সারা পৃথিবীর খেলোয়াড় জগতের লোকদের নিয়ে গিয়ে সেখানে শান্তির পতাকা উত্তোলন করব । 40 বছর ধরে কাশ্মীরিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে । আমি চাই তারা তাদের অধিকার পাক ।'

করাচি, 26 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরুক । টুইট করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ । পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করতে নিজে কাশ্মীর সংলগ্ন সীমান্তরেখায় যাবেন বলেও জানান মিয়াঁদাদ ।

এই বিষয়ে একটি টুইটে মিয়াঁদাদ লেখেন, 'শান্তির বার্তা দিতে আমি সীমান্তে যাব । সব গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন ব্যক্তি ও ক্রীড়াব্যক্তিত্বদের কাছে আবেদন জানাচ্ছি শান্তির বার্তা ছড়ানোর জন্য । আমি সেখানে একটি শান্তির পতাকা নিয়ে যাব । সবাইকে জানাতে চাই যে আমরা কাশ্মীরিদের সঙ্গে আছি । পাশে আছি ।'

তিনি আরও লেখেন, 'আমি খেলার জগতের সকলকে আহ্বান জানাব আমার সঙ্গে সেখানে যেতে । আমি সারা পৃথিবীর খেলোয়াড় জগতের লোকদের নিয়ে গিয়ে সেখানে শান্তির পতাকা উত্তোলন করব । 40 বছর ধরে কাশ্মীরিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে । আমি চাই তারা তাদের অধিকার পাক ।'

Mumbai, Aug 25 (ANI): Student of the Year 2 fame Ananya Panday turned showstopper for designer Anushree Reddy and Arpita Mehta at the Lakme Fashion Week Winter/Festive. Ananya had put-on glittery golden lehenga for Arpita Mehta and then adorned an orange lehenga for Arpita Mehta. Anushree Reddy's collection called 'Gulaal' was inspired by the theme for the season blockbuster bride for Lakme salon. Her collection was all about the new age bride and she also used festive colors. On the other hand, Arpita Mehta's collection called 'Trend Tradition' was amalgamation of trend and tradition. Mehta's collection targets today's modern bride who wants to stick with traditional and cultural roots but at the same time also wants to experiment with her bridal dress also.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.