ইসলামাবাদ, 13 সেপ্টেম্বর : আটের দশকে সাবেক সোভিয়েত বিরুদ্ধে জেহাদের জন্য মুজাহিদিনদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান ৷ তাতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল অ্যামেরিকা ৷ আজ একথা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷
দীর্ঘদিন অ্যামেরিকান সেনা মোতায়েন রয়েছে আফগানিস্তানে ৷ তালিবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাস্তবায়িত করতে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পথে হাঁটতে থাকে অ্যামেরিকা ৷ কূটনৈতিক মহলের বক্তব্য, আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পাকিস্তানকে পাশে রাখতে চেয়েছিল হোয়াইট হাউজ় ৷ বিনিময়ে ইসলামাবাদের দাবি ছিল, কাশ্মীর সমস্যার সমাধানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তাদের সঙ্গে থাকতে হবে ৷ যদিও 5 সেপ্টেম্বর কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে হামলার পর বেশ কিছুটা ধাক্কা সেই শান্তি প্রক্রিয়া ৷ সেই ঘটনার দু'দিন পরই অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তালিবানদের সঙ্গে গোপন বৈঠক বাতিল করেছেন তিনি ৷ টুইটে তিনি লেখেন, "শান্তি প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ সময় ওরা (তালিবান) যদি সংঘর্ষবিরতি চুক্তিকে সমর্থন না করে, আর 12 জন নির্দোষ মানুষকে খুন করে, তাহলে কোনও অর্থপূর্ণ চুক্তি নিয়ে তাদের আলোচনা করার সম্ভবত কোনও ইচ্ছা নেই ৷ " সোমবার একধাপ এগিয়ে অ্যামেরিকান প্রেসিডেন্ট দাবি করেন, তালিবানদের নিকেশ করতে অভিযানের সংখ্যা বাড়িয়েছে সেনা ৷
এই সংক্রান্ত আরও খবর : 9/11-তে কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে বিস্ফোরণ
এরপর আজ আফগানিস্তানে জঙ্গি আস্ফালনের দায় অ্যামেরিকার উপরই চাপান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আটের দশকে সাবেক সোভিয়েত আফগানিস্তান দখলের পর আমরা এই মুজাহিদিনদের প্রশিক্ষণ দিয়েছিলাম ৷ তাদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান ৷ আর্থিক সাহায্য করেছিল অ্যামেরিকা ও CIA (অ্যামেরিকার গুপ্তচর সংস্থা) ৷ কিন্তু, এক দশক পরে অ্যামেরিকা যখন আফগানিস্তানে আসে তখন এই সংগঠনগুলির কাজকর্মকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে ৷ এটা বড়সড় অসংগতি ৷ " ইমরানের দাবি, উলটে ওই জঙ্গি সংগঠনগুলি এখন পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে ৷ তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে মনে করি, পাকিস্তানের নিরপেক্ষ থাকা উচিত ৷ কারণ এই সংগঠনগুলি আমাদের বিরুদ্ধে চলে গেছে ৷" আর তার ফলও পাকিস্তানকে ভুগতে হচ্ছে বলে দাবি ইমরানের ৷ তিনি বলেন, "আমরা 70 হাজার মানুষকে হারিয়েছি ৷ অর্থনীতিতে 100 বিলিয়ন ডলারের বেশি হারিয়েছি ৷ শেষে আফগানিস্তানে অ্যামেরিকার ব্যর্থতার জন্য আমাদের দায়ি করা হয়েছিল ৷ আমার মতে, পাকিস্তানের জন্য এটা অত্যন্ত অনৈতিক ৷ "
এই সংক্রান্ত আরও খবর : কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে বিস্ফোরণ