ETV Bharat / international

লাদাখ ইশু : ভারত-চিন কমান্ডার পর্যায়ের বৈঠক চলল প্রায় 11 ঘণ্টা - ভারত ও চিনের কমান্ডিং অফিসারদের বৈঠক

এর আগে 6 জুন এই পর্যায়ের একটি বৈঠক হয়েছিল ৷ ভারতের তরফে মে-র 4 তারিখের আগে LAC-তে চিনের যে অবস্থান ছিল সেখানে ফিরে যেতে বলা হয়েছিল। যদিও ভারতের সেই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি চিন।

image
ভারত-চিন বৈঠক
author img

By

Published : Jun 23, 2020, 4:48 AM IST

লাদাখ, 23 জুন : লাদাখ ইশু নিয়ে ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক শেষ হল প্রায় 11 ঘণ্টা পর। ভারতের তরফে উপস্থিত ছিলেন সেনার 14 কর্পের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং। চিনের তরফে সম পদাধিকারী বৈঠকে যোগ দেন।

পূর্ব লাদাখে উত্তেজনা প্রশমনে LAC-র মলডোয় সকাল সাড়ে 11টা নাগাদ উভয়পক্ষের বৈঠক শুরু হয় । দুই কর্প কমান্ডারের এটি দ্বিতীয় বৈঠক ছিল। এর আগে 6 জুন তাঁরা আলোচনায় বসেছিলেন। ভারতের তরফে মে-র 4 তারিখের আগে LAC-তে চিনের যে অবস্থান ছিল সেখানে ফিরে যেতে বলা হয়েছিল। যদিও ভারতের সেই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি চিন। এমনকী সেনা সরিয়ে নেওয়ার কোনও ইচ্ছাও প্রকাশ করেনি।

15 জুন চিনা সেনা জওয়ানরা তাঁদের তাঁবু সরিয়ে নিতে না চাওয়ায় ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাধে ৷ এই সংঘর্ষে 20 জন সেনাকর্মী শহিদ হন এবং 76 জন জখম হন ৷ কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয় ৷ সেনা সূত্রে খবর, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মী হতাহত হয়েছেন ৷

এই পরিস্থিতিতে রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত দিল্লিতে বৈঠক করেন ৷ এছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বৈঠকে চিন আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাড়ে তিন হাজার কিলোমিটারজুড়ে সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

লাদাখ, 23 জুন : লাদাখ ইশু নিয়ে ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক শেষ হল প্রায় 11 ঘণ্টা পর। ভারতের তরফে উপস্থিত ছিলেন সেনার 14 কর্পের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং। চিনের তরফে সম পদাধিকারী বৈঠকে যোগ দেন।

পূর্ব লাদাখে উত্তেজনা প্রশমনে LAC-র মলডোয় সকাল সাড়ে 11টা নাগাদ উভয়পক্ষের বৈঠক শুরু হয় । দুই কর্প কমান্ডারের এটি দ্বিতীয় বৈঠক ছিল। এর আগে 6 জুন তাঁরা আলোচনায় বসেছিলেন। ভারতের তরফে মে-র 4 তারিখের আগে LAC-তে চিনের যে অবস্থান ছিল সেখানে ফিরে যেতে বলা হয়েছিল। যদিও ভারতের সেই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি চিন। এমনকী সেনা সরিয়ে নেওয়ার কোনও ইচ্ছাও প্রকাশ করেনি।

15 জুন চিনা সেনা জওয়ানরা তাঁদের তাঁবু সরিয়ে নিতে না চাওয়ায় ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাধে ৷ এই সংঘর্ষে 20 জন সেনাকর্মী শহিদ হন এবং 76 জন জখম হন ৷ কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয় ৷ সেনা সূত্রে খবর, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মী হতাহত হয়েছেন ৷

এই পরিস্থিতিতে রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত দিল্লিতে বৈঠক করেন ৷ এছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বৈঠকে চিন আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাড়ে তিন হাজার কিলোমিটারজুড়ে সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.