ETV Bharat / international

নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তরকরণের পর বিয়ে, গ্রেপ্তার অভিযুক্ত

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সিন্ধ সরকার মেয়েটিকে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৷ এরপর তার শারীরিক পরীক্ষা করে তার বয়স নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় ৷

author img

By

Published : Nov 4, 2020, 2:28 AM IST

Teenage Christian girl recovered from Muslim man's custody in Karachi
খ্রিস্টান নাবালিকাকে অপহরণ করে বিয়ে, গ্রেপ্তার অভিযুক্ত

করাচি, 3 নভেম্বর : এক খ্রিস্টান নাবালিকাকে অপহরণ , ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা ও বিয়ে করার জন্য গ্রেপ্তার করা হল পাকিস্তানের এক নাগরিককে ৷ গতকাল ওই ব্যক্তিকে পাকিস্তানের করাচি থেকে গ্রেপ্তার করা হয় ৷ তার বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে জোর করে আটকে রাখে ৷ এরপর তার ইচ্ছের বিরুদ্ধে তার ধর্ম পরিবর্তন করে ও তাকে বিয়ে করে ৷ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে করাচি পুলিশ ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সিন্ধ সরকার মেয়েটিকে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৷ এরপর তার শারীরিক পরীক্ষা করে তার বয়স নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় ৷ করাচি পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত ওই নাবালিকার শওহর সৈয়দ আলি আজ়হার , তার ভাই সৈয়দ শারিক আলি, সৈয়দ মহসিন আলি ও এক বন্ধু দানিশ ৷

করাচি পুলিশ চিফ অ্যাডিশনাল IG আরিফ হানিফ বলেন, আজ়হারের কাছ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ৷ কোর্টের নির্দেশ মতো তাকে একটি হোমে পাঠানো হয়েছে ৷ নির্যাতিতার আইনজীবী জিবরান নাসির জানান, আদালত থেকে কেসের পরবর্তী শুনানির দিন ঠিক করতে বলা হয়েছে ৷ নির্যাতিতার বয়স নিশ্চিত করতে একটি মেডিকেল পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সত্যিই তাকে জোর করে বিয়ে করা হয়েছিল কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত ৷ তিনি আরও জানান, ওই নাবালিকার মা-বাবা অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেছে ৷ তারা অভিযোগে জানায় 13 অক্টোবর থেকে যখন তারা কাজে গিয়েছিল তারপর থেকেই তাদের মেয়ে নিখোঁজ ছিল ৷ আইনজীবী নাসির জানান, অভিযুক্ত আজ়হার আলি ওই নাবালিকার প্রতিবেশী ৷ সে তাকে অপহরণ করে তার ভুয়ো বয়সের প্রমাণপত্র বানিয়ে জোর করে বিয়ে করে ৷

করাচি, 3 নভেম্বর : এক খ্রিস্টান নাবালিকাকে অপহরণ , ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা ও বিয়ে করার জন্য গ্রেপ্তার করা হল পাকিস্তানের এক নাগরিককে ৷ গতকাল ওই ব্যক্তিকে পাকিস্তানের করাচি থেকে গ্রেপ্তার করা হয় ৷ তার বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে জোর করে আটকে রাখে ৷ এরপর তার ইচ্ছের বিরুদ্ধে তার ধর্ম পরিবর্তন করে ও তাকে বিয়ে করে ৷ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে করাচি পুলিশ ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সিন্ধ সরকার মেয়েটিকে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৷ এরপর তার শারীরিক পরীক্ষা করে তার বয়স নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় ৷ করাচি পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত ওই নাবালিকার শওহর সৈয়দ আলি আজ়হার , তার ভাই সৈয়দ শারিক আলি, সৈয়দ মহসিন আলি ও এক বন্ধু দানিশ ৷

করাচি পুলিশ চিফ অ্যাডিশনাল IG আরিফ হানিফ বলেন, আজ়হারের কাছ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ৷ কোর্টের নির্দেশ মতো তাকে একটি হোমে পাঠানো হয়েছে ৷ নির্যাতিতার আইনজীবী জিবরান নাসির জানান, আদালত থেকে কেসের পরবর্তী শুনানির দিন ঠিক করতে বলা হয়েছে ৷ নির্যাতিতার বয়স নিশ্চিত করতে একটি মেডিকেল পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সত্যিই তাকে জোর করে বিয়ে করা হয়েছিল কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত ৷ তিনি আরও জানান, ওই নাবালিকার মা-বাবা অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেছে ৷ তারা অভিযোগে জানায় 13 অক্টোবর থেকে যখন তারা কাজে গিয়েছিল তারপর থেকেই তাদের মেয়ে নিখোঁজ ছিল ৷ আইনজীবী নাসির জানান, অভিযুক্ত আজ়হার আলি ওই নাবালিকার প্রতিবেশী ৷ সে তাকে অপহরণ করে তার ভুয়ো বয়সের প্রমাণপত্র বানিয়ে জোর করে বিয়ে করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.