কাবুল, 21 অগস্ট : নিরাপদেই রয়েছেন কাবুল বিমানবন্দরের কাছে অপেক্ষারত ভারতীয় নাগরিকরা ৷ এমনটাই জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যমগুলি ৷ জানা গিয়েছে, বিমানবন্দরের বাইরে জড়ো হওয়া ভারতীয়দের পাসপোর্ট সংগ্রহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ৷ চেকিংয়ের পর তাঁদের হামিদ কারজাই বিমানবন্দরে একদম কাছে আলোকজাই নামে একটি স্থানে ছেড়ে দেয় তালিবানরা ৷ সেখানকার একটি গ্যারাজে অপেক্ষা করছেন ভারতীয়রা ৷
আজ সকালে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কাবুল বিমানবন্দর থেকে 100 থেকে 150 জনকে অপহরণ করেছে তালিবান ৷ এবং তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান কাবুল বিমানবন্দর থেকে 85 জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তানে উড়ে যায় ৷ বিমানটি তাজিকিস্তানে নিরাপদে ল্যান্ড করে ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানায়, ভারতীয় বায়ুসেনার C-130J বিমান উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই অপরহণের ঘটনা ঘটে ৷ কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ওই ভারতীয়রা ৷
আরও পড়ুন : Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র
-
#Breaking: All #Indians are safe. and the people who took them collecting their passports and checking them and investigating. a source told @Etilaatroz abductors told them that all will move back to the #kabulairport. now they are in a garage close to the #kabulairport
— Zaki Daryabi (@ZDaryabi) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Breaking: All #Indians are safe. and the people who took them collecting their passports and checking them and investigating. a source told @Etilaatroz abductors told them that all will move back to the #kabulairport. now they are in a garage close to the #kabulairport
— Zaki Daryabi (@ZDaryabi) August 21, 2021#Breaking: All #Indians are safe. and the people who took them collecting their passports and checking them and investigating. a source told @Etilaatroz abductors told them that all will move back to the #kabulairport. now they are in a garage close to the #kabulairport
— Zaki Daryabi (@ZDaryabi) August 21, 2021
যদিও অপহরণের বিষয়টি অস্বীকার করে তালিবান ৷ তালিবানদের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াস্ক আফগান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর অস্বীকার করেছে ৷ তার বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে ৷ বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ কাউকে অপহরণ করা হয়নি ৷