ETV Bharat / international

Taliban Govt : বাতিল 9/11 বর্ষপূর্তিতে নয়া তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান - 9/11 বর্ষপূর্তি

আমেরিকা ও পশ্চিমের দেশগুলির চাপে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান ৷ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার বর্ষপূর্তিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হলে তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল পশ্চিমি দেশগুলি ৷

Taliban Govt
Taliban Govt
author img

By

Published : Sep 11, 2021, 3:47 PM IST

কাবুল, 11 সেপ্টেম্বর : বাতিল করা হল নয়া অন্তর্বর্তী তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান ৷ আজ 9/11-র বিশ বছরের বর্ষপূর্তির দিনই আফগানিস্তানের নতুন তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ আমন্ত্রিত ছিল রাশিয়া, ইরান, চিন, কাতার এবং পাকিস্তান ৷ কিন্তু শোনা যাচ্ছে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে ৷ রাশিয়ার একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকা ও পশ্চিমের দেশগুলির চাপে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান ৷ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার বর্ষপূর্তিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হলে তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল পশ্চিমি দেশগুলি ৷

2001 সালের 11 সেপ্টেম্বর ৷ মার্কিন আধিপত্যের অন্যতম নিশান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় আল-কায়দা ৷ বিমান হানায় গুঁড়িয়ে যায় পেল্লায় চেহারার ব্যস্ত বাণিজ্যিক টাওয়ার ৷ মৃত্যু হয় অসংখ্য মানুষের ৷ সেই ঘটনার জন্য আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেনকেই দায়ী করে মার্কিন প্রশাসন ৷ সেই সময় আফগানিস্তানে গা-ঢাকা দিয়েছিল ওই জঙ্গি নেতা ৷ তাকে নিকেশ করতে 7 অক্টোবর আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে আল-কায়দার ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় মার্কিন বায়ুসেনা ৷ নভেম্বরে আফগানিস্তানে পৌঁছে যায় প্রায় 1300 মার্কিন সেনা ৷ আর তার পরের মাসেই আফগানিস্তান থেকে তালিবান সরকারের উৎখাত হয় ৷ প্রাণ বাঁচাতে তালিব যোদ্ধারা আশ্রয় নেয় পাকিস্তানের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ৷

আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করার পণ নিয়েছিল তারা ৷ সেই প্রতিশ্রুতি রাখতে গিয়েই আফগান ভূমে সরাসরি তালিবানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন মার্কিন সেনারা ৷ লড়াই চলে দীর্ঘ 20 বছর ৷ গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল পুনর্দখল করে তালিবান ৷ ফের একবার সেদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে উগ্রপন্থীদের শাসন ৷ কার্যত নতমস্তকে যুদ্ধক্ষেত্র ছাড়তে হয়েছে মার্কিন সেনাবাহিনী ৷ আমেরিকাকে খোঁচা দিতেই বেছে বেছে 9/11-র দিনটিকে আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছিল ৷ তবে শেষ মুহূর্তে তা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : Amrullah Saleh : আমরুল্লাহ সালেহের ভাইকে খুন, পরিবারকে দেহ দিল না তালিবান

এই বিষয়ে আফগান সরকারের কালচারাল কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগনি বলেছেন, "কয়েকদিন আগেই নতুন আফগান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ মানুষ যাতে বিভ্রান্ত না হন সেই কারণে ইসলামিক এমিরেটসের নেতৃত্ব যাঁরা এই মন্ত্রিসভার একটা অংশ, তাঁরা এই ঘোষণা করেছেন ৷"

মঙ্গলবার আফগানিস্তানে নয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা করে তালিবান ৷ গতকাল ঘোষিত হয়েছে মন্ত্রিসভার সদস্যদের নাম ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি মোল্লা মহম্মদ হাসান আখুন্দ ৷ অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা আলহজ মোল্লা সিরাজউদ্দিন হাক্কানিকে ৷ তাঁর দুই ডেপুটি হচ্ছেন মোল্লা আবদুল গনি এবং মৌলবী আবদুল সালাম হানাফি ৷ প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মৌলবী মহম্মদ ইয়াকুব ৷ শিক্ষামন্ত্রী হয়েছেন শেখ মৌলবী নুরউল্লা মুনির ৷

আরও পড়ুন : Taliban Cabinet : নারীবর্জিত তালিব সরকারের মাথায় রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি, রয়েছেন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেডও

কাবুল, 11 সেপ্টেম্বর : বাতিল করা হল নয়া অন্তর্বর্তী তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান ৷ আজ 9/11-র বিশ বছরের বর্ষপূর্তির দিনই আফগানিস্তানের নতুন তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ আমন্ত্রিত ছিল রাশিয়া, ইরান, চিন, কাতার এবং পাকিস্তান ৷ কিন্তু শোনা যাচ্ছে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে ৷ রাশিয়ার একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকা ও পশ্চিমের দেশগুলির চাপে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান ৷ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার বর্ষপূর্তিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হলে তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল পশ্চিমি দেশগুলি ৷

2001 সালের 11 সেপ্টেম্বর ৷ মার্কিন আধিপত্যের অন্যতম নিশান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় আল-কায়দা ৷ বিমান হানায় গুঁড়িয়ে যায় পেল্লায় চেহারার ব্যস্ত বাণিজ্যিক টাওয়ার ৷ মৃত্যু হয় অসংখ্য মানুষের ৷ সেই ঘটনার জন্য আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেনকেই দায়ী করে মার্কিন প্রশাসন ৷ সেই সময় আফগানিস্তানে গা-ঢাকা দিয়েছিল ওই জঙ্গি নেতা ৷ তাকে নিকেশ করতে 7 অক্টোবর আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে আল-কায়দার ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় মার্কিন বায়ুসেনা ৷ নভেম্বরে আফগানিস্তানে পৌঁছে যায় প্রায় 1300 মার্কিন সেনা ৷ আর তার পরের মাসেই আফগানিস্তান থেকে তালিবান সরকারের উৎখাত হয় ৷ প্রাণ বাঁচাতে তালিব যোদ্ধারা আশ্রয় নেয় পাকিস্তানের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ৷

আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করার পণ নিয়েছিল তারা ৷ সেই প্রতিশ্রুতি রাখতে গিয়েই আফগান ভূমে সরাসরি তালিবানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন মার্কিন সেনারা ৷ লড়াই চলে দীর্ঘ 20 বছর ৷ গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল পুনর্দখল করে তালিবান ৷ ফের একবার সেদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে উগ্রপন্থীদের শাসন ৷ কার্যত নতমস্তকে যুদ্ধক্ষেত্র ছাড়তে হয়েছে মার্কিন সেনাবাহিনী ৷ আমেরিকাকে খোঁচা দিতেই বেছে বেছে 9/11-র দিনটিকে আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছিল ৷ তবে শেষ মুহূর্তে তা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : Amrullah Saleh : আমরুল্লাহ সালেহের ভাইকে খুন, পরিবারকে দেহ দিল না তালিবান

এই বিষয়ে আফগান সরকারের কালচারাল কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগনি বলেছেন, "কয়েকদিন আগেই নতুন আফগান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ মানুষ যাতে বিভ্রান্ত না হন সেই কারণে ইসলামিক এমিরেটসের নেতৃত্ব যাঁরা এই মন্ত্রিসভার একটা অংশ, তাঁরা এই ঘোষণা করেছেন ৷"

মঙ্গলবার আফগানিস্তানে নয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা করে তালিবান ৷ গতকাল ঘোষিত হয়েছে মন্ত্রিসভার সদস্যদের নাম ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি মোল্লা মহম্মদ হাসান আখুন্দ ৷ অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা আলহজ মোল্লা সিরাজউদ্দিন হাক্কানিকে ৷ তাঁর দুই ডেপুটি হচ্ছেন মোল্লা আবদুল গনি এবং মৌলবী আবদুল সালাম হানাফি ৷ প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মৌলবী মহম্মদ ইয়াকুব ৷ শিক্ষামন্ত্রী হয়েছেন শেখ মৌলবী নুরউল্লা মুনির ৷

আরও পড়ুন : Taliban Cabinet : নারীবর্জিত তালিব সরকারের মাথায় রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি, রয়েছেন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেডও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.