ETV Bharat / international

Taliban : নৃশংস ! মহিলা ভলিবল খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করল তালিবান

মাহজাবিন হাকিমি আফগান জুনিয়র মহিলা জাতীয় ভলিবল দলে খেলেছেন । এই মাসের শুরুতে তালিবান তাঁর শিরচ্ছেদ করেছে বলে জানিয়েছেন তাঁর দলের কোচ।

Taliban
মহিলা ভলিবল খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করল তালিবান
author img

By

Published : Oct 20, 2021, 6:40 PM IST

Updated : Oct 20, 2021, 8:43 PM IST

কাবুল, 20 অক্টোবর : নৃশংস ! ক্ষমতা দখলের তিন মাসের মধ্যেই তালিবান বুঝিয়ে দিল, তালিবান রয়েছে তালিবানেই ৷ প্রথমবার ক্ষমতা দখলে পর অত্য়াচারের স্মৃতি ফিরিয়ে আফগান জুনিয়র মহিলা জাতীয় ভলিবল দলের খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করল তারা ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ অপর্ণার

পার্সিয়ান ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে, দলের কোচ জানিয়েছেন যে মাহজাবিন হাকিমি নামে একজন মহিলা খেলোয়াড়কে অক্টোবরের শুরুতে তালিবান হত্যা করেছিল ৷ কিন্তু জঘন্য হত্যাকাণ্ড সম্পর্কে কেউ জানতে পারেনি কারণ তালিবান তাঁর পরিবারকে এ বিষয়ে কথা না বলার হুমকি দিয়েছিল ।

আরও পড়ুন : T-20 World Cup : বিরাট উপস্থিতিতেই নেতা রোহিতকে দেখে নিল থিঙ্কট্যাঙ্ক

মাহজাবিন আশরাফ গনি সরকারের পতনের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন । কিছু দিন আগে, তাঁর বিচ্ছিন্ন মাথা এবং রক্তাক্ত শরীরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ।

ক্ষমতা দখলের পর থেকেই তালিবান মহিলা ক্রীড়াবিদদের শনাক্ত করার চেষ্টা করছে ৷ আফগান মহিলা জাতীয় ভলিবল দলের কোচ জানিয়েছেন যে অগস্টে তালিবানের সম্পূর্ণ নিয়ন্ত্রণের আগে দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দু'জন দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিলেন ।

কাবুল, 20 অক্টোবর : নৃশংস ! ক্ষমতা দখলের তিন মাসের মধ্যেই তালিবান বুঝিয়ে দিল, তালিবান রয়েছে তালিবানেই ৷ প্রথমবার ক্ষমতা দখলে পর অত্য়াচারের স্মৃতি ফিরিয়ে আফগান জুনিয়র মহিলা জাতীয় ভলিবল দলের খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করল তারা ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ অপর্ণার

পার্সিয়ান ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে, দলের কোচ জানিয়েছেন যে মাহজাবিন হাকিমি নামে একজন মহিলা খেলোয়াড়কে অক্টোবরের শুরুতে তালিবান হত্যা করেছিল ৷ কিন্তু জঘন্য হত্যাকাণ্ড সম্পর্কে কেউ জানতে পারেনি কারণ তালিবান তাঁর পরিবারকে এ বিষয়ে কথা না বলার হুমকি দিয়েছিল ।

আরও পড়ুন : T-20 World Cup : বিরাট উপস্থিতিতেই নেতা রোহিতকে দেখে নিল থিঙ্কট্যাঙ্ক

মাহজাবিন আশরাফ গনি সরকারের পতনের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন । কিছু দিন আগে, তাঁর বিচ্ছিন্ন মাথা এবং রক্তাক্ত শরীরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ।

ক্ষমতা দখলের পর থেকেই তালিবান মহিলা ক্রীড়াবিদদের শনাক্ত করার চেষ্টা করছে ৷ আফগান মহিলা জাতীয় ভলিবল দলের কোচ জানিয়েছেন যে অগস্টে তালিবানের সম্পূর্ণ নিয়ন্ত্রণের আগে দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দু'জন দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিলেন ।

Last Updated : Oct 20, 2021, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.