কলম্বো, 27 জানুয়ারি : ভারতের কাছ থেকে অক্সফোর্ড-অ্য়াস্ট্রাজেনেকার করোনা টিকা কিনবে পড়শি শ্রীলঙ্কা ৷ আগামী দু’দিনের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের তৈরি ওই টিকা কিনবে তারা৷ কলম্বোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 20 থেকে 30 লক্ষ টিকা কেনার পরিকল্পনা রয়েছে তাদের৷
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ভারত থেকে শ্রীলঙ্কায় বিনামূল্য়ে করোনার টিকা পাঠানো হচ্ছে ৷ তারপরই শুরু হবে টিকা কেনার প্রক্রিয়া৷ বুধবার একথা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের উপদেষ্টা ললিত উইরাটুঙ্গা৷
কলম্বো সূত্রে খবর, টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন দেশের বাছাই আড়াই লক্ষ মানুষ৷ এঁদের অধিকাংশ স্বাস্থ্য় পরিষেবা, নিরাপত্তাবাহিনী এবং পুলিশবাহিনীর সঙ্গে যুক্ত৷ এছাড়া দেশের প্রবীণ নাগরিকদেরও আগেভাগেই টিকা দেওয়া হবে ৷
আগামী শুক্রবার থেকেই শ্রীলঙ্কায় টিকাকরণের ড্রাইরান শুরু হবে৷
উইরাটুঙ্গা জানান, চিন থেকেও শ্রীলঙ্কায় 3 লক্ষ টিকা পাঠানোর কথা রয়েছে৷ এছাড়া, রাশিয়াকেও টিকা পাঠানোর জন্য় অনুরোধ করা হবে৷
প্রসঙ্গত, 26 জানুয়ারি পর্যন্ত এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে 60 হাজার মানুষের শরীরে কোভিড ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে৷ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 288 জনের৷ গত বছরের মার্চের মাঝামাঝি এখানে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল৷
আরও পড়ুন: কোরোনার টিকাকরণ নিয়ে বিশ্বে ধনী-দরিদ্রের বিভেদ বাড়ছে
পৃথিবীর যে কয়েকটি দেশ করোনার টিকা বানাচ্ছে, ভারত তার মধ্যে অন্য়তম৷ গত কয়েক দিনে ভুটান, মলদ্বীপ, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, মরিশাস এবং সিচেলসে কোরোনার টিকা পাঠিয়েছে নয়াদিল্লি৷ এছাড়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং মরক্কো-সহ বিশ্বের বিভিন্ন দেশকে টিকা বিক্রিও করেছে ভারত৷ আগামী দিনে সেই তালিকায় জুড়তে চলেছে শ্রীলঙ্কাও৷