ETV Bharat / international

Landslide at Myanmar jade mine : মায়ানমারে পাথরের খনিতে ধস, নিখোঁজ অন্তত 70

author img

By

Published : Dec 22, 2021, 10:42 AM IST

Updated : Dec 22, 2021, 1:17 PM IST

মায়ানমারে পাথরের খনিতে ধসে কমপক্ষে 70 জন নিখোঁজ (Landslide at Myanmar jade mine) ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ বুধবার স্থানীয় সময় ভোর চারটে নাগাদ কাচিন রাজ্যের ফাখান্ত অঞ্চলের একটি খনিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷

Myanmar jade mine Landslide
মায়ানমারে পাথরের খনিতে ধস

নেফিদিউ, 22 ডিসেম্বর : মায়ানমারে পাথরের খনিতে ধস (Landslide at Myanmar jade mine) ৷ কমপক্ষে 70 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার স্থানীয় সময় ভোর চারটে নাগাদ কাচিন রাজ্যের ফাখান্ত অঞ্চলের একটি খনিতে এই ধস নামে ৷ নিখোঁজরা সবাই অপ্রশিক্ষিত শ্রমিক বলে মনে করা হচ্ছে ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷

মায়ানমার গোটা বিশ্বের মধ্যে পাথরের সবচেয়ে বড় উৎস ৷ গত কয়েক বছরে এখানে পাথরের খনিতে দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ অনুমান, খোলা মুখ খনিতে লরিতে করে অতিরিক্ত পরিমাণ পাথরকুচি ফেলা হয়েছে ৷ সেই ফেলে দেওয়া পাথরকুচির স্তূপ বড় বড় ঢাল তৈরি করেছে যা গাছপালাহীন ফাঁকা এলাকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে ৷ এই পাথরকুচির ঢাল থেকেই ধস নামে ৷

এমনিতে ফাখান্ত অঞ্চলের খনিগুলিতে খনন বেআইনি বলে ঘোষণা করা হয়েছে ৷ তবে বেকারত্বের কারণে স্থানীয় মানুষ লুকিয়ে খনিতে কাজ করতে বাধ্য হন ৷ এই পরিস্থিতি বিশেষ করে প্যানডেমিকের কারণে আরও বিগড়েছে ৷ বেশ কিছুদিন আগে এই অঞ্চলেরই একটি খনিতে কাজ করতে গিয়ে অন্তত 10 জন অপ্রশিক্ষিত শ্রমিক নিখোঁজ হয়েছিলেন ৷

2020 সালে একটি দুর্ঘটনায় 160 জনের বেশি শ্রমিক নিখোঁজ হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই মারা গিয়েছেন বলে মনে করা হয় ৷ তথ্য অনুযায়ী, মায়ানমারের রত্ন ব্যবসা বছরে 30 বিলিয়ন ডলার ৷ ফাখান্ত রাজ্যই শুধু এদেশেরই নয়, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বিশাল রত্নখনির ভান্ডার ৷ 2018 সালে মায়ানমার সরকার নতুন একটি রত্নখনি আইনের প্রণয়ন করে ৷ তবে বেআইনি খননকাজ বন্ধ করতে সরকার কার্যকরী ভূমিকা নেয়নি বলে অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন : Blast in Pakistan : করাচিতে বিস্ফোরণে ভাঙল বহুতল, মৃত অন্তত 12

নেফিদিউ, 22 ডিসেম্বর : মায়ানমারে পাথরের খনিতে ধস (Landslide at Myanmar jade mine) ৷ কমপক্ষে 70 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার স্থানীয় সময় ভোর চারটে নাগাদ কাচিন রাজ্যের ফাখান্ত অঞ্চলের একটি খনিতে এই ধস নামে ৷ নিখোঁজরা সবাই অপ্রশিক্ষিত শ্রমিক বলে মনে করা হচ্ছে ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷

মায়ানমার গোটা বিশ্বের মধ্যে পাথরের সবচেয়ে বড় উৎস ৷ গত কয়েক বছরে এখানে পাথরের খনিতে দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ অনুমান, খোলা মুখ খনিতে লরিতে করে অতিরিক্ত পরিমাণ পাথরকুচি ফেলা হয়েছে ৷ সেই ফেলে দেওয়া পাথরকুচির স্তূপ বড় বড় ঢাল তৈরি করেছে যা গাছপালাহীন ফাঁকা এলাকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে ৷ এই পাথরকুচির ঢাল থেকেই ধস নামে ৷

এমনিতে ফাখান্ত অঞ্চলের খনিগুলিতে খনন বেআইনি বলে ঘোষণা করা হয়েছে ৷ তবে বেকারত্বের কারণে স্থানীয় মানুষ লুকিয়ে খনিতে কাজ করতে বাধ্য হন ৷ এই পরিস্থিতি বিশেষ করে প্যানডেমিকের কারণে আরও বিগড়েছে ৷ বেশ কিছুদিন আগে এই অঞ্চলেরই একটি খনিতে কাজ করতে গিয়ে অন্তত 10 জন অপ্রশিক্ষিত শ্রমিক নিখোঁজ হয়েছিলেন ৷

2020 সালে একটি দুর্ঘটনায় 160 জনের বেশি শ্রমিক নিখোঁজ হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই মারা গিয়েছেন বলে মনে করা হয় ৷ তথ্য অনুযায়ী, মায়ানমারের রত্ন ব্যবসা বছরে 30 বিলিয়ন ডলার ৷ ফাখান্ত রাজ্যই শুধু এদেশেরই নয়, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বিশাল রত্নখনির ভান্ডার ৷ 2018 সালে মায়ানমার সরকার নতুন একটি রত্নখনি আইনের প্রণয়ন করে ৷ তবে বেআইনি খননকাজ বন্ধ করতে সরকার কার্যকরী ভূমিকা নেয়নি বলে অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন : Blast in Pakistan : করাচিতে বিস্ফোরণে ভাঙল বহুতল, মৃত অন্তত 12

Last Updated : Dec 22, 2021, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.