ETV Bharat / international

করোনায় থমকে গেল রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক-এর কণ্ঠ

দীর্ঘ সময় সঙ্গীত জীবনে গেয়েছেন দুশো-র বেশি রবীন্দ্রসঙ্গীত ৷ তাঁর মুক্তি পাওয়া 24 অ্যালবামের মধ্যে 14 টি অ্যালবাম মুক্তি পেয়েছে ভারতে ৷

মিতা হক
মিতা হক
author img

By

Published : Apr 11, 2021, 8:18 PM IST

ঢাকা, 11 এপ্রিল : প্রয়াত বিশিষ্ট বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতা হক ৷ রবিবার সকাল 6 টা 20 নাগাদ ঢাকার ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷

পরিবার সূত্রের খবর, গত পাঁচ বছর কিডনির সম্যায় ভুগছিলেন এই প্রবাদ প্রতিম রবীন্দ্র সংগীত শিল্পী ৷ নিয়মিত ডায়ালিসিসও চলছিল তাঁর ৷ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কিন্তু চারদিন আগেই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ খুব কম বয়সেই সঙ্গীত চর্চা শুরু করেন মিতা দেবী ৷ দীর্ঘ সময় সঙ্গীত জীবনে গেয়েছেন দুশো-র বেশি রবীন্দ্রসঙ্গীত ৷ তাঁর মুক্তি পাওয়া 24 অ্যালবামের মধ্যে 14 টি অ্যালবাম মুক্তি পেয়েছে ভারতে ৷

আরও পড়ুন : বাস্তবের বীর-জারাদের মেলাতে এখনও বরফ গলল না দিল্লি-ইসলামাবাদের

বাংলাদেশ সরকারের তরফ থেকে 2020 সালে একুশে পদক প্রদান করা হয় মিতা হককে ৷ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

ঢাকা, 11 এপ্রিল : প্রয়াত বিশিষ্ট বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতা হক ৷ রবিবার সকাল 6 টা 20 নাগাদ ঢাকার ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷

পরিবার সূত্রের খবর, গত পাঁচ বছর কিডনির সম্যায় ভুগছিলেন এই প্রবাদ প্রতিম রবীন্দ্র সংগীত শিল্পী ৷ নিয়মিত ডায়ালিসিসও চলছিল তাঁর ৷ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কিন্তু চারদিন আগেই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ খুব কম বয়সেই সঙ্গীত চর্চা শুরু করেন মিতা দেবী ৷ দীর্ঘ সময় সঙ্গীত জীবনে গেয়েছেন দুশো-র বেশি রবীন্দ্রসঙ্গীত ৷ তাঁর মুক্তি পাওয়া 24 অ্যালবামের মধ্যে 14 টি অ্যালবাম মুক্তি পেয়েছে ভারতে ৷

আরও পড়ুন : বাস্তবের বীর-জারাদের মেলাতে এখনও বরফ গলল না দিল্লি-ইসলামাবাদের

বাংলাদেশ সরকারের তরফ থেকে 2020 সালে একুশে পদক প্রদান করা হয় মিতা হককে ৷ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.