ETV Bharat / international

ইমরান খানকে "অপদার্থ" বললেন নওয়াজ়-কন্যা - ইমরান খান অপদার্থ

"ইমরান খান সবসময় সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন । তাঁর ভূমিকা কোনও কাজের না । তিনি কী করছেন, সেই বিষয়ে কেউ কোনও পরোয়া করেন না ।" বলছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় -এর সহসভাপতি মারিয়াম নওয়াজ় শরিফ ।

মারিয়াম নওয়াজ় শরিফ
মারিয়াম নওয়াজ় শরিফ
author img

By

Published : Nov 14, 2020, 8:57 PM IST

স্বাত (পাকিস্তান), 14 নভেম্বর : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এবার একহাত নিলেন নওয়াজ় শরিফ-কন্যা মারিয়াম । পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় -এর সহসভাপতি মারিয়াম নওয়াজ় শরিফ বলেন, "ইমরান খান অপদার্থ । পাকিস্তানে কী চলছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না । তিনি শুধু অযথা সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ।"

পাকিস্তানের এক সংবাদমাধ্যম মারিয়ামকে উদ্ধৃত করে লেখে, "প্রধানমন্ত্রী ইমরান খান সবসময় সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন । তাঁর ভূমিকা কোনও কাজের না । তিনি কী করছেন, সেই বিষয়ে কেউ কোনও পরোয়া করেন না ।"

করাচির ঘটনা নিয়ে মারিয়াম বলেন, তাঁর বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছিল । তাঁর শওহর সফদারকে গ্রেপ্তার করা হয়েছিল । সিন্ধের IGP-কে অপহরণ করে নেওয়া হয়েছিল । অথচ প্রধানমন্ত্রী জানেনই না তাঁর দেশে কী কী হচ্ছে ।

সেদেশের প্রধানমন্ত্রীর অকর্মণ্যতা আরও স্পষ্টভাবে তুলে ধরতে তিনি বলেন, "ইমরান খানকে জানানোর জন্য কেউ প্রয়োজনই বোধ করেন না । যখন এইসব ঘটনা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী তাঁর বানি গালার বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিলেন ।

তিনি আরও বলেন, "পাকিস্তানের যাবতীয় সমস্যা থেকে মুক্তির একটাই পথ, তা হল ইমরান খান ও তাঁর ভাওতাবাজির সরকারকে ঘরে পাঠানো ।"

স্বাত (পাকিস্তান), 14 নভেম্বর : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এবার একহাত নিলেন নওয়াজ় শরিফ-কন্যা মারিয়াম । পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় -এর সহসভাপতি মারিয়াম নওয়াজ় শরিফ বলেন, "ইমরান খান অপদার্থ । পাকিস্তানে কী চলছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না । তিনি শুধু অযথা সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ।"

পাকিস্তানের এক সংবাদমাধ্যম মারিয়ামকে উদ্ধৃত করে লেখে, "প্রধানমন্ত্রী ইমরান খান সবসময় সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন । তাঁর ভূমিকা কোনও কাজের না । তিনি কী করছেন, সেই বিষয়ে কেউ কোনও পরোয়া করেন না ।"

করাচির ঘটনা নিয়ে মারিয়াম বলেন, তাঁর বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছিল । তাঁর শওহর সফদারকে গ্রেপ্তার করা হয়েছিল । সিন্ধের IGP-কে অপহরণ করে নেওয়া হয়েছিল । অথচ প্রধানমন্ত্রী জানেনই না তাঁর দেশে কী কী হচ্ছে ।

সেদেশের প্রধানমন্ত্রীর অকর্মণ্যতা আরও স্পষ্টভাবে তুলে ধরতে তিনি বলেন, "ইমরান খানকে জানানোর জন্য কেউ প্রয়োজনই বোধ করেন না । যখন এইসব ঘটনা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী তাঁর বানি গালার বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিলেন ।

তিনি আরও বলেন, "পাকিস্তানের যাবতীয় সমস্যা থেকে মুক্তির একটাই পথ, তা হল ইমরান খান ও তাঁর ভাওতাবাজির সরকারকে ঘরে পাঠানো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.