কাবুল, 17 অগস্ট : বিমানের ভেতর জনসমুদ্র ৷ কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কারও কোলে দুধের শিশু ৷ কাবুল এয়ারপোর্ট থেকে এভাবেই ছশো-র বেশি মানুষকে নিয়ে উড়ল আমেরিকার কার্গো বিমান ৷ 100 জন মানুষের ক্ষমতাসম্পন্ন বিমানে উঠে বসেছিলেন 600-র বেশি মানুষ ৷ যাঁরা ভেতরে জায়গা পাননি তাঁরা বিমানে চাকায় উঠে পড়েছিলেন ৷ সেখান থেকেই পড়ে মৃত্যু হয় দুজনের ৷
গতকাল থেকেই আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির একের পর এক উদাহরণ দেখা গিয়েছে ৷ তালিবানের হাত থেকে বাঁচতে প্লেনের চাকায় চড়ে বসে প্রাণ খুইয়েছেন কিছু মানুষ ৷ আজ ফের এক আঁতকে ওঠার মতো ছবি সামনে এল ৷ ছবিটি মার্কিন C-17 গ্লোবমাস্টার III বিমানের ৷ 640 জন যাত্রী নিয়ে আমেরিকার ওই কার্গো বিমানের ভেতরের ছবি প্রকাশ করেছে ইউএস ডিফেন্স ৷ প্রায় দুই দশক পর তালিবানরা ক্ষমতায় ফিরে আসার আতঙ্ক সাধারণ চোখেমুখে ৷ এই ছবির মধ্য দিয়ে তা স্পষ্ট ৷
আরও পড়ুন : Afghanistan : চারদিকে তালিবানের হুঙ্কার, প্রেসিডেন্ট পলাতক ; আতঙ্কপুরী আফগানিস্তান
গতকাল থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা গিয়েছে ৷ রবিবার দুপুরে শোনা যায়, কাবুলে ঢুকে পড়েছে তালিবানরা ৷ সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই ৷ তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর ৷ হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকান সেনা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ তারপরই দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করতে থাকে মানুষ ৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেইসব ছবি, ভিডিয়ো আঁতকে ওঠার মতো ৷
আরও পড়ুন : Afghan Para-athlete: কাবুল থেকে বেরোনোর পথ নেই, ছারখার জাকিয়ার প্যারালিম্পিকসের স্বপ্ন