কাবুল, 26 অগস্ট : কাবুল বিমানবন্দরের (Hamid Karzai International Airport) বাইরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল 72 জনের ৷ বিস্ফোরণের কথা প্রথমে জানিয়েছিল পেন্টাগন ৷ এদের 60 জন আফগান ৷ 12 জন মার্কিন সেনা ৷ প্রথমে পেন্টাগনের পক্ষে হতাহতের তথ্য জানানো না হলেও পরে রাশিয়ার তরফে জানানো হয় মৃতের সংখ্যা 13 ৷ যদিও পরে সেই সংখ্যা 72-এ পৌঁছায় ৷
গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়ে ছিলেন, এদিনের বিস্ফোরণে বেশ কয়েকজন আমেরিকান সেনা নিহত হয়েছেন ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন । তবে তার সংখ্যা নিয়ে তিনি কিছু জানাননি তখন ৷ হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে বলে জানান তিনি ৷ পেন্টাগনের তরফে জানানো হয়েছিল যে 'বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন', তবে ঘটনায় তাদের ট্রুপ জড়িত ছিল বলে আনুষ্ঠানিক ভাবে জানায়নি তারা ৷ পরে জানায় যায় 12 মার্কিন সেনার মৃত্যু হয়েছে ৷
-
We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021
গতকালকের ঘটনার পর রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে প্রথম হতাহতের সংখ্যা জানানো হয়েছিল ৷ রাশিয়ার দাবি ছিল, জোড়া বিস্ফোরণে তখনও পর্যন্ত মোট 13 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 15 জন আহত হয়েছেন । পরে মৃতের সংখ্যা বাড়ে ৷ মার্কিন সূত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণে আমেরিকান কর্মীরা আহত হয়েছেন ৷ পাশাপাশি কারবি লেখেন, "আমরা নিশ্চিত করতে পারি যে অ্যাবি গেটে বিস্ফোরণটি একটি জটিল আক্রমণের ফলাফল ৷ অনেক মার্কিন-সহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে । আমরা অ্যাবি গেট থেকে অল্প দূরত্বে ব্যারন হোটেলে বা তার কাছাকাছি কমপক্ষে আরেকটি বিস্ফোরণ নিশ্চিত করতে পারি । আমরা পরবর্তী আপডেট দিতে থাকব ৷"
একই সঙ্গে বিমানবন্দরে অপেক্ষমান-প্রত্যক্ষদর্শী আফগান আদম খান জানান, বিমানবন্দরে প্রবেশের মুখে অপেক্ষারত মানুষের ভিড়ের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে । বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন ৷ বিস্ফোরণের চোটে অনেকের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গও আলাদা হয়েছে গিয়েছে ।
বেশ কয়েক হাজার আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন, যা গত কয়েকদিনের চেনা ছবি ৷ তার মধ্যেই বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, পেন্টাগন এই বিস্ফোরণের কথা নিশ্চিত করলেও এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানায়নি ৷
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির নিরিখে কাবুল বিমানবন্দরে এমন বিস্ফোরণের আশঙ্কার কথা পশ্চিমি দেশগুলো তরফে আগেই জানানো হয়েছিল ৷ মানুষকে বিমানবন্দরটি পারতপক্ষে এড়ানোর চেষ্টা করার কথাও বলা হয়েছিল ৷ বিমানবন্দরের এক আধিকারিক আত্মঘাতী বোমা বিস্ফোরণের আশঙ্কাও ব্যক্ত করেছিলেন ৷ তারপরই এদিন এই ঘটনা ৷
আরও পড়ুন : Afghanistan : তালিবানের হাতে খুনের খবর ভুল, টুইটারে জানালেন ‘নিহত’ সাংবাদিক জিয়ার