ETV Bharat / international

বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় স্থানে পাকিস্তান, 3 নম্বরে ভারত - বায়ুদূষণ

বায়ুদূষণে বিশ্বে দু’নম্বরে পাকিস্তান ৷ আজ আইকিউএয়ারের রিপোর্টে এমনটাই বলা হয়েছে ৷ পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ শহর ইসলামাবাদ ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 110 ৷ আর সবচেয়ে দূষিত শহর লাহোর ৷

pakistan-ranked-as-second-most-polluted-country-in-world
বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শহর পাকিস্তান
author img

By

Published : Mar 17, 2021, 1:14 PM IST

Updated : Mar 17, 2021, 3:26 PM IST

ইসলামাবাদ (পাকিস্তান), 17 মার্চ : বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থানে পাকিস্তান ৷ আইকিউএয়ারের বিশ্ব দূষণমাত্রার পরীক্ষায় এমনটাই জাানানো হয়েছে ৷ পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী গতবছর পাকিস্তানে বাযুদূষণের মাত্রা ছিল পিএম 2.5 ৷ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণমাত্রার থেকে প্রায় 5 গুণ বেশি ৷ প্রসঙ্গত, মার্কিন এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, দূষণের নিরিখে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এবং তিন নম্বরে রয়েছে ভারত ৷ সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে বছরে দূষণমাত্রা 141 ৷

2020 সালের বিশ্ব বায়ুদূষণ মাত্রার রিপোর্ট অনুযায়ী, ‘‘পাকিস্তানের বায়ুদূষণের যে মাত্রা দেখা যাচ্ছে তা অতীতের থেকেও খারাপ ৷ যার অধিকাংশ দূষণ বড় শহরগুলি থেকে হচ্ছে ৷ সেই শহরগুলিতে প্রচুর পরিমাণ ধোঁয়া এবং প্রাণনাশকারী ধোঁয়াশা তৈরি হচ্ছে ৷’’ পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ শহর ইসলামাবাদ ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 110 ৷ আর সবচেয়ে দূষিত শহর লাহোর ৷ এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় 18 নম্বরে রয়েছে এই শহরটি ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 163 ৷

আরও পড়ুন : দাঁত-নখ বের করা শুরু লকডাউনে জব্দ বায়ুদূষণের

এমনকি পাকিস্তানের 20 শতাংশ মানুষের মৃত্যুর পিছনে অন্যতম কারণ বায়ুদূষণের কুপ্রভাবের ফলে সৃষ্টি হওয়া একাধিক রোগ ৷ এমনকি করোনার কারণে বিশ্ব জুড়ে লকডাউনের সময় বায়ুর দূষণমাত্রা অনেকটাই কমেছিল ৷ এমনকি করোনায় মৃত্যুর পিছনে অনেকাংশেই বায়ুদূষণ বড় একটা কারণ ছিল ৷ 7 থেকে 33 শতাংশ মানুষ দীর্ঘ সময় ধরে চলে আসা বায়ুদূষণের কুপ্রভাবের কারণেই করোনায় আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছেন ৷ আইকিউএয়ারের রিপোর্ট বলা হয়েছে, এই মৃত্যুগুলিকে রোখা যেত, যদি মানুষের তৈরি এই দূষণ কমানো যেত ৷

ইসলামাবাদ (পাকিস্তান), 17 মার্চ : বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থানে পাকিস্তান ৷ আইকিউএয়ারের বিশ্ব দূষণমাত্রার পরীক্ষায় এমনটাই জাানানো হয়েছে ৷ পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী গতবছর পাকিস্তানে বাযুদূষণের মাত্রা ছিল পিএম 2.5 ৷ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণমাত্রার থেকে প্রায় 5 গুণ বেশি ৷ প্রসঙ্গত, মার্কিন এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, দূষণের নিরিখে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এবং তিন নম্বরে রয়েছে ভারত ৷ সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে বছরে দূষণমাত্রা 141 ৷

2020 সালের বিশ্ব বায়ুদূষণ মাত্রার রিপোর্ট অনুযায়ী, ‘‘পাকিস্তানের বায়ুদূষণের যে মাত্রা দেখা যাচ্ছে তা অতীতের থেকেও খারাপ ৷ যার অধিকাংশ দূষণ বড় শহরগুলি থেকে হচ্ছে ৷ সেই শহরগুলিতে প্রচুর পরিমাণ ধোঁয়া এবং প্রাণনাশকারী ধোঁয়াশা তৈরি হচ্ছে ৷’’ পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ শহর ইসলামাবাদ ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 110 ৷ আর সবচেয়ে দূষিত শহর লাহোর ৷ এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় 18 নম্বরে রয়েছে এই শহরটি ৷ যেখানে বায়ুদূষণের মাত্রা 163 ৷

আরও পড়ুন : দাঁত-নখ বের করা শুরু লকডাউনে জব্দ বায়ুদূষণের

এমনকি পাকিস্তানের 20 শতাংশ মানুষের মৃত্যুর পিছনে অন্যতম কারণ বায়ুদূষণের কুপ্রভাবের ফলে সৃষ্টি হওয়া একাধিক রোগ ৷ এমনকি করোনার কারণে বিশ্ব জুড়ে লকডাউনের সময় বায়ুর দূষণমাত্রা অনেকটাই কমেছিল ৷ এমনকি করোনায় মৃত্যুর পিছনে অনেকাংশেই বায়ুদূষণ বড় একটা কারণ ছিল ৷ 7 থেকে 33 শতাংশ মানুষ দীর্ঘ সময় ধরে চলে আসা বায়ুদূষণের কুপ্রভাবের কারণেই করোনায় আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছেন ৷ আইকিউএয়ারের রিপোর্ট বলা হয়েছে, এই মৃত্যুগুলিকে রোখা যেত, যদি মানুষের তৈরি এই দূষণ কমানো যেত ৷

Last Updated : Mar 17, 2021, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.