ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী

author img

By

Published : Jul 3, 2020, 10:38 PM IST

কোরোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইটে জানান কুরেশি । সুস্থ আছেন বলেও জানান ।

ছবি
ছবি

ইসলামাবাদ, 3 জুলাই : কোরোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি । আজ দুপুরে জ্বর আসে তাঁর । পরে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । সেই কথা তিনি নিজেই টুইটে জানান ।

টুইটে কুরেশি জানান, আজ আমার সামান্য জ্বর এসেছিল । আমি নিজেকে সেল্ফ কোয়ারানটিনে রেখেছি । পরে আমার রিপোর্ট পজ়িটিভ এসেছে । ভগবানের কৃপায় আমি চনমনে আছি । আমি আমার সমস্ত কাজ বাড়ি থেকে চালিয়ে যাব । আমার জন্য প্রার্থনা করবেন ।

  • This afternoon I felt a slight fever and immediately quarantined myself at home. I have now tested positive for Covid 19. By the grace of Allah, I feel strong and energetic. I will continue to carry on my duties from home. Please keep me in your prayers.

    — Shah Mahmood Qureshi (@SMQureshiPTI) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাকিস্তানের ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স বা ISI-র এক পদস্থ আধিকারিকের । বালোচিস্তানের বাসিন্দা হাসান আফজ়ল নামে ওই ব্যক্তির কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ।

এপর্যন্ত পাকিস্তানে আক্রান্ত হয়েছেন 2 লাখ 17 হাজার 809 জন । মৃত্যু হয়েছে 4 হাজার 473 জনের ।

ইসলামাবাদ, 3 জুলাই : কোরোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি । আজ দুপুরে জ্বর আসে তাঁর । পরে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । সেই কথা তিনি নিজেই টুইটে জানান ।

টুইটে কুরেশি জানান, আজ আমার সামান্য জ্বর এসেছিল । আমি নিজেকে সেল্ফ কোয়ারানটিনে রেখেছি । পরে আমার রিপোর্ট পজ়িটিভ এসেছে । ভগবানের কৃপায় আমি চনমনে আছি । আমি আমার সমস্ত কাজ বাড়ি থেকে চালিয়ে যাব । আমার জন্য প্রার্থনা করবেন ।

  • This afternoon I felt a slight fever and immediately quarantined myself at home. I have now tested positive for Covid 19. By the grace of Allah, I feel strong and energetic. I will continue to carry on my duties from home. Please keep me in your prayers.

    — Shah Mahmood Qureshi (@SMQureshiPTI) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাকিস্তানের ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স বা ISI-র এক পদস্থ আধিকারিকের । বালোচিস্তানের বাসিন্দা হাসান আফজ়ল নামে ওই ব্যক্তির কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ।

এপর্যন্ত পাকিস্তানে আক্রান্ত হয়েছেন 2 লাখ 17 হাজার 809 জন । মৃত্যু হয়েছে 4 হাজার 473 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.