ইসলামাবাদ, 31 অগাস্ট : সুর নরম করল পাকিস্তান ৷ ভারতের সঙ্গে 'শর্তসাপেক্ষে' আলোচনার জন্য তৈরি ইমরান খান প্রশাসন ৷ জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ৷ পাকিস্তানের সংবাদ মাধ্যমের তরফে এখবর সামনে আনা হয়েছে ৷
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে ৷ এই ইশুতে ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করেছে পাকিস্তান ৷ তবে সফল হয়নি ৷ রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকার মতো শক্তিধর দেশগুলো ভারতের সঙ্গে সুর মিলিয়ে জম্মু ও কাশ্মীর ইশুকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলেছে ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রীর আলোচনার বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাঁদের মতে, আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হওয়ার পর সুর নরম করতে কার্যত বাধ্য হয়েছে ইমরান খান প্রশাসন ৷
গত সপ্তাহের শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, যদি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে তার ফল গোটা বিশ্বকে ভুগতে হবে ৷ পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় সেনা যদি কোনওরকম কার্যকলাপ চালায়, তার যোগ্য জবাবও দেওয়া হবে ৷ কেউ কেউ বলছে, সেদিন ইমরান খান ভারতকে পরোক্ষে হুঁশিয়ারি দিলেও শাহ মাহমুদ কুরেশির আজকের বার্তা সুর নরম করার ইঙ্গিত ৷
ভারতের সঙ্গে আলোচনার বার্তা প্রসঙ্গে কুরেশি বলেন, "ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কোনও সমস্যা নেই ৷ আমরা কোনওদিনই বলিনি আলোচনা চাই না ৷" যদিও পাকিস্তানের সঙ্গে আলোচনা ইশুতে ভারত প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব নয় ৷ তবে কুরেশির অভিযোগ, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ভারতই দায়ি ৷ তারাই আলোচনার পথ বন্ধ রেখেছে ৷