ETV Bharat / international

'শর্তসাপেক্ষে' ভারতের সঙ্গে আলোচনা, বার্তা পাকিস্তানের

ভারতের সঙ্গে আলোচনার বার্তা প্রসঙ্গে কুরেশি বলেন, "ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কোনও সমস্যা নেই ৷ আমরা কোনওদিনই বলিনি আলোচনা চাই না ৷"

পাকিস্তানের বিদেশমন্ত্রী
author img

By

Published : Aug 31, 2019, 2:24 PM IST

ইসলামাবাদ, 31 অগাস্ট : সুর নরম করল পাকিস্তান ৷ ভারতের সঙ্গে 'শর্তসাপেক্ষে' আলোচনার জন্য তৈরি ইমরান খান প্রশাসন ৷ জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ৷ পাকিস্তানের সংবাদ মাধ্যমের তরফে এখবর সামনে আনা হয়েছে ৷

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে ৷ এই ইশুতে ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করেছে পাকিস্তান ৷ তবে সফল হয়নি ৷ রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকার মতো শক্তিধর দেশগুলো ভারতের সঙ্গে সুর মিলিয়ে জম্মু ও কাশ্মীর ইশুকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলেছে ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রীর আলোচনার বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাঁদের মতে, আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হওয়ার পর সুর নরম করতে কার্যত বাধ্য হয়েছে ইমরান খান প্রশাসন ৷

গত সপ্তাহের শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, যদি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে তার ফল গোটা বিশ্বকে ভুগতে হবে ৷ পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় সেনা যদি কোনওরকম কার্যকলাপ চালায়, তার যোগ্য জবাবও দেওয়া হবে ৷ কেউ কেউ বলছে, সেদিন ইমরান খান ভারতকে পরোক্ষে হুঁশিয়ারি দিলেও শাহ মাহমুদ কুরেশির আজকের বার্তা সুর নরম করার ইঙ্গিত ৷

ভারতের সঙ্গে আলোচনার বার্তা প্রসঙ্গে কুরেশি বলেন, "ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কোনও সমস্যা নেই ৷ আমরা কোনওদিনই বলিনি আলোচনা চাই না ৷" যদিও পাকিস্তানের সঙ্গে আলোচনা ইশুতে ভারত প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব নয় ৷ তবে কুরেশির অভিযোগ, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ভারতই দায়ি ৷ তারাই আলোচনার পথ বন্ধ রেখেছে ৷

ইসলামাবাদ, 31 অগাস্ট : সুর নরম করল পাকিস্তান ৷ ভারতের সঙ্গে 'শর্তসাপেক্ষে' আলোচনার জন্য তৈরি ইমরান খান প্রশাসন ৷ জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ৷ পাকিস্তানের সংবাদ মাধ্যমের তরফে এখবর সামনে আনা হয়েছে ৷

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে ৷ এই ইশুতে ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করেছে পাকিস্তান ৷ তবে সফল হয়নি ৷ রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকার মতো শক্তিধর দেশগুলো ভারতের সঙ্গে সুর মিলিয়ে জম্মু ও কাশ্মীর ইশুকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলেছে ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রীর আলোচনার বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাঁদের মতে, আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হওয়ার পর সুর নরম করতে কার্যত বাধ্য হয়েছে ইমরান খান প্রশাসন ৷

গত সপ্তাহের শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, যদি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে তার ফল গোটা বিশ্বকে ভুগতে হবে ৷ পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় সেনা যদি কোনওরকম কার্যকলাপ চালায়, তার যোগ্য জবাবও দেওয়া হবে ৷ কেউ কেউ বলছে, সেদিন ইমরান খান ভারতকে পরোক্ষে হুঁশিয়ারি দিলেও শাহ মাহমুদ কুরেশির আজকের বার্তা সুর নরম করার ইঙ্গিত ৷

ভারতের সঙ্গে আলোচনার বার্তা প্রসঙ্গে কুরেশি বলেন, "ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কোনও সমস্যা নেই ৷ আমরা কোনওদিনই বলিনি আলোচনা চাই না ৷" যদিও পাকিস্তানের সঙ্গে আলোচনা ইশুতে ভারত প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব নয় ৷ তবে কুরেশির অভিযোগ, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ভারতই দায়ি ৷ তারাই আলোচনার পথ বন্ধ রেখেছে ৷

Mumbai, Aug 30 (ANI): Bollywood actor Sonam Kapoor launched trailer of her upcoming flick 'Zoya Factor' in Mumbai. Sonam looked pretty in bright red dress. Actor Dulquer Salmaan was also present. He looked dapper in the event. Directed by Abhishek Sharma, 'Zoya Factor' will hit theaters on Sept 20.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.