ETV Bharat / international

পাকিস্তানের তালিবান কমাণ্ডার নিহত আফগানিস্তানে - 2015 সালে এক যাত্রীবাহী বাসে মাসুদের নেতৃত্বে বড় ধরনের হামলা চালানো হয়

একটি সংবাদ সংস্থা ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে । সেই ভিডিয়ো বার্তায় আফগানিস্তানের খোস্ত জেলায় গুলুন ক্যাম্পে সইফুল্লা মেহেসুদের মৃত্যু হয়েছে বলে জানায় । হাক্কানি নেটওয়ার্কের এক মুখপাত্র ওই ভিডিয়ো বার্তায় মেহসুদকে খতমের দায় স্বীকার করেছে ।

Qari Saifullah Mehsud
তালিবান কমাণ্ডার কারি সাইফুল্লা মেহেসুদ নিহত
author img

By

Published : Dec 30, 2019, 11:18 AM IST

ইসলামাবাদ, 30 ডিসেম্বর : পাকিস্তানের মূল তালিবান কমাণ্ডার নিহত আফগানিস্তানে ৷ সইফুল্লা মেহেসুদ আফগানিস্তানে এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মারা গিয়েছে বলে খবর ।

সংবাদ সংস্থা একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে । সেই ভিডিয়ো বার্তায় আফগানিস্তানের খোস্ত জেলায় গুলুন ক্যাম্পে সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে । হাক্কানি নেটওয়ার্কের এক মুখপাত্র ওই ভিডিয়ো বার্তায় মেহেসুদকে মারার দায় স্বীকার করেছে ।

পাকিস্তানের তেহরেক-ই- তালিবান (TTP) বর্তমানে চার ভাগে ভাগ হয়ে গিয়েছে । এই চার গোষ্ঠী সোয়াট গ্রুপ, মেহেসুদ গ্রুপ, বাজা়উর এজেন্সি গ্রুপ এবং দারা আদামখেল গ্রুপ ।পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় সইফুল্লা মেহেসুদের যোগ ছিল । এর আগে এক অডিয়ো বার্তায় সে দাবি করেছিল, খাইবার পাখতুনখোয়ায় উত্তর ও দক্ষিণ ওয়েজিরিস্তান জেলায় 75টি হামলা হয়েছে তারই গোষ্ঠীর 'সৌজন্যে' ।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মত, তেহরেক-ই-পাকিস্তানের কমাণ্ডার কারি সইফুল্লা মেহেসুদের মৃত্যুতে এক বড় ধরনের জটিলতা তৈরি হলো । এরপর তেহরেক-ই-পাকিস্তানের (TTP) একত্রিত হবার সম্ভাবনা মেহেসুদের মৃত্যুতে ধাক্কা খেল । কারণ মেহেসুদ সমস্ত বিভেদ দূর করে সমস্ত গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছিল । করাচিতে 2015 সালে এক যাত্রীবাহী বাসে মাসুদের নেতৃত্বে বড় ধরনের হামলা চালানো হয় । এই হামলায় 45 জনের মৃত্যু হয় । 2016 সালে এই TTP কমাণ্ডারকে আমেরিকার বাহিনী গ্রেপ্তার করে । তার 14 মাসের জেল হয় ।

ইসলামাবাদ, 30 ডিসেম্বর : পাকিস্তানের মূল তালিবান কমাণ্ডার নিহত আফগানিস্তানে ৷ সইফুল্লা মেহেসুদ আফগানিস্তানে এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মারা গিয়েছে বলে খবর ।

সংবাদ সংস্থা একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে । সেই ভিডিয়ো বার্তায় আফগানিস্তানের খোস্ত জেলায় গুলুন ক্যাম্পে সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে । হাক্কানি নেটওয়ার্কের এক মুখপাত্র ওই ভিডিয়ো বার্তায় মেহেসুদকে মারার দায় স্বীকার করেছে ।

পাকিস্তানের তেহরেক-ই- তালিবান (TTP) বর্তমানে চার ভাগে ভাগ হয়ে গিয়েছে । এই চার গোষ্ঠী সোয়াট গ্রুপ, মেহেসুদ গ্রুপ, বাজা়উর এজেন্সি গ্রুপ এবং দারা আদামখেল গ্রুপ ।পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় সইফুল্লা মেহেসুদের যোগ ছিল । এর আগে এক অডিয়ো বার্তায় সে দাবি করেছিল, খাইবার পাখতুনখোয়ায় উত্তর ও দক্ষিণ ওয়েজিরিস্তান জেলায় 75টি হামলা হয়েছে তারই গোষ্ঠীর 'সৌজন্যে' ।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মত, তেহরেক-ই-পাকিস্তানের কমাণ্ডার কারি সইফুল্লা মেহেসুদের মৃত্যুতে এক বড় ধরনের জটিলতা তৈরি হলো । এরপর তেহরেক-ই-পাকিস্তানের (TTP) একত্রিত হবার সম্ভাবনা মেহেসুদের মৃত্যুতে ধাক্কা খেল । কারণ মেহেসুদ সমস্ত বিভেদ দূর করে সমস্ত গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছিল । করাচিতে 2015 সালে এক যাত্রীবাহী বাসে মাসুদের নেতৃত্বে বড় ধরনের হামলা চালানো হয় । এই হামলায় 45 জনের মৃত্যু হয় । 2016 সালে এই TTP কমাণ্ডারকে আমেরিকার বাহিনী গ্রেপ্তার করে । তার 14 মাসের জেল হয় ।

Kishanganj (Bihar), Dec 30 (ANI): While addressing a public rally in Bihar's Kishanganj on December 29, AIMIM chief Asaduddin Owaisi urged Chief Minister Nitish Kumar to disassociate from BJP for the "sake of country". "Narendra Modi and Amit Shah are not normal politicians. Nitish Kumar saheb, leave these people, disassociate yourself from BJP, we all will support you. You have made a name for yourself in Bihar. Leave BJP for the sake of country," said Owaisi.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.