ETV Bharat / international

লাহোরে যুবতিকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 1 - University student gang-raped in Pakistan

ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ধৃতের নাম শাহিদ আলি ৷

Pak student gang-raped by classmate, 3 others
লাহোরে গণধর্ষণে গ্রেপ্তার 1, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের
author img

By

Published : Oct 27, 2020, 9:07 PM IST

লাহোর, 27 অক্টোবর : যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঘটনা ৷ ওই নির্যাতিতা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৷ অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত তারই এক সহপাঠী ও তার তিন বন্ধু ৷ ঘটনায় নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার সহপাঠীর নাম শাহিদ আলি ৷ 23 অক্টোবর শাহিদ ওই যুবতিকে লাহোর থেকে 150 কিমি দূরে তার গ্রাম ছিনিয়ত-এ যেতে বলে ৷ ছিনিয়তে পৌঁছানোর পর শাহিদ তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় ৷ এরপর বন্দুক দেখিয়ে শাহিদ ও তার তিন বন্ধু ইমরান , রিয়াজ় ও তাসাওয়ার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, ওই যুবতির শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ তাতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে ৷ এরপর পুলিশ মূল অভিযুক্ত শাহিদকে গ্রেপ্তার করে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

লাহোর, 27 অক্টোবর : যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঘটনা ৷ ওই নির্যাতিতা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৷ অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত তারই এক সহপাঠী ও তার তিন বন্ধু ৷ ঘটনায় নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার সহপাঠীর নাম শাহিদ আলি ৷ 23 অক্টোবর শাহিদ ওই যুবতিকে লাহোর থেকে 150 কিমি দূরে তার গ্রাম ছিনিয়ত-এ যেতে বলে ৷ ছিনিয়তে পৌঁছানোর পর শাহিদ তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় ৷ এরপর বন্দুক দেখিয়ে শাহিদ ও তার তিন বন্ধু ইমরান , রিয়াজ় ও তাসাওয়ার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, ওই যুবতির শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ তাতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে ৷ এরপর পুলিশ মূল অভিযুক্ত শাহিদকে গ্রেপ্তার করে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.