লাহোর, 8 জানুয়ারি: সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য কারাবাস হল আরও এক জঙ্গির। শুক্রবার পাকিস্তানের এক সন্ত্রাসবাদ বিরোধী আদালত এই রায় দিয়েছে। ওই রায়ে মুম্বই হামলার মূলচক্রী ও লস্কর-ই-তইবার অপারেশন কমান্ডার জাকিউর রহমান লকভিকে 15 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে জামাত-উদ-দাওয়ার হাফিজ় সইদকে 15 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য সাজাপ্রাপ্ত।
রাষ্ট্রসংঘ সারা বিশ্বের জঙ্গিদের যে তালিকা তৈরি করে রেখেছে, সেই তালিকায় নাম রয়েছে 61 বছরের জাকিউরের। সে আগেও গ্রেপ্তার হয়েছিল। 2015 সালে তার জামিন হয়। সম্প্রতি পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করে। তার পরই তার সাজা হল।
তাকে পাঁচ বছর করে তিনটি সাজা শোনানো হয়েছে। প্রতিটি সাজার ক্ষেত্রেই তাকে পাকিস্তানের মুদ্রায় 1 লাখ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে তিনটি পাঁচ বছরের সাজার সঙ্গে তাকে আরও 6 মাস করে কারাবাস করতে হবে।
আরও পড়ুন: 26/11 মুম্বই হামলায় মূলচক্রী গ্রেপ্তার পাকিস্তানে
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, এফটিএফ-এর কাছে কড়া ভর্ৎসনা শোনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তান। না হলে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।