ETV Bharat / international

ভারতের ভয়ে তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে জইশ, লস্কর !

author img

By

Published : Jul 8, 2019, 12:47 PM IST

বালাকোট অভিযানের জের । আফগানিস্তানে তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা ।

ফাইল ফোটো

কাবুল(আফগানিস্তান), 8 জুলাই : আফগানিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ(JeM) ও লস্কর-ই-তইবা(LeT) । গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর আতঙ্কে রয়েছে তারা । তাই, ডেরা বদলে আশ্রয় নিয়েছে আফগানিস্তানের কান্দাহার ও কুনারের আন্তর্জাতিক সীমারেখার কাছে ।

14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । 12 দিনের মাথায় বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । ধ্বংস করে দেওয়া হয় জইশ-ই-মহম্মদের সমস্ত ঘাঁটি । সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার এই অভিযানের পরই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF) যাতে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত না করে তার জন্যই ডেরা পরিবর্তন করছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা ।

প্রসঙ্গত, আগেই বেআইনি আর্থিক লেনদেন ও সন্ত্রাসমূলক কাজকর্মে আর্থিক সাহায্যের বিরুদ্ধে ইসলামাবাদকে পদক্ষেপ নিতে বলে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) । কিন্তু পাকিস্তানের অর্থনীতিকে প্রভাবিত করতে ভারত চাইছিল পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে ।

পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযানের পর আন্তর্জাতিকস্তরে চাপ তৈরি হয়েছে পাকিস্তানের উপর । সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির 'শেফ শেল্টার' এখন আফগানিস্তান । সেখান থেকে কাজকর্ম চালাচ্ছে । গোয়েন্দা সূত্রে খবর, কান্দাহারে ভারতীয় কনসুলেটে ইতিমধ্যে তালিবান আক্রমণের আশঙ্কা করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ।

চলতি বছরের শুরুতে জালালাবাদে জইশ জঙ্গি সেদিক আকবর ও আতাউল্লাহকে গ্রেপ্তার করে আফগান ন্যাশনাল সিকিউরিটি । তারপরই সামনে আসে JeM ও LeT জঙ্গিদের আফগানিস্তানে লুকিয়ে থাকার খবর । সূত্রের খবর, চলতি বছরের শুরুতে JeM-এর প্রধান মাসুদ আজ়হারকে আফগানিস্তানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তাব দেয় হাক্কানি নেটওয়ার্ক । কিন্তু মাসুদ ভাওয়ালপুরে পাকিস্তান সেনাবাহিনীর ঘেরাটোপের মধ্যেই নিজেকে বেশি সুরক্ষিত বোধ করে ।

পেন্টাগনের এই বছরের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় আতঙ্ক LeT । যার 300 জঙ্গি আফগানিস্তানে সক্রিয় । 2008 সালে মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার জন্য অ্যামেরিকা ও রাষ্ট্রসংঘ এই LeT-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে । রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে সক্রিয় 20টি জঙ্গি সংগঠনের মধ্যে LeT পঞ্চম স্থানে রয়েছে ।

কাবুল(আফগানিস্তান), 8 জুলাই : আফগানিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ(JeM) ও লস্কর-ই-তইবা(LeT) । গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর আতঙ্কে রয়েছে তারা । তাই, ডেরা বদলে আশ্রয় নিয়েছে আফগানিস্তানের কান্দাহার ও কুনারের আন্তর্জাতিক সীমারেখার কাছে ।

14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । 12 দিনের মাথায় বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । ধ্বংস করে দেওয়া হয় জইশ-ই-মহম্মদের সমস্ত ঘাঁটি । সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার এই অভিযানের পরই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF) যাতে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত না করে তার জন্যই ডেরা পরিবর্তন করছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা ।

প্রসঙ্গত, আগেই বেআইনি আর্থিক লেনদেন ও সন্ত্রাসমূলক কাজকর্মে আর্থিক সাহায্যের বিরুদ্ধে ইসলামাবাদকে পদক্ষেপ নিতে বলে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) । কিন্তু পাকিস্তানের অর্থনীতিকে প্রভাবিত করতে ভারত চাইছিল পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে ।

পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযানের পর আন্তর্জাতিকস্তরে চাপ তৈরি হয়েছে পাকিস্তানের উপর । সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির 'শেফ শেল্টার' এখন আফগানিস্তান । সেখান থেকে কাজকর্ম চালাচ্ছে । গোয়েন্দা সূত্রে খবর, কান্দাহারে ভারতীয় কনসুলেটে ইতিমধ্যে তালিবান আক্রমণের আশঙ্কা করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ।

চলতি বছরের শুরুতে জালালাবাদে জইশ জঙ্গি সেদিক আকবর ও আতাউল্লাহকে গ্রেপ্তার করে আফগান ন্যাশনাল সিকিউরিটি । তারপরই সামনে আসে JeM ও LeT জঙ্গিদের আফগানিস্তানে লুকিয়ে থাকার খবর । সূত্রের খবর, চলতি বছরের শুরুতে JeM-এর প্রধান মাসুদ আজ়হারকে আফগানিস্তানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তাব দেয় হাক্কানি নেটওয়ার্ক । কিন্তু মাসুদ ভাওয়ালপুরে পাকিস্তান সেনাবাহিনীর ঘেরাটোপের মধ্যেই নিজেকে বেশি সুরক্ষিত বোধ করে ।

পেন্টাগনের এই বছরের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় আতঙ্ক LeT । যার 300 জঙ্গি আফগানিস্তানে সক্রিয় । 2008 সালে মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার জন্য অ্যামেরিকা ও রাষ্ট্রসংঘ এই LeT-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে । রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে সক্রিয় 20টি জঙ্গি সংগঠনের মধ্যে LeT পঞ্চম স্থানে রয়েছে ।

Bengaluru, Jul 06 (ANI): Soon after arriving at the Karnataka Assembly Speaker office in Bengaluru, all the 11 visiting MLAs of ruling Congress-JD(S) coalition submitted their resignations as legislators. Three of the MLAs, including Ramalinga Reddy who beforehand had told media about his resignation, left the office with Congress strategist and state Irrigation Minister, DK Shivakumar. The resignations, however, have not been approved yet as Speaker Ramesh Kumar was not present in the office.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.