করাচি, 30 জুন : "করাচিতে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলার পিছনে ভারতের হাত রয়েছে । এবিষয়ে কোনও সন্দেহ নেই ।" আজ সংসদে এই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই খবর পাওয়া গেছে ।
গতকাল সকালে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে ঢুকে পড়ে চার জঙ্গি ৷ সেখানে গ্রেনেড হামলা চালায় ৷ পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টর ও চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় । পরে হামলাকারী 4 জঙ্গিকে খতম করা হয় । হামলাকারীদের খতম করার এই খবর গতকালই নিশ্চিত করেন করাচি পুলিশের প্রধান গুলাম নবি মেমন ।
আজ তা নিয়ে পাকিস্তান সংসদে সরব হন ইমরান খান । তিনি বলেন, "এবিষয়ে কোনও সন্দেহ নেই যে, এই আক্রমণের পিছনে ভারতের হাত রয়েছে । গত দু'মাস ধরে আমার মন্ত্রিসভা জানত যে, একটি আক্রমণ হতে পারে । আমি আমার মন্ত্রীদেরও একথা জানিয়েছিলাম । বিষয়টি নিয়ে আমাদের সমস্ত গোয়ন্দা সংস্থাও তৎপর রয়েছে ।"
মুম্বই হামলার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "মুম্বইতে যা হয়েছিল, সেটাই করাচিতে করার চেষ্টা করেছিল ভারত । তারা অস্থিরতা ছড়াতে চেয়েছিল । কিন্তু, আমার পুরোপুরি প্রস্তুত ছিলাম । আমাদের কাছে এটি বিরাট জয় ।"
হামলায় যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইমরান খান । তিনি বলেন, "হামলায় মৃতরা পাকিস্তানের হিরো । তাঁরা এই আত্মবলিদানের মাধ্যমে একটি বড় ঘটনাকে ব্যর্থ করেছে । যার পরিকল্পনা করেছিল ভারত ।"